জলাবদ্ধতা নিরসনে অনিয়ম দৃষ্টিগোচর হয়েছে দুদকের
Published: 27th, April 2025 GMT
খাল-নালায় পড়ে মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) গাফিলতি আছে কিনা, তা খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের একটি দল চসিক ও সিডিএ কার্যালয়ে যায়। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ ও তথ্য সংগ্রহ করেন তারা। পরে খাল-নালা এলাকা পরিদর্শন করে দুদক কর্মকর্তারা জানান, জলাবদ্ধতা নিরসন প্রকল্পে খালপাড়ে প্রস্তাবিত রেলিংয়ের দৈর্ঘ্যের সঙ্গে পরিদর্শনকালে দৈর্ঘ্যের মিল পাওয়া যায়নি। আরও কিছু অনিয়ম দৃষ্টিগোচর হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বলেন, ‘সম্প্রতি খালে পড়ে একটি শিশু মারা গেছে। চসিক ও সিডিএর এ ক্ষেত্রে কোনো দায়দায়িত্ব আছে কিনা, মূলত আমরা সেটি যাচাই করছি। আমরা সিডিএ চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। জলাবদ্ধতা নিরসনের প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট আরও যারা আছেন, তাদের সঙ্গে কথা বলেছি। প্রকল্পসংশ্লিষ্ট তথ্য-উপাত্ত পর্যালোচনা করে কমিশনে প্রতিবেদন পাঠানো হবে।’
শিশুর মৃত্যুর ঘটনায় সিডিএ কেন তদন্ত কমিটি গঠন করেনি, সেটা খতিয়ে দেখা হবে জানিয়ে দুদকের এ কর্মকর্তা বলেন, ‘এর আগে একই ধরনের আরও ঘটনা ঘটেছে, সেসব বিষয়েও সিডিএ তদন্ত কমিটি করেনি। কেন কমিটি গঠন হলো না, সেটা আমরা দেখব।’
এ বিষয়ে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো.
পরে দুদক টিম চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে যায়। সেখানে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে। এ বিষয়ে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘সিডিএ ৩৬টি খাল খননের কাজ করছে। যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেই জায়গা খুবই ঝুঁকিপূর্ণ। আমাদের নির্বাহী প্রকৌশলী ঝুঁকি বিবেচনায় নিয়ে সেখানে খাল ও নালার পাড়ে বাঁশের রেলিংয়ের ব্যবস্থা করেছিলেন। দুর্ঘটনার এক-দুই দিন আগে সিডিএ কিংবা যারা কাজ করছেন, তাদের কাজের জন্য এক্সক্যাভেটর নামাতে গিয়ে বাঁশের রেলিংটি ভাঙতে হয়েছে। এরপর দুর্ঘটনা ঘটে।’
গত ১৮ এপ্রিল রাতে নগরের চকবাজার কাপাসগোলায় হিজড়া খালে ব্যাটারিচালিত রিকশা উল্টে গেলে মায়ের হাত থেকে ছিটকে পড়ে ছয় মাসের শিশু সেহেরিজ প্রাণ হারায়।
উৎস: Samakal
কীওয়ার্ড: কর মকর ত প রকল প দ র ঘটন
এছাড়াও পড়ুন:
নেহাল ফেরায় কাবিলার জন্য ভালো নাকি মন্দ হলো, কী বলছেন পলাশ
আসল নামটাই যেন তাঁর বদলে গেছে। ভক্তদের কাছে তিনি সাত বছর ধরে ‘কাবিলা’ নামে পরিচিত। যেখানেই যান, সবাই কাবিলা বলেই সম্বোধন করে। অনেক সময় এই অভিনেতার জিয়াউল হক পলাশ নামটিই আড়ালে পড়ে যায়। তবে পর্দার নামটিও তাঁর কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। এটাকে দর্শকদের উপহার হিসেবে নেন ‘ব্যাচেলর পয়েন্টের’ এই কাবিলা খ্যাত অভিনেতা।
হাবু, পাশা, রোকেয়া, বোরহান চরিত্রের মধ্যে আলাদা করে সাড়া জাগিয়েছেন কাবিলা। এই ধারাবাহিক পলাশকে জনপ্রিয়তা দেওয়ার অন্যতম কারণ তাঁর ভাষা নোয়াখালী অঞ্চলের। একই সঙ্গে গল্পে ব্যাচেলরদের জীবনের নানান চিত্র তুলে ধরার কারণে, এটি দর্শক পছন্দ করেন। সিরিজগুলোতে আলাদা করে আসে পলাশের চরিত্রের পরিসর, যা দর্শক বেশির ভাগ সময়ই গ্রহণ করেন। তারপরও এই অভিনেতাকে তেমন কোনো ধারাবাহিকে দেখা যায় না। এর কারণ কী?
অভিনেতা পলাশ। ছবি: ফেসবুক থেকে