মাত্র পাঁচ মিনিটের কালবৈশাখী ঝড়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় গাছপালা ভেঙে পড়ে ঢাকা-খুলনা মহাসড়কে এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। এতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।  

আজ সোমবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে কালবৈশাখী ঝড় হয়।

মুকসুদপুর উপজেলা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মেহেদি হাসান বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়। মাত্র পাঁচ মিনিটে ঝড়ে মুকসুপুর উপজেলার দাসেরহাট থেকে পুরাতন মুকসুদপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় মহাসড়কের পাশের ৩০ থেকে ৪০টি গাছ ভেঙে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময মহাসড়কের দুই পাশে অ্যাম্বুলেন্সসহ বহু যানবাহন আটকা পড়ে। পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ কেটে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আরো পড়ুন:

যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৬

দাসেরহাট এলাকার বাসিন্দা পরেশ বিশ্বাস বলেন, মাত্র পাঁচ মিনিটের ঝড়ে মহাসড়কের পাশের গাছপালা ভেঙে পড়ে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা মহাসড়ক থেকে গাছ কেটে অপসারণ করে। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসরিম আক্তার বলেন, সড়ক থেকে গাছ সরিয়ে নেওয়ায় পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

ঢাকা/বাদল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন সড়ক দ র ঘটন ঝড় উপজ ল

এছাড়াও পড়ুন:

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএমএল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএলের প্রতিনিধি দল। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমএলের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সভাপতি নাসিম খান। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব রেজওয়ান মর্তুজা ও যুগ্ম মহাসচিব সাকিব খান।

সাক্ষাতের সময় প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে ডিসেম্বরের মধ্যে দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করে। এ সময় দলটির পক্ষ থেকে একটি স্মারকলিপিও দেওয়া হয়।

সম্পর্কিত নিবন্ধ