দেশ গড়ার নায়কদের জন্য ফ্লাইট এক্সপার্টের বিশেষ উদ্যোগ
Published: 30th, April 2025 GMT
দেশের উন্নয়নে রেমিট্যান্স যোদ্ধাদের অবদান অনস্বীকার্য। পরিবার-পরিজন থেকে শুরু করে নিজের দেশের মাটি-মায়াকে পেছনে ফেলে তাঁরা জীবনের সব কঠিন বাস্তবতাকে সঙ্গী করে ভিনদেশের মাটিতে কাজ করেন। আর তাঁদের এই কঠোর পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে উপার্জিত অর্থই দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁদের এই অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং সম্মান জানাতেই দেশের অন্যতম অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্ট চালু করেছে একটি বিশেষ সুবিধা ‘রেমিট্যান্স ফাইটার ফেয়ার’।
বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে চালু হওয়া এই বিশেষ ফেয়ার মূলত তাঁদের জন্য, যাঁরা প্রথমবারের মতো ‘ওয়ার্ক ভিসা’ নিয়ে বিদেশে যাচ্ছেন। এই অফারের আওতায় তাঁরা পাবেন বিশেষ ছাড়ে ফ্লাইট বুক করার সুযোগ। শুধু মূল্যছাড়ই নয়, যাত্রীদের ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় ও ঝামেলাহীন করতে থাকছে অতিরিক্ত ব্যাগেজ সুবিধা, ই-সিম সরবরাহ, সিট ও মিল সিলেকশন সুবিধা এবং ব্লু রিবন ব্যাগেজ ইনস্যুরেন্সের মতো বেশ কিছু সেবা।
ফ্লাইট এক্সপার্ট জানায়, এই সুবিধা গ্রহণ করতে হলে যাত্রীদের প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গিয়ে রুট ও তারিখ নির্ধারণ করে ফ্লাইট সার্চ করতে হবে। এরপর ‘ফেয়ার টাইপ’ অপশন থেকে ‘রেমিট্যান্স ফাইটার’ নির্বাচন করলেই খুব সহজেই কাঙ্ক্ষিত ফ্লাইট বুক করা যাবে। এর মধ্য দিয়ে প্রথমবার যাঁরা রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দেশের বাইরে যাবেন, তাঁরা একটি সুরক্ষিত এবং বাজেট বান্ধব ভ্রমণের অভিজ্ঞতা পাবেন; যা যাত্রার শুরুতেই তাঁদের মধ্যে এনে দেবে একধরনের আত্মবিশ্বাস ও মানসিক স্বস্তি।
এ প্রসঙ্গে ফ্লাইট এক্সপার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালমান বিন রশিদ শাহ সাইম বলেন, ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা আমাদের দেশের উন্নয়নের নায়ক। তাঁদের অক্লান্ত পরিশ্রম এবং আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে আমরা এই বিশেষ ফেয়ার চালু করেছি। ভবিষ্যতেও ফ্লাইট এক্সপার্ট প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে যাবে।’
ফ্লাইট এক্সপার্ট মনে করে, দূরত্ব যতই থাকুক, ভালোবাসার টানে প্রবাসীরা দেশের সঙ্গে অটুট বন্ধনে জড়িয়ে আছেন। আর সেই বন্ধনকে আরও দৃঢ় করতে, দেশের স্বার্থে আত্মোৎসর্গকারী মানুষগুলোর পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। আর তাই দেশ গড়ার এই নায়কদের পাশে থাকতে পেরে গর্বিত ফ্লাইট এক্সপার্ট।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জমজমাট নাটকের পর কিংসের শিরোপা উৎসব
সময়ের চেয়েও বেশি দীর্ঘ হলো অপেক্ষা। উত্তেজনার বাঁকে বাঁকে লুকিয়ে ছিল ফুটবলীয় রোমাঞ্চ। শেষ ১৫ মিনিট যেন পরিণত হলো রূপকথার উপসংহারে—যেখানে আবাহনীর স্বপ্ন থেমে যায়, আর বসুন্ধরা কিংস খুঁজে পায় চতুর্থ ফেডারেশন কাপের সোনালি মুহূর্ত।
বৃষ্টির ছন্দে বিভ্রান্ত হওয়া ফাইনাল আবার শুরু হলো এক সপ্তাহ পর। ১-১ সমতায় থাকা ম্যাচের বাকি অংশ গড়ালো ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। যেখানে শুরু থেকেই ১০ জনের দল নিয়ে খেলতে নামে কিংস। অতিরিক্ত সময়ে কিছুই হল না। তবে অপেক্ষার পুরস্কার মিলল টাইব্রেকারে।
সেখানে বাজিমাত করলেন কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। আবাহনীর দ্বিতীয় শট আটকে দিয়ে দলকে দিলেন এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস। আর শেষ শটটি নেন ব্রাজিলিয়ান ড্যাসিয়েল, যা গোললাইন পার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই উৎসবে ফেটে পড়ে কিংস শিবির।
আরো পড়ুন:
যে কারণে এবারের লিগ জয়কে এগিয়ে রাখছেন সালাহ
পাঁচ গোলের রোমাঞ্চকর ফাইনালে শেষ হাসি বার্সার
কিছুদিন আগেই আবাহনীর কাছে টাইব্রেকারে হেরেছিল কিংস। এবার সেই হারের উত্তরটা যেন মিলল একই মঞ্চে, একই কৌশলে— তবে ভিন্ন ফলাফলে। মোরসালিন, তপু, ইনসান, জোনাথন আর ড্যাসিয়েল— কেউই ভুল করেননি। আবাহনীর একমাত্র ব্যর্থ শটটি ছিল নাইজেরিয়ান এমেকার, যা ঠেকিয়ে দেন শ্রাবণ। আর মিরাজুলের চতুর্থ শট, যা প্রথমবার ঠেকিয়ে দিয়েছিলেন শ্রাবণ। কিন্তু রেফারির সিদ্ধান্তে আবার নিতে হয়। তাতেও গোল হলেও ততক্ষণে কিংস হয়ে গেছে অপ্রতিরোধ্য।
এদিন মাত্র ১৫ মিনিট খেলা হলেও মাঠের উত্তাপ ছিল পূর্ণদৈর্ঘ্য নাটকের মতো। শুরুতেই হলুদ কার্ড দেখেন আবাহনীর সুমন রেজা ও অধিনায়ক হৃদয়। আগের ম্যাচেও হলুদ-লাল কার্ডে ভরা ছিল দৃশ্যপট। ফুটবল এখানে শুধু কৌশলের খেলা নয় তা যেন হয়ে ওঠে মানসিক স্থিতির পরীক্ষাও।
এই জয়ে বসুন্ধরা কিংস চতুর্থবারের মতো ফেডারেশন কাপ জয় করল। একই সঙ্গে আবাহনীকে প্রথমবার কোনো ফাইনালে হারানোর কৃতিত্বও অর্জন করল তারা। অতীতে দুই ফাইনালে পরাজিত হয়েছিল কিংস। এবার তারা সেই রেকর্ড মুছে দিল নির্ভার ফুটবলে।
ঢাকা/আমিনুল