মির্জাপুরে জমি নিয়ে বিরোধে হামলায় যুবদলের সাবেক নেতা নিহত
Published: 27th, April 2025 GMT
টাঙ্গাইলের মির্জাপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলায় ফজল হক (৫৫) নামের যুবদলের সাবেক এক নেতা নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনায় ফজল হকের স্ত্রী মরিয়ম বেগম (৪৫) ও ছেলে মনিরুজ্জামান (২৫) আহত হয়েছেন। তাঁদের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ফজল হক বাঁশতৈল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। পেশায় ডেকোরেটর ব্যবসায়ী ফজল হক আজ বিকেলে ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার কথা ছিল।
পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহত ব্যক্তির স্বজন এক নারীকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় ৪৭ বছর আগে ফজল হকের দাদি তাঁকে বংশীনগর মৌজায় ৫৫ শতক জমি দলিল করে দেন, যা তাঁর ফুফাতো ভাই প্রয়াত মজিবুর রহমানের ছেলে পারভেজ মিয়া ভোগ করছিলেন। সম্প্রতি ফজল হক বিষয়টি জানতে পেরে ওই জমি দখল নিতে যান। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গ্রাম্য মাতব্বরদের নিয়ে একাধিক বৈঠকও হয়, তবে কোনো সমাধান না হওয়ায় তিনি টাঙ্গাইলের আদালতে মামলা করেন। এ ছাড়া জমির চারপাশে কাঁটাতারের বেড়াও দেন।
আজ সকাল সাড়ে আটটার দিকে পারভেজ মিয়া প্রায় ৩০ লোকসহ দেশি অস্ত্র নিয়ে কাঁটাতারের বেড়া খুলতে যান। এতে ফজল হক বাধা দিলে পারভেজ ও তাঁর সহযোগীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। এ সময় ফজল হকের স্ত্রী, ছেলেসহ পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাঁদের বেধড়ক মারধর করা হয়। গুরুতর অবস্থায় তাঁদের কুমুদিনী হাসপাতালে নিলে চিকিৎসক ফজল হককে মৃত ঘোষণা করেন। তাঁর স্ত্রী ও ছেলেকে কুমুদিনী হাসপাতাল থেকে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আইনিপ্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মনোনয়ন দৌড়ে এবারও হেরে গেলেন মনির খান
জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান— যার কণ্ঠে প্রেম, ব্যথা আর প্রার্থনার সুরে ভেসেছে একটি প্রজন্ম। তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী শুধু গানে নয়, রাজনীতিতেও সক্রিয় ছিলেন দীর্ঘদিন ধরে।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনির খান। ঝিনাইদহ-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন এই কণ্ঠশিল্পী। কিন্তু শেষপর্যন্ত প্রার্থী তালিকায় জায়গা হয়নি তার। সেই আসনে দল মনোনয়ন দিয়েছে মেহেদী হাসান রনিকে।
আরো পড়ুন:
নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা
বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা
মনোনয়ন না পেলেও মনির খান প্রতিক্রিয়া দিয়েছেন ইতিবাচকভাবে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৩-এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।”
শিল্পীর এই পোস্টে প্রশংসা করেছেন ভক্তরা। রাজনীতিতেও তার সংযম ও সৌজন্যতা তুলে ধরেছেন অনেকেই।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকাদের মনোনয়ন পাওয়া নিয়ে গুঞ্জন থাকলেও শেষপর্যন্ত বিএনপির ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় কোনো শিল্পী বা অভিনেতার নাম নেই। মনির খানের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বেশি আলোচিত ছিলেন নায়ক উজ্জ্বল ও হেলাল খান, কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীন।
ঢাকা/রাহাত/রাসেল