ইউরোপের পর এশিয়ার মঞ্চেও শিরোপা জয়ের স্বপ্ন দেখাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে সৌদি ক্লাব আল নাসর ৪-১ গোলের বড় জয় পেয়েছে জাপানের ইয়োকোহামা এফ. মারিনোসের বিপক্ষে। এতে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে রোনালদোর দল।

প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে আল নাসর। বল দখল থেকে আক্রমণ, প্রতিটি বিভাগেই এগিয়ে ছিল তারা। ২৭ মিনিটে আল নাসরকে এগিয়ে দেন দলের নতুন সেনসেশন জন ডুরান। ৪ মিনিট পর ওতাভিওর অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে।

৩৮ মিনিটে গোলের খাতা খোলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্রজোভিচের শট ফিরিয়ে দেওয়া বল থেকে সহজেই লক্ষ্যভেদ করেন পর্তুগিজ তারকা। চলতি চ্যাম্পিয়ন্স লিগে এটি তার অষ্টম গোল। পেশাদার ক্যারিয়ারে রোনালদোর মোট গোল সংখ্যা এখন ৯৩৪টি। হাজার গোলের মাইলফলক ছুঁতে তার প্রয়োজন আর মাত্র ৬৬টি গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের আলো ছড়ান ডুরান। নিজের দ্বিতীয় গোল করে চলতি এএফসি চ্যাম্পিয়নস লিগে চার ম্যাচে চার গোলের মালিক হন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে তার গোল সংখ্যা এখন ৯। ইয়োকোহামার হয়ে একমাত্র গোলটি করেন কোটা ওয়াতানাবে, যিনি পরে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে একজন বেশি নিয়েও আর গোল বাড়াতে পারেনি আল নাসর। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এএফস

এছাড়াও পড়ুন:

মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার

রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।

গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।

সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।

ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’

সম্পর্কিত নিবন্ধ