Risingbd:
2025-09-18@09:46:53 GMT

‘আকাশজয়ী’ মারুফ

Published: 26th, April 2025 GMT

‘আকাশজয়ী’ মারুফ

ফরিদপুরের সদরপুর উপজেলার খেজুরতলা গ্রামের মারুফ মোল্লা স্থানীয়দের কাছে এখন ‘আকাশজয়ী’ নামে পরিচিত। দারিদ্র্য আর সীমিত সুযোগের মধ্যে নিজ ইচ্ছাশক্তির জোরে তিনি তৈরি করেছেন প্যারাগ্লাইডার। যা দিয়ে তিনি পাখির মতো আকাশেও উড়েছেন। মারুফের এই অসাধারণ কৃতিত্ব এখন গ্রামজুড়ে আলোচনার বিষয়।

ছোটবেলা থেকেই আকাশে ওড়ার স্বপ্ন দেখতেন মারুফ। দারিদ্র্যের কারণে পড়ালেখা বন্ধ হলেও থামেনি তার স্বপ্নের যাত্রা। সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবের ভিডিও দেখে আর স্থানীয়ভাবে জোগাড় করা যন্ত্রপাতি দিয়ে মাত্র কয়েক মাসের পরিশ্রমে তিনি তৈরি করেছেন প্যারাগ্লাইডার। মারুফের উদ্ভাবনী মন শুধু প্যারাগ্লাইডারে সীমাবদ্ধ ছিল না, তিনি ইতোমধ্যে তৈরি করেছেন ইয়ারকুলার এবং হাত-পা ঘামানো সমস্যা সমাধানের ইলেকট্রিক্যাল থেরাপি মেশিন। 

প্রথমবার আকাশ ছোঁয়ার মুহূর্তটি জীবনের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা বলে জানান মারুফ। তিনি বলেন, “স্বপ্ন আর সাহস থাকলে অসম্ভব বলে কিছুই নেই।” প্যারাগ্লাইডার তৈরিতে ৬০ হাজার টাকা খরচ হয়েছে বলেও জানান তিনি।

বুধবার (২৩ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, খেজুরতলা গ্রামের একটি ফসলের মাঠে মারুফের আকাশে ওড়ার দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন গ্রামবাসী। শুরুতে পরিবারের বকাবকি ও প্রতিবেশীদের সন্দেহের মুখেও তিনি দমেননি। 

মারুফের মা সামেলা বেগম বলেন, “আমার ছেলের এই কীর্তি অতুলনীয়। আমি ভাবতেই পারিনি আমার ছেলে এমন অসাধারণ কিছু করবে। একসময় যারা ওর কাজ নিয়ে সন্দেহ করত, এখন তারাই প্রশংসায় মুখর।”

গ্রামের বাসিন্দা আব্দুল হাকিম বলেন, “মারুফের এই কাজ আমাদের গ্রামের জন্য গর্বের বিষয়। ওর মতো তরুণরা আমাদের অনুপ্রেরণা। মারুফ এখন গ্রামবাসীর কাছে আকাশজয়ী হিসেবে পরিচিতি পেয়েছে।”

মারুফের স্বপ্ন এখন আরো বড়। তিনি একজন দক্ষ প্যারাগ্লাইডার হয়ে বাংলাদেশের মনোমুগ্ধকর সৌন্দর্য বিশ্বের সামনে তুলে ধরতে চান। পাশাপাশি, সরকারি সহযোগিতা পেলে তিনি তার প্যারাগ্লাইডার বাণিজ্যিকভাবে বাজারজাত করতে চান। 

মারুফ বলেন, “আমি চাই আমার এই উদ্ভাবন দেশের কাজে আসুক। সরকারের সহায়তা পেলে আমি আরো বড় কিছু করতে পারব।”

মারুফের প্রশংসা করে স্থানীয় সমাজকর্মী ফারুক হোসেন বলেন, “তিনি (মারুফ) প্রমাণ করেছেন, অর্থের অভাব স্বপ্নের পথে বাধা নয়। মারুফের এই গল্প তরুণদের জন্য উৎসাহের উৎস। আমরা আশা করি, সরকার তার পাশে দাঁড়াবে।”

ঢাকা/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর ছ ন

এছাড়াও পড়ুন:

বাগেরহাটে চার আসন বহালের দাবিতে নতুন কর্মসূচি 

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আগামী শুক্র ও শনিবার (১৯ ও ২০ সেপ্টেম্বর) গণস্বাক্ষর সংগ্রহ এবং রবি ও সোমবার (২১ ও ২২ সেপ্টেম্বর) জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অর্ধদিবস অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা এম এ সালাম নতুন কর্মসূচি ঘোষণা করেন।

এম এ সালাম বলেছেন, “বাগেরহাটের চারটি আসন অক্ষুণ্ন রাখার দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আদালতের প্রতি আমাদের আস্থা আছে, তবে জনগণের দাবি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

এর আগে আসন কমানোর প্রতিবাদে জেলা জুড়ে হরতাল, বিক্ষোভ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। পাশাপাশি উচ্চ আদালতে রিট করা হয়েছে।

ঢাকা/শহিদুল/রফিক

সম্পর্কিত নিবন্ধ