চট্টগ্রামে ব্যাটরিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ পণ্ড, আটক ৩
Published: 29th, April 2025 GMT
চট্টগ্রাম মহানগরীর দেওয়ান হাট এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালকদের সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এসময় সেখান থেকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও ছাত্র ফ্রন্টের নেতাসহ তিনজন আটক হন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে ঘটনাটি ঘটে বলে জানান ডবলমুরিং থানার ওসি কাজী রফিকুল ইসলাম।
পুলিশ জানায়, রাস্তা বন্ধ করে সমাবেশ করার কোনো অনুমতি ছিল না। এ কারণে পুলিশ তাদের সরিয়ে দেয়।
আরো পড়ুন:
মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না: আইজিপি
দুই কিশোরীকে পতিতাবৃত্তিতে বাধ্য করায় দম্পতি গ্রেপ্তার
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ’ ৭ দফা দাবি আদায়ে নগরীর দেওয়ান হাট এলাকায় সমাবেশ আয়োজন করে। পূর্বানুমতি না থাকায় পুলিশ সমাবেশ করতে বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে সমাবেশ করার চেষ্টা করেন পরিষদের সদস্যরা। এসময় পুলিশ তিনজনকে আটক করে।
ওসি কাজী রফিকুল ইসলাম বলেন, “অনুমতি ছাড়াই ব্যাটারি রিকশা শ্রমিকদের ব্যানারে সমাবেশ করার চেষ্টা করা হয়েছিল। রাস্তা বন্ধ করে এই সমাবেশ করার কোনো অনুমতি ছিল না। ফলে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পুলিশের কাজে বাধা দিয়ে সমাবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।”
তিনি আরো বলেন, “আটককৃতদের মধ্যে হালিশহর থানায় হওয়া একটি মামলার আসামিও আছেন। তার নাম জয়। তিনি ওই সংগঠনের আহ্বায়ক। বাকিদের বিরুদ্ধে মামলা আছে কি-না তা যাচাই বাছাই করা হচ্ছে।”
ঢাকা/রেজাউল/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৭ দফা দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলে ফটক সভা
নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবিতে গেট মিটিং (ফটক সভা) করেছে মিলের শ্রমিক-কর্মচারীরা। মঙ্গলবার বেলা ১১টায় মিলের প্রশাসনিক ভবনের সামনে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় সরকারি প্রণোদনার ৫ শতাংশ পে-কমিশনের কর্মচারী ও কর্মকর্তাদের ন্যায় প্রতিমাসে শ্রমিক এবং দৈনিক হাজিরার জনবলকে দিতে হবে, পে-কমিশনের কর্মচারীদের সঙ্গে ওয়েজ কমিশনের শ্রমিক ও দৈনিক হাজিরার চুক্তিভিত্তিক জনবলদের নামসম্বলিত মহার্ঘ ভাতা ঘোষণাসহ ৭ দফা দাবি জানান বক্তারা।
গেট মিটিংয়ে নর্থ বেঙ্গল সুগার মিলের সিবিএ সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বলের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম মমিন, সাবেক সাধারণ সম্পাদক আ. মমিন, শ্রমিক নেতা আব্দুল হাই প্রমুখ। এসময় চিনিশিল্পকে দুর্নীতি মুক্ত করার দাবিও জানান বক্তারা।