দীপিকা আমার প্রাক্তন প্রেমিকা, সুহানার মা: শাহরুখ খান
Published: 27th, April 2025 GMT
বলিউড বাদশাহ শাহরুখ খান। ব্যক্তিগত জীবন সম্পর্কে বরাবরই সতর্ক এই বলিউড তারকা। তারপরেও কি সমালোচনা তার পিছু ছেড়েছে! এবার নিজেই সমালোচনার রসদ জোগালেন তিনি। শাহরুখের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিলো বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। প্রিয়াঙ্কা চোপড়া নিক জোনাসের সঙ্গে ঘর বাঁধার পর, সেই আলোচনা থেমে গেছে।
এ ছাড়া কাজলের সঙ্গে শাহরুখের গভীর বন্ধুত্বের কথা শোনা যায়। কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে প্রেমের কথা কি শুনেছেন?—হয়তো শোনেননি। কিন্তু পাঠানের এই জুটির রোমান্সে বুঁদ হয়েছিল সিনেপ্রেমীরা। ভারতীয় গণমাধ্যম দ্যা ওয়াল জানিয়েছে, দীপিকাই শাহরুখের প্রাক্তন।
কথা শুনে অবাক হওয়ার কথা। কিন্তু বাস্তবে বিষয়টি তা নয়। এটি শাহরুখের নতুন সিনেমার প্রচারণার অংশ। গণমাধ্যমের তথ্য, শাহরুখ এবার এমন এক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন, যে সিনেমাতে য়েছে পারিবারিক আবেগ, প্রেম, অতীত আর ভবিষ্যৎ—এর গল্প। সিনেমার নাম ‘কিং’।
সিনেমাতে মেয়ের ভূমিকায় দেখা যাবে শাহরুখ কন্যা সুহানাকে। দীপিকাকে দেখা যাবে শাহরুখের প্রাক্তন প্রেমিকার ভূমিকায়।
মজার ছলে ভারতীয় গণমাধ্যমকে শাহরুখ বলেছেন, দীপিকা আমার প্রাক্তন প্রেমিকা, সুহানার মা।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার
রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।
গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।
সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।
ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’