কিটক্যাট অপারেটিং সিস্টেম (ওএস) যাত্রা করে ২০১৩ সালে। ক্রমান্বয়ে তার ব্যবহার কমেছে। কারণ, জনপ্রিয়তা হারিয়েছে সিস্টেমটি।
অধিকাংশ ক্ষেত্রে আরও আধুনিক সফটওয়্যার ব্যবহৃত হচ্ছে। ঠিক এমন কারণেই মেটা সিদ্ধান্ত নিয়েছে, কিটক্যাট থেকে সাপোর্ট সিস্টেম তুলে নেওয়া হবে। আধুনিক অপারেটিং সিস্টেমের যাবতীয় কাজের সঙ্গে এতটা পিছিয়ে থাকা প্রযুক্তির আপডেট চালানো চ্যালেঞ্জ। ঠিক সে কারণেই মেটার এমন সিদ্ধান্ত। জানা গেছে, পুরোনো অপারেটিং সিস্টেমে অনেক সময়ই নতুন আপডেট সমর্থন করে না। ফলে কাজে যেমন অসুবিধা হয়, তেমনি নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকেই যায়।
হোয়াটসঅ্যাপ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে মেটা। নতুন বছর থেকেই কাযকর হবে নতুন নিয়ম। কয়েকটি ব্র্যান্ডের বেশ কিছু অ্যান্ড্রয়েড ডিভাইসে হোয়াটসঅ্যাপ আর সচল হবে না বলে সাফ জানিয়েছে মেটা। ২০২৫ সালে ধারাবাহিকভাবে নতুন সিদ্ধান্ত কার্যকর হবে।
যেসব মডেল হোয়াটসঅ্যাপ সমর্থন পাবে না, তার মধ্যে স্যামসাং ব্র্যান্ডের গ্যালাক্সি এসথ্রি, নোট টু, এসিই থ্রি, এস ফোর মিনি মডেল; মটোরোলা ব্র্যান্ডের মোটো জি (ফার্স্ট জেন), রেজার এইচডি, মোটো-টু ২০১৪ মডেল; এইচটিসি ব্র্যান্ডের ওয়ান এক্স, ওয়ান এক্স প্লাস, ডিজায়ার ৫০০, ডিজায়ার ৬০১ মডেল, এলজি ব্র্যান্ডের অপ্টিমাস জি, নেক্সাস ফোর, জিটু মিনি মডেল; সনি ব্র্যান্ডের এক্সপেরিয়া জেড, এক্সপেরিয়া এসপি, এক্সপেরিয়া টি এবং এক্সপেরিয়া ভি অন্যতম।
উৎস: Samakal
কীওয়ার্ড: হ য় টসঅ য প হ য় টসঅ য প
এছাড়াও পড়ুন:
বৃষ্টিতে ভিজতে গিয়ে ছাদ থেকে পড়ে মাইলস্টোন ছাত্রীর মৃত্যু
রাজধানীর আফতাবনগর এলাকায় বাসার ছাদ থেকে পড়ে মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির ছাত্রী তানহা (১৪) মারা গেছে। গতকাল বুধবার বিকেলে বৃষ্টিতে ভিজতে ছাদে উঠেছিল সে।
তানহার বোন তাবাসসুম বলেন, বৃষ্টিতে ভেজার সময় হঠাৎ ছাদ থেকে পড়ে যায় তানহা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তানহা পাবনা সদর উপজেলার আব্দুস সালামের মেয়ে। আফতাবনগর পাসপোর্ট অফিসের পাশে পরিবারের সঙ্গে থাকত সে।
এদিকে একই দিন দুপুরে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ পার্কের পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যায় ইয়াসিন ওরফে নিরব (১৫)। তার বন্ধু জুবায়ের আহমেদ জানায়, দুপুর আড়াইটার দিকে কয়েকজনের সঙ্গে গোসল করতে নামে নিবর। এ সময় পানিতে ডুবে গেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে সৈয়দপুরের মৃত এনায়েত হোসেনের ছেলে। গুলিস্তানে ফুটপাতে সে ঘড়ি বিক্রি করত।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, দু’জনের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুই ঘটনায় আলাদা থানায় অপমৃত্যুর মামলা হবে।