ডিজিটাল কনটেন্টের সুরক্ষায় লিংকডইন ও অ্যাডোবির যৌথ উদ্যোগ
Published: 28th, April 2025 GMT
ডিজিটাল কনটেন্টের (আধেয়) সুরক্ষা ও ব্যবহারকারীদের পরিচয় যাচাইয়ের কার্যক্রম সহজ করতে যৌথভাবে কাজ করবে পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন ও প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাডোবি। ‘ভেরিফায়েড অন লিংকডইন’ নামের এ উদ্যোগের আওতায় লিংকডইনের পরিচয় শনাক্তকরণ ও অ্যাডোবির বিষয়বস্তু যাচাইকরণ টুলের মাধ্যমে কনটেন্ট নির্মাতাদের পরিচয় নিশ্চিত করা হবে। এর ফলে মেধাস্বত্ব নিশ্চিত করার পাশাপাশি অন্যদের কাছে কনটেন্টগুলোর বিশ্বাসযোগ্যতা আরও বাড়বে।
লিংকডইনের ট্রাস্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট অস্কার রদ্রিগেজ জানিয়েছেন, ভেরিফায়েড অন লিংকডইনের মাধ্যমে ব্যবহারকারীরা অনলাইনে নিজেদের পরিচয় নিশ্চিত করতে পারবেন। লিংকডইনে এখন মূলত পরিচয়, কর্মস্থল ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তথ্য যাচাইয়ের সুযোগ রয়েছে। নতুন এই অংশীদারত্বের ফলে অ্যাডোবির কনটেন্ট নির্মাতারা লিংকডইনের যাচাই করা পরিচয় কাজে লাগিয়ে নিজেদের তৈরি কনটেন্টের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন।
আরও পড়ুনলিংকডইনের প্রতিবেদনে চাকরির বাজারে এগিয়ে থাকতে ১৫টি দক্ষতা০১ এপ্রিল ২০২৫লিংকডইন ও অ্যাডোবির তথ্যমতে, অ্যাডোবির কনটেন্ট অথেনটিসিটি অ্যাপের মাধ্যমে ছবি বা ডিজিটাল কনটেন্টের স্বত্ববিষয়ক তথ্য যুক্ত করে ‘ভেরিফায়েড অন লিংকডইন’ ব্যাজ যুক্ত করতে পারবেন অ্যাডোবি ব্যবহারকারীরা। সেই কনটেন্ট লিংকডইনে প্রকাশ করা হলে স্বয়ংক্রিয়ভাবে নির্মাতার পরিচয়সংক্রান্ত তথ্যও দেখা যাবে। বর্তমানে অ্যাডোবির কনটেন্ট অথেনটিসিটি অ্যাপ পরীক্ষামূলক চালু রয়েছে। এই অ্যাপের মাধ্যমে ছবি ও ডিজিটাল কনটেন্টের স্বত্বের তথ্য সংরক্ষণ করা যায়।
আরও পড়ুনব্যক্তিগত তথ্য প্রকাশ করায় লিংকডইনের বিরুদ্ধে মামলা, আপনার অ্যাকাউন্ট নিরাপদ আছে তো২৪ জানুয়ারি ২০২৫লিংকডইন জানিয়েছে, ভেরিফায়েড অন লিংকডইন ব্যাজ শুধু লিংকডইনে নয়, ট্রাস্টরেডিয়াস, জিটু ও ইউজার টেস্টিংয়ের মতো অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মেও ব্যবহার করা যাবে। ভবিষ্যতে আরও বেশ কিছু প্রতিষ্ঠান এ উদ্যোগের সঙ্গে যুক্ত হবে।
সূত্র: ম্যাশেবল
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ড জ ট ল কনট ন ট র ভ র ফ য় ড অন ল কনট ন ট র স ন শ চ ত কর ব যবহ র
এছাড়াও পড়ুন:
৬ মিনিটেই ইতিহাসে সালাহ, কেইনের লাগল ৬৩ মিনিট
চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে স্কোরলাইনে নাম লেখাতে দেরি করেননি মোহাম্মদ সালাহ—সময় নিয়েছেন মাত্র ৬ মিনিট। অ্যানফিল্ডে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারায় লিভারপুল। ম্যাচের ৬ মিনিটের মধ্যে গোল করানোর পাশাপাশি মিসরীয় ফরোয়ার্ড নিজেও একটি গোল করেন। আর তাতেই দারুণ এক রেকর্ড গড়েছেন লিভারপুল কিংবদন্তি।
আরও পড়ুনকেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব৫ ঘণ্টা আগে৪ মিনিটে সালাহর ফ্রি–কিক লিভারপুল লেফট ব্যাক অ্যান্ড্রু রবার্টসনের পায়ে লেগে জালে জড়ায়। দুই মিনিট পরই বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন সালাহ। ‘অপ্টা’ জানিয়েছে, সালাহ চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ইংলিশ ক্লাবের হয়ে ম্যাচের প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করালেন। যেকোনো ক্লাবের হিসাবে সালাহ এই তালিকায় তৃতীয়। এর আগে মারিয়ানো বোমবার্দা ও করিম বেনজেমা প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করিয়েছেন।
আতলেতিকোর বিপক্ষে গোল পেয়েছেন সালাহ