Samakal:
2025-08-02@01:16:03 GMT

আকিজ টেলিকমে নতুন গ্যাজেটস

Published: 27th, April 2025 GMT

আকিজ টেলিকমে নতুন গ্যাজেটস

বাংলাদেশে চারটি সুপরিচিত এআইওটি ব্র্যান্ডের পণ্য উন্মোচন করেছে আকিজ টেলিকম লিমিটেড। ব্র্যান্ডের মধ্যে রয়েছে ফিলিপস, ট্রান্সফরমার, মনস্টার ও এয়ারমার্স। উল্লিখিত সবকটি ব্র্যান্ড-ভক্তরা সময়োপযোগী প্রযুক্তি নিশ্চিতের সঙ্গে স্মার্টফোন ও গ্যাজেট খাতের সম্প্রসারণে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে উদ্যোক্তারা জানান। 
বক্তারা বলেন, আকিজ টেলিকমের হাত ধরে দেশের বাজারে যাত্রা শুরু হওয়া ফিলিপস, ট্রান্সফরমার, মনস্টার ও এয়ারমার্স ব্র্যান্ড ইতোমধ্যে স্মার্ট প্রযুক্তি ও উদ্ভাবনের জন্য সারাবিশ্বে সাড়া জাগিয়েছে। বাংলাদেশে এসব ব্র্যান্ডের পণ্য বিপণনে আকিজ টেলিকম বহুজাতিক করপোরেশন শেনজেন ওয়ানলিন টেকনোলজি কোম্পানি লিমিটেডের সঙ্গে অংশীজন হয়েছে।
আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ জসিম উদ্দিন বলেন, বিশ্বজুড়ে সমাদৃত ব্র্যান্ডের পণ্য বাংলাদেশের গ্রাহকের জন্য নিয়ে আসার লক্ষ্যে শেনজেন ওয়ানলিনের সঙ্গে আকিজ টেলিকম এমন উদ্যোগ নিয়েছে। দেশকে আরও স্মার্ট ও সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে উদ্যোগটি সহায়ক হবে।
আকিজ টেলিকমের প্রধান নির্বাহী কর্মকর্তা জি এম কামরুল হাসান বলেন, বিশ্বের জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড বাংলাদেশের গ্রাহকের প্রত্যাশা পূরণ করবে; সঙ্গে উন্মোচন করবে নতুন সম্ভাবনা। প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ সবার জন্য স্মার্ট ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের প্রতিশ্রুতির প্রতিফলন। নতুন আসা চারটি ব্র্যান্ডের পণ্য গ্রাহকের জীবনযাত্রার মানোন্নয়নে সঞ্চালকের কাজ করবে। দেশের প্রযুক্তি খাতে ইতিবাচক পরিবর্তনের উদ্দেশ্যে সবার জন্য অনবদ্য ডিজিটাল লাইফস্টাইল অভিজ্ঞতা নিশ্চিতে আমরা কাজ করব।
আইওটি পণ্য পরিচিতিতে উপস্থিত ছিলেন ওয়ানলিন টেকের কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ) মোহাম্মদ তৌফিকুল ইসলাম 
এবং ভার্চুয়ালি যুক্ত হন ওয়ানলিন টেকের গ্লোবাল ম্যানেজার পল।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

১১ নাটক নিয়ে শিল্পকলায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’

জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ১১ দলের ১১টি নতুন প্রযোজনা নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’। জাতীয় নাট্যশালায় গত ৩১ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ উৎসবে নাট্যরূপে উঠে আসছে ইতিহাস, আন্দোলন ও সময়ের গল্প।
উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। তীরন্দাজ রেপার্টরি প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনায় দীপক সুমন। গতকালই ছিল এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির দিনে মঞ্চস্থ নতুন এ নাটক নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের অনেকেই বলছেন, এই নাটকে যেন এক নাগরিকের নির্জনতা, এক প্রেমিকের না-পাওয়া, এক বিপ্লবীর বিষণ্নতা আর এক সাধারণ মানুষের অসহায়তা একসূত্রে বাঁধা পড়েছে।

জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন ছিল। ছবি:শিল্পকলা একাডেমি

সম্পর্কিত নিবন্ধ