মাঠের পারফরম্যান্স দিয়ে খেলোয়াড়েরা আলোচনায় থাকেন সব সময়। তবে এবার আইপিএলে খেলোয়াড়দের পাশাপাশি আলোচনায় আরও একটি নাম—চম্পক।

এই চম্পক যে কোনো মানুষ নয়, এত দিনে তা সবার জেনে যাওয়ার কথা। এটি আইপিএলের নতুন সংযোজন রোবট কুকুর ক্যামেরার নাম।

ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) এই ক্যামেরাওয়ালা রোবট কুকুর বানিয়ে দিয়েছে বৈশ্বিক সম্প্রচার প্রযুক্তি প্রতিষ্ঠান ডব্লুটিভিশন ও ওমনিক্যাম। ১৩ এপ্রিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানস ও দিল্লি ক্যাপিটালস ম্যাচে এটি প্রথমবারের মতো দেখা যায়। এরপর থেকে সাবেক ও বর্তমান ক্রিকেটার এমনকি ধারাভাষ্যকার, আম্পায়াররাও এটির সঙ্গে মজা করেছেন। দর্শকেরাও এই প্রযুক্তির সংযোজনকে সাধুবাদই জানিয়েছেন।  

সবার আগ্রহ দেখে অনলাইন পোলে আইপিএল কর্তৃপক্ষ জানতে চায় ক্যামেরাওয়ালা রোবট কুকুরের নাম কী হতে পারে। পোলে ‘চম্পক’ নামটি টিকে যায়। কিন্তু এই নামই বিসিসিআইকে বিপদে ফেলতে যাচ্ছে; নিয়ে যাচ্ছে আদালতের চৌকাঠে।

চম্পক নামে একটি শিশুতোষ সাময়িকীও আছে, যা প্রকাশ করছে দিল্লি প্রেস গ্রুপ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি

জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।

‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।

আরও পড়ুনবিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও ৩ কোটি টাকা পাবেন নিগাররা৩০ সেপ্টেম্বর ২০২৫

‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।

সম্পর্কিত নিবন্ধ