ভালো গান শ্রোতারা খুঁজে বের করেই শুনতে ভালোবাসেন: রুনা লায়লা
Published: 27th, April 2025 GMT
বিটিভির গত বছরের ঈদ ‘আনন্দমেলা’ ম্যাগাজিন অনুষ্ঠানে উপমহাদেশের বরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লা গেয়েছিলেন ‘চলো গানে গানে গড়ি নতুন পৃথিবী’ গানটি।
আনজীর লিটনের কথায় আশরাফ বাবুর সুরে রুনা লায়লার সঙ্গে এই গান গেয়েছিলেন এ প্রজন্মের জনপ্রিয় চার কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা, ইমরান, সাব্বির ও ঝিলিক। সেই গানই এখন ‘বিটিভি মিউজিক’-এ প্রচার হচ্ছে।
ইউটিউব চ্যানেলটিতে প্রচারের পর এখন পর্যন্ত ১০ লাখের বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন গানটি। অর্থাৎ এই গানের প্রতি শ্রোতাদের বেশ আগ্রহ দেখা যাচ্ছে।
রুনা লায়লা বলেন, “টিভির ঈদ আনন্দমেলায় এরই মধ্যে বেশ কয়েকবার গান গাওয়া হয়েছে। গত বছর বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলার জন্য ‘নতুন পৃথিবী’ গানটি গেয়েছিলাম। এটি প্রচারের পর ইউটিউবেও গানটি যে শ্রোতারা বেশ আগ্রহ নিয়ে উপভোগ করছেন, এটা অবশ্যই ভালো বিষয়।’
তিনি আরও বলেন, ‘সত্যি বলতে কী, ভালো গান শ্রোতারা খুঁজে খুঁজে বের করেই শুনতে ভালোবাসেন। যে কারণে গানটি বেশি বেশি মানুষ উপভোগ করছেন।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পাকিস্তানি খেলোয়াড়ের থ্রো লাগল আম্পায়ারের মাথায়, এরপর যা হলো
এশিয়া কাপে গতকাল পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত ম্যাচটা শুরু হয়েছিল নাটকীয়তা দিয়ে। ভারতের বিপক্ষে ম্যাচে হাত না মেলানো বিতর্কে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ভূমিকায় ক্ষুব্ধ ছিল পাকিস্তান।
পাইক্রফটকে ম্যাচ রেফারির দায়িত্ব থেকে না সরালে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি না খেলার কড়া বার্তাও দিয়েছিল পাকিস্তান। শেষ পর্যন্ত পাইক্রফট ক্ষমা চাওয়ার পর পাকিস্তান দল মাঠে নেমেছে, তবে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের এক ঘণ্টা দেরিতে।
ম্যাচ রেফারিকে সরাতে না পারলেও মাঠের আম্পায়ারকে ঠিকই ‘সরিয়ে দিয়েছে’ পাকিস্তান। পাকিস্তান-আরব আমিরাত ম্যাচ চলাকালীন অন ফিল্ড আম্পায়ার রুচিরা পল্লিয়াগুরুগে মাঠ ছাড়তে বাধ্য হন। তাঁর জায়গায় দায়িত্ব নেন চতুর্থ আম্পায়ার বাংলাদেশের গাজী সোহেল। পল্লিয়াগুরুগে মাঠ ছাড়েন চোট পেয়ে। পাকিস্তানের উইকেটকিপার মোহাম্মদ হারিসের থ্রো তাঁর মাথায় লেগেছিল।
আম্পায়ারের খোঁজ নিচ্ছেন সাইম, হারিস।