রোনালদোর গোলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে আল নাসর
Published: 27th, April 2025 GMT
ইউরোপের পর এশিয়ার মঞ্চেও শিরোপা জয়ের স্বপ্ন দেখাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে সৌদি ক্লাব আল নাসর ৪-১ গোলের বড় জয় পেয়েছে জাপানের ইয়োকোহামা এফ. মারিনোসের বিপক্ষে। এতে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে রোনালদোর দল।
প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে আল নাসর। বল দখল থেকে আক্রমণ, প্রতিটি বিভাগেই এগিয়ে ছিল তারা। ২৭ মিনিটে আল নাসরকে এগিয়ে দেন দলের নতুন সেনসেশন জন ডুরান। ৪ মিনিট পর ওতাভিওর অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে।
৩৮ মিনিটে গোলের খাতা খোলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্রজোভিচের শট ফিরিয়ে দেওয়া বল থেকে সহজেই লক্ষ্যভেদ করেন পর্তুগিজ তারকা। চলতি চ্যাম্পিয়ন্স লিগে এটি তার অষ্টম গোল। পেশাদার ক্যারিয়ারে রোনালদোর মোট গোল সংখ্যা এখন ৯৩৪টি। হাজার গোলের মাইলফলক ছুঁতে তার প্রয়োজন আর মাত্র ৬৬টি গোল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের আলো ছড়ান ডুরান। নিজের দ্বিতীয় গোল করে চলতি এএফসি চ্যাম্পিয়নস লিগে চার ম্যাচে চার গোলের মালিক হন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে তার গোল সংখ্যা এখন ৯। ইয়োকোহামার হয়ে একমাত্র গোলটি করেন কোটা ওয়াতানাবে, যিনি পরে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে একজন বেশি নিয়েও আর গোল বাড়াতে পারেনি আল নাসর।
.উৎস: Samakal
কীওয়ার্ড: এএফস
এছাড়াও পড়ুন:
তৃতীয় ম্যাচেও হার, ব্যর্থতার ষোলোকলা পূর্ণ বসুন্ধরা কিংসের
এএফসি চ্যালেঞ্জ লিগে তিন ম্যাচেই হেরে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছে বসুন্ধরা কিংস। কুয়েতের জাবের আল-মুবারক আল-হামাদ স্টেডিয়ামে আজ রাতে ‘বি’ গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে কুয়েত স্পোর্টস ক্লাবের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্লাবটি। আগের দুই ম্যাচেও হেরেছিল তারা।
আজ ম্যাচের প্রথম মিনিটেই ক্রস থেকে হেডে স্বাগতিক দলের ইউসুফ নাসের গোল করে কুয়েতে ক্লাবকে এগিয়ে দেন। বিরতির ঠিক আগে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পরিকল্পিত আক্রমণ থেকে তাহা ইয়াসিন খেনিসির ডান পায়ের নিখুঁত প্লেসিংয়ে করেন দ্বিতীয় গোল।
এই ম্যাচে কিংসের একাদশে ছিলেন গোলকিপার আনিসুর রহমান জিকো, যাঁকে এই ম্যাচে দেওয়া হয় অধিনায়কের দায়িত্বও। টুর্নামেন্টে এটাই ছিল তাঁর প্রথম ম্যাচ। মেহেদি হাসান শ্রাবণের জায়গায় গোলরক্ষক পরিবর্তন করেও ভাগ্য বদলায়নি কিংসের।
কুয়েত যাওয়ার আগে কিংসের আর্জেন্টাইন কোচ মারিও গোমেজ বলেছিলেন, ভালো কিছু করাই তাঁর দলের লক্ষ্য। নিয়মিত অধিনায়ক তপু বর্মণও স্বপ্ন দেখিয়েছিলেন সমর্থকদের। কিন্তু তিন ম্যাচেই হেরে কোনো পয়েন্ট ছাড়াই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে কিংসকে।
শেষ ম্যাচের আগেও বিড়ম্বনায় পড়তে হয় কিংসকে। স্টেডিয়ামে যাওয়ার পথে দলের বাসের একটি টায়ার হঠাৎ বিস্ফোরিত হয়। সৌভাগ্যবশত খেলোয়াড় ও কোচিং স্টাফ সবাই সুস্থ ছিলেন, যদিও এতে স্টেডিয়ামে পৌঁছাতে কিছুটা দেরি হয়।
গ্রুপ পর্বে ২৫ অক্টোবর কিংস প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ওমানের ক্লাব আল সিবের। সেই ম্যাচে পিছিয়ে পড়ার পর ২-১ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে যায় কিংস। দ্বিতীয় ম্যাচে লেবাননের আল-আনসারের কাছে হার ৩-০ ব্যবধানে। তিন ম্যাচে কিংস করেছে মাত্র একটি গোল, বিপরীতে হজম করেছে সাতটি।
গত বছরও এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্বে তিন ম্যাচই হেরেছিল কিংস।