বাংলাদেশে নতুন ঘরানার ট্যাবলেট ‘ওয়ালপ্যাড নাইনজি’ মডেল উন্মোচন করেছে দেশের প্রযুক্তি ব্র্যান্ড ওয়ালটন। সময়োপযোগী ফিচারে সাজানো ট্যাব স্পেসিফিকেশন, ডিজাইন ও সাশ্রয়ী দামের সমন্বয়ে এটি নির্মিত। এটি বিনোদন, গেমিং, দাপ্তরিক, অনলাইন মিটিং বা ক্লাস ছাড়াও প্রয়োজনে সব কাজের সুবিধা দেবে বলে প্রতিষ্ঠানটি জানায়।
অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে পরিচালিত এ ট্যাবে রয়েছে হেলিও জি-৯৯ অক্টাকোর প্রসেসর, যার ক্লক স্পিড ২.

২ গিগাহার্টজ। ডিসপ্লে ৮.৬৮ ইঞ্চির এইচডি আইপিএস। রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
চার জিবি এলপিডিডিআর-ফোর র‌্যাম। ১২৮ জিবি ইউএফএস ২.১ স্টোরেজ, যা টিএফ কার্ডের মাধ্যমে ৫১২ জিবিতে নেওয়া সম্ভব। মালি-জি৫৭ জিপিইউ গেমিং ও মাল্টিমিডিয়া ব্যবহারে গ্রাফিকস পারফরম্যান্স সুবিধা দেবে।
জানা গেছে, ভিডিও রেকর্ডিং, ছবি তোলা, ভিডিও কল বা অনলাইন মিটিং ও ক্লাস ইত্যাদির জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল 
ও ৫ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল, ডুয়াল স্পিকার, যা ভিডিও কনফারেন্স বা সেলফির জন্য প্রযোজ্য। ব্যাটারি সক্ষমতা ৫১০০ মিলিঅ্যাম্পিয়ার, ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ও টাইপ-সি ইউএসবি পোর্ট সুবিধা।
কানেক্টিভিটি ও নেটওয়ার্কের দিক থেকেও ওয়ালপ্যাড নাইনজি ডিজাইন করা। মডেলে রয়েছে টুজি, থ্রিজি ও ফোরজি সংযোগ সুবিধা, ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.২ সংস্করণ 
ও হাইব্রিড সিম স্লট। রয়েছে জিপিএস, 
জি-সেন্সর, লাইট সেন্সর, হল সেন্সর ও কম্পাসের মতো প্রয়োজনীয় সেন্সর সুবিধা।
ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, সব সময় গ্রাহকের চাহিদা পূরণে পণ্য ডিজাইনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। উদ্ভাবিত ট্যাবের কনফিগারেশন এমনভাবে করা, যা গ্রাহকের চাহিদা পূরণ করবে। আধুনিক জীবনাচরণে ট্যাবটি সময়ের চাহিদা পূরণ করবে। ডিভাইসের অবয়ব রং গ্রে। থাকবে 
বিক্রয়োত্তর সেবা।
 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ