গোপালগঞ্জে ‘বিনাধান-২৫’ এর আবাদ বেড়েছে
Published: 26th, April 2025 GMT
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ধীরাইল গ্রামের কৃষাণী লিপি বেগম এবছর বোরো মৌসুমে ৩ একর জমিতে ‘বিনাধান-২৫’ এর আবাদ করেন। ফলনও হয়েছে বাম্পার। ‘বিনাধান-২৫’ বাসমতির মতো দেখতে চিকন ও লম্বা এবং খেতে সুস্বাদু হওয়ায় বিগত কয়েক বছর ধরে এ ধানের চাষ করে আসছেন।
লিপি বেগম জানান, এ জাতের ধানে রোগবালাই ও পোকামাকড় না লাগায় ফলন বেশি হয়েছে। সেই সাথে সার ও কীটনাশক একেবারেই না লাগায় আর্থিক সাশ্রয় হয়েছে। ফলে আগামী বছরও তিনি এই জাতের ধানের আবাদ করবেন। লিপি বেগমের মত এতই কথা জানান ধীরাইল গ্রামের অন্যান্য কৃষক।
‘বিনাধান-২৫’- এ জাতের ধান চাষ করলে একই জমিকে চার ফসলে রূপান্তর করার পাশাপশি আমদানি নির্ভরতা কমবে বলে জানিয়েছে, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট।
সরেজমিনে গিয়ে জানা গেছে, বোরো মৌসুমে গোপালগঞ্জের কৃষকরা হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের ধানের আবাদ করে থাকেন। তবে এবছর গোপালগঞ্জের কৃষকরা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রিমিয়াম কোয়ালিটির ‘বিনাধান-২৫’ জাতের ধানের আবাদ করেছেন। এতে ফলনও হয়েছে বাম্পার। মাঠের পর মাঠ সোনালী ধান বাতাসে দোল খাচ্ছে।
১৪০ দিনের স্বল্প জীবনকাল হওয়ায় প্রিমিয়াম কোয়ালিটির এ জাতের ধান আগাম পাকায় কৃষকরা দ্রুত ঘরে তুলতে পারেন। তবে জমিতে পানি জমে থাকলে বা ঝড়-বৃষ্টির হলে গাছ সাময়িক হেলে পড়লেও গাছের গোড়া সবুজ থাকে এবং মাটির সাথে মিশে যায়না। ফলে এতে ফলনে কোন প্রভাব পরেনা।
সম্প্রতি ‘বিনাধান-২৫’ এর চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড.
ধীরাইল গ্রামের কৃষাণী মিনি বেগম বলেন, “বিনার কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে ‘বিনাধান-২৫’ এর আবাদ করেছি। ফলনও খুব ভালো পেয়েছি। এ ধান আগাম পাকায় ঝড়-বৃষ্টির আগে কেটে ঘরে তোলা যায়। এবার অন্তত ৭০ মন ধান পাবো।”
বিনা গোপালগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুন অর রশিদ বলেন, “দেশে চিকন চালের প্রচুর চাহিদা রয়েছে এবং প্রতিদিনিই চাহিদা বাড়ছে। ”
বিনা ময়মনসিংহ-এর মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ বলেন, “এটি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রিমিয়াম কোয়ালিটির একটি জাত। বাংলাদেশ যত চিকন চালের আবাদ করা হয় তার মধ্যে সবচেয়ে চিকন চাল হলো ‘বিনাধান-২৫’। এ জাতের ধানের জীবনকাল কম, মাত্র ১৪০ দিন। উচ্চ ফলনশীল হওয়ায় একর প্রতি ৭৬ মন উৎপাদন হলেও সর্বোচ ৮১ মন ধান উৎপাদন হয়ে থাকে। ফলে কৃষকরা লাভবান হবেন”।
ঢাকা/বাদল/টিপু
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ প লগঞ জ র ব ন ধ ন ২৫ কর মকর ত ক ষকর
এছাড়াও পড়ুন:
হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন
হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। তবে এ বিষয়ে ২৮ আগস্ট জারি করা সুপ্রিম কোর্টের ৩৯৭-এ নম্বর বিজ্ঞপ্তির আংশিক সংশোধন আনা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সরকার এক তথ্য বিবরণীতে বিজ্ঞপ্তির আংশিক সংশোধনের বিষয়টি জানায়।
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন যৌথভাবে ডিভিশন বেঞ্চে বসবেন। তারা হাইকোর্টের মূল ভবনের ২৩ নম্বর কক্ষে নির্ধারিত তারিখে বেলা ১১টা ৪০ থেকে দুপুর ২টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।
এ সময়ে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংশ্লিষ্ট মামলা, জরুরি ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল ও জামিন সংক্রান্ত আবেদনপত্র, জেল আপিল, রিভিশন এবং অন্যান্য ফৌজদারি বিবিধ মামলার শুনানি হবে। এছাড়া, বেঞ্চে স্থানান্তরিত বিষয়গুলোতেও শুনানি ও আদেশ দেওয়া হবে।
ঢাকা/নঈমুদ্দীন/টিএই