বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং দ্রুত নির্বাচনের দাবিতে তারেক জিয়া পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকালে নগরীর চাষাড়া প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম সোহাগ।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে আহবায়ক আমিনুল ইসলাম সোহাগ ড.

মোহাম্মদ ইউনূস'কে উদ্দেশ্য করে বলেন, ‎এ দেশের মানুষ আপনাকে পছন্দ করে ভালবাসে। ‎আমরা নিশ্চিত এ দেশের মানুষের মনের আশা গণতন্ত্র প্রক্রিয়ায় একটি সুষ্ঠ নির্বাচন আপনি এ দেশের জনগণকে উপহার দেবেন।

অচিরেই ‎সেই নির্বাচনের দিনক্ষণ আপনি ঠিক করুন। আপনি সংস্কারের কথা বলছেন। সংস্কার হচ্ছে একটি  প্রক্রিয়া। ধারাবাহিক প্রক্রিয়া মাধ্যমেই সংস্কার চলতে থাকবে। তাই আপনি নির্বাচনের ব্যবস্থা করুন। ‎আমাদের তারেক রহমান দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছেন।

তিনি যে ৩১ দফার একটি রূপরেখা দিয়েছেন তার মধ্যেই সংস্কার রয়েছে। আমিনুল ইসলাম সোহাগ আরও বলেন, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় এসে দেশে দুর্ভিক্ষ উপহার দিয়েছিল। মানুষের যেমন বাক স্বাধীনতা ছিল না ঠিক একইভাবে সংবাদপত্রেরও স্বাধীনতা ছিল না।

ঐ সময় আমরা কিন্তু আমাদের নিজেদের ভোটও দিতে পারি নাই। পুলিশ, বিডিআর, র‌্যাব, সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনের লোকজনকে তাদের দলীয়করণ করে দলীয় নেতাকর্মীদের মতো তারা ব্যবহার করেছিলেন। 

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দেশে খুন, গুম, ধর্ষণসহ মৌলিক অধিকার ও মানুষের মানবিক অধিকার হরণ করেছে। দুর্নীতির মাধ্যমে এদেশ থেকে তারা হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করে নিয়েছে। ব্যাংক সেক্টরকে নিয়ে এসেছিলো শূন্যের কোঠায়।  

‎‎‎তারেক জিয়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা সভাপতি শিশির খান, সিনিয়র সভাপতি তাইজুল ইসলাম খান, ‎নারায়ণগঞ্জ মহানগরের সিনিয়র যুগ্ন আহবায়ক হাজী রাশেদুল ইসলাম টিটু, সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন, ‎আড়াই হাজার থানার সভাপতি মনির হোসেন, ‎সেক্রেটারি পনির আহমেদ, বন্দর থানার সভাপতি নুর ইসলাম ও সেক্রেটারি রুবেল মিয়া সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ত র ক রহম ন ল ইসল ম

এছাড়াও পড়ুন:

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বন্দরে মহানগর বিএনপির কৃষক সভা

‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতে “কৃষকের উৎপাদন ও বিপনন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা”বন্দর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে গ্রামের প্রান্তিক কৃষকদের নিয়ে কৃষক সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (৩ নভেম্বর) বিকেলে বন্দর উপজেলার তিনগাঁওয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এই সভার আয়োজন করা হয়।

‎কৃষক সভায় মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে গ্রামের প্রান্তিক কৃষকদের মাঝে মাথাল, কাস্তে, গামছা উপহার হিসেবে বিতরণ করেন মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট কৃষকদের মাঝে মাঝে বিতরণ করা হয়।

‎এসময়ে কৃষকরা কৃষক সভার মাধ্যমে কৃষকেরা তাদের বিভিন্ন দাবি ও সমস্যাগুলো তুলে ধরেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম কৃষকদের জন্য খাল খনন করে পানির ব্যবস্থা করে দিয়েছিলেন। বিগত ১৬-১৭ বছর যারা ক্ষমতায় চালিয়ে গেছে তারা আমাদের কৃষি খেতে বালু ফালিয়ে দিয়ে শ্মশান বানিয়ে দিয়ে গেছে।

এর ফলে আমাদের কৃষকের পেটে ভাত নাই। আমাদের কৃষকদের ন্যায্য যে মূল্য আমরা সেটা পাইনি। সার ও কীটনাশক সকল পণ্যের দাম ছিল আকাশ চুম্মি। আমাদের নেতা তারেক রহমান বলেছে ভাত নাই ভাত আবার হবে যদি আমার কৃষক ঠিক থাকি। আমরা কৃষকেরা মাঠে ফসল ফলাও তার জন্য আমাদের দরকার প্রয়োজনীয় সহযোগিতা।

‎তারা আরও বলেন, এক সময় আমাদের বন্দর রেললাইন থেকে শুরু করে লাঙ্গলবন পর্যন্ত শুধু কৃষি ক্ষেত ছিল। কারণ অবৈধ ড্রেজারের বালুর কারনে আমাদের কৃষিতে প্রায় সময় পানির নিচে থাকে। আর ইট বাটা গুলোর জন্য আমাদের ফসলের জমির আরো ক্ষতি হচ্ছে। একটি অসাধু সন্ত্রাসী গোষ্ঠী প্রভাব খাটিয়ে খালগুলো বন্ধ করে দিয়েছে।

আমাদের এই খাল গুলোকে আবার পূর্ণরায় উদ্ধার করে নতুন করে খনন করতে হবে। তা না হলে আমরা কৃষকেরা কিসে ফসল ফলাও আমাদের লাভ নাই। তবে আমরা আশা করছি আগামীতে যদি বিএনপি আসে তাহলে আমাদের এ কৃষকদের পাশে দাঁড়াবে এবং সার, বীজ থেকে শুরু করে কীটনাশক বিনামূল্যে বিতরণ ও তার মূল্য কৃষকের নাগালে রাখতে হবে।

‎কৃষক সভায় মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মাটি ও মানুষের জন্যই রাজনীতি করে গেছেন। কৃষকদের জীবনমান উন্নয়নেই তাঁর সব উদ্যোগ ছিল নিবেদিত।

আর তার সুযোগ্য সন্তান ‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১টি দফা বাস্তবায়নে আমরা এই সভার আয়োজন করেছি। বিএনপি সরকার গঠন করলে কৃষককে বিনামূল্যে সার,বীজ,খাল খননসহ সব ধরণের সুযোগ প্রদান করা হবে। বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি গণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তারা।

‎এসময়েও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ রানা, ফারুক হোসেন, শাহিন আহমেদ, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু, সম্রাট হাসান সুজন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, বন্দর থানা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শান্তসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • বিএনপি কৃষকদের ফারমার্স কার্ড দিবে : সাখাওয়াত
  • তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বন্দরে মহানগর বিএনপির কৃষক সভা
  • বিএলআরআই নিয়োগবিধিতে বৈষম্যের অভিযোগে গবিতে মানববন্ধন
  • ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল সেতু সংস্কারের দাবিতে মানববন্ধন
  • সুদানে গণহত্যার প্রতিবাদে জাবি ও জবিতে মানববন্ধন
  • ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩০ জন শিক্ষক-কর্মকর্তাকে বরখাস্ত ও ৩৩ জন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত
  • সালমান শাহ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারসহ ৫ দফা দাবি
  • সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার ও ২১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ
  • চারঘাটে পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
  • আসামিদের গ্রেপ্তারের দাবি, সালমান শাহ ভক্তদের মানববন্ধন