‘তাণ্ডব’ সিনেমায় শাকিবের সঙ্গে সাবিলা, বিশেষ চরিত্রে জয়া
Published: 30th, April 2025 GMT
শুটিং শুরুর পরপরই ফাঁস হলো ‘তাণ্ডব’ সিনেমার নায়িকা। সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী সাবিলা নূর— এমন খবর ছড়িয়ে পড়েছে রাজশাহীতে শুটিংয়ের ভিডিও প্রকাশের পর।
নির্মাতাদের পক্ষ থেকে নাম গোপন রাখার চেষ্টা থাকলেও শুটিং লোকেশনে ভক্তদের উপস্থিতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ায় আর গোপন থাকেনি কিছুই। ভিডিওতে দেখা গেছে, পুঠিয়া রাজবাড়ীতে রোমান্টিক দৃশ্যের শুটিং করছেন শাকিব ও সাবিলা।
তাণ্ডব সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফী, প্রযোজক শাহরিয়ার শাকিল। প্রযোজনায় আছে আলফা আই এসভিএফ এন্টারটেইনমেন্ট। সিনেমাটিতে বিশেষ একটি চরিত্রে থাকছেন জয়া আহসান।
আরো পড়ুন:
প্রেমের কারণেই ইসলাম গ্রহণ করেন প্রবীর মিত্র
এফডিসিতে প্রবীর মিত্রের জানাজা বাদ জোহর, দাফন আজিমপুরে
আগামী ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে অ্যাকশন ফ্যান্টাসি ঘরানার এই ছবির। শাকিব-সাবিলার জুটি এবারই প্রথম বড় পর্দায়। যদিও শুরুতে সিনেমা থেকে সাবিলার বাদ পড়ার গুঞ্জন ছিল, এমনকি নিদ্রা দে নেহা নামের এক নতুন মুখকে নায়িকা হিসেবে আনার কথাও শোনা গিয়েছিল।
গত ২৪ এপ্রিল থেকে রাজশাহীর বিভিন্ন এলাকায় চলছে শুটিং, যা চলবে ৬ মে পর্যন্ত। এর আগে ঢাকার এফডিসি ও টঙ্গিতেও শুটিং হয়েছে।
রাজশাহীতে শুটিং চলাকালীন বিভিন্ন জায়গায় ভিড় নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছেন নির্মাতারা। গত সোমবার (২৮ এপ্রিল) রাজশাহীর পুঠিয়া রাজবাড়ীতে ক্যামেরার সামনে আসেন শাকিব-সাবিলা। পরদিন মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজশাহী সুগার মিল এবং তার পাশেই নারকেল গাছে ঘেরা একটি মনোরম রাস্তায় সিনেমার শুটিং হয়। তখনকার ভিডিওগুলোও পাওয়া যাচ্ছে ফেসবুকে। এসব ভিডিওতে শাকিবের নতুন লুক দেখে প্রশংসা করছেন ভক্তরা।
শুটিংয়ের সময় ভক্তদের ভিড় এড়াতে গত বুধবার (২৩ এপ্রিল) হাইটেক পার্কে দৃশ্যধারণ করা হয় গোপনে। তবুও খবর পেয়ে অনেকেই পার্কের বাইরে ভিড় করেন, যদিও পার্ক কর্তৃপক্ষ কাউকে ভেতরে ঢুকতে দেয়নি।
শুটিং নিরাপত্তার জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে গত ১৩ এপ্রিল একটি চিঠি দেয় প্রযোজনা প্রতিষ্ঠান। এতে জানানো হয়, ২৪ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত বোয়ালিয়া, মতিহার, রাজপাড়া, কাশিয়াডাঙ্গা, শাহমখদুম ও কাটাখালী থানার বিভিন্ন স্থানে শুটিং হবে।
প্রযোজনা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মিজানুর রহমান জানিয়েছেন, রাজশাহীতে শুটিং নির্বিঘ্নেই চলছে। তিনি বর্তমানে ঢাকায় থাকলেও টিম থেকে এ পর্যন্ত কোনো সমস্যা জানানো হয়নি।
ঢাকা/কেয়া/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ন ম হল করছ ন
এছাড়াও পড়ুন:
মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার
রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।
গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।
সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।
ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’