শিহাব শাহীন পরিচালিত ঈদুল ফিতরে মুক্তি পায় ‘দাগি’। দেশের দর্শকদের কাছে প্রশংসিত হয়ে সিনেমাটি  গত ১২ এপ্রিল মুক্তি পায় অস্ট্রিলিয়ায়। মুক্তির পর থেকেই সেখানে হাউজফুল যাচ্ছে বলে জানিয়েছে সেখানকার পরিবেশক পথ প্রোডাকশন এবং ঈগল এন্টারটেইনমেন্ট।

প্রযোজনা সংস্থা জানায়, মুক্তির ঘোষণার পর থেকেই টিকেটের সংকট দেখা দিলে শো বাড়ানো হয়। নতুন খবর হল দর্শকের আশাতীত রেসপন্সের পর আগামী মাসেও দাগি চালানোর সিধান্ত নিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান। 

তারা জানায়,  আগামী মে মাস পুরোটা জুড়ে ১৮টি শো নিয়ে দাগি চলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন শহরে।

পথ প্রোডাকশনসের পক্ষ থেকে জানানো হয়, দাগি মুক্তির পর থেকেই  শো হাউজফুল যাচ্ছে। শুরুতে অস্ট্রেলিয়ায় ১৫টি শো চলার কথা থাকলেও, দর্শক চাপে আরও ৫টি শো বেড়ে ২০ টি শো চালানো হয়। দর্শক চাহিদায় আমরা আগামী মে মাস পুরোটা ১৮ টি শো চালাব অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন শহরে।

এছাড়াও ২৫ তারিখ মুক্তি পেয়েছে ইউএসএ এর পনেরো শহরে। পর্যায়ক্রমে মুক্তির অপেক্ষায় রয়েছে কানাডা,ইংল্যান্ড, ইটালি, মিডিলইস্টসহ  বিভিন্ন দেশে।

‘দাগি’তে অভিনয় করেছেন আফরান নিশো। এই সিনেমার মাধ্যমে দুই বছর পর সিনেমা হলে ফিরেছেন তিনি। তার সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আফর ন ন শ তম ম র জ

এছাড়াও পড়ুন:

নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের

নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা 

পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/আরিফুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ