আইসিজের শুনানিতে পাল্টাপাল্টি অবস্থানে যুক্তরাষ্ট্র-রাশিয়া
Published: 1st, May 2025 GMT
গাজায় দখলদার ইসরায়েলের ঘোষিত অবরোধ তিন মাসে গড়িয়েছে, যা ইতিহাসের দীর্ঘতম অমানবিক পদক্ষেপ হতে চলেছে। খাদ্যাভাবে বাসিন্দারা এক ভয়াবহ দুর্ভিক্ষের মুখোমুখি। গাজার উত্তরে ভারী কামান ও বিমান হামলার কারণে আরও ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
হামলায় বেঁচে যাওয়া নাগরিকরা পরিস্থিতি ভূমিকম্পের সঙ্গে তুলনা করেছেন। এরই মধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে চলমান শুনানিতে যুক্তরাষ্ট্র ও হাঙ্গেরি ইসরায়েলের পক্ষে বক্তব্য তুলে ধরেছে। তবে রাশিয়া ইসরায়েলের তীব্র নিন্দা করেছে।
আলজাজিরা জানায়, গাজাজুড়ে বিমান হামলা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। বাসিন্দারা আশ্রয়ের জন্য ছুটে বেড়াচ্ছেন। তারা বর্ণনা করেছেন, ইসরায়েলি বোমায় আবাসিক ভবন কেঁপে কেঁপে উঠছে। মনে হচ্ছে, ভূমিকম্প সংঘটিত হচ্ছে।
আইসিজের শুনানির তৃতীয় দিন বুধবার যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করে যুক্তি উপস্থাপন করেছে। হাঙ্গেরিও ইসরায়েলের পক্ষ নিয়েছে। দু’দেশই ২০২৩ সালে ফিলিস্তিন রক্ষায় জাতিসংঘের প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছিল। তবে মঙ্গলবার শুনানির দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকা শুনানিতে ইসরায়েলের কড়া নিন্দা করে। আন্তর্জাতিক আদালতে ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ সহায়তা সংস্থা ইউএনআরডব্লিউএর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের আইনি দলের জশ সিমন্স। তিনি বলেন, হামাস জাতিসংঘের সংস্থাটিকে তাদের সুবিধার্থে ব্যবহার করছে। হাঙ্গেরির কূটনীতিক গের্গো কোকসিস আইসিজের বিরুদ্ধে রাজনীতিকরণ ও ইহুদিবিদ্বেষ সৃষ্টির অভিযোগ তোলেন। শুনানিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন বিভাগের পরিচালক মাকসিম মুসিখিন বলেন, অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের কর্মকাণ্ড মানবতার জন্য ভয়াবহ সংকট ডেকে আনছে। দখলদার শক্তি আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে।
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির কারাগারে আটক ফিলিস্তিনি রাজনৈতিক বন্দির বিচারে মৃত্যুদণ্ডের আইন প্রণয়নের জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এসব বন্দিকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেন।
ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির মতে, ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি রাজনৈতিক বন্দির সংখ্যা ৯ হাজার ৯০০ জনের বেশি। তাদের মধ্যে ৩ হাজার ৪৯৮ জনকে বিনা বিচারে আটক রাখা হয়েছে। অন্যদিকে, আগামী ১৫ মে থেকে সুইজারল্যান্ডে হামাস নিষিদ্ধ হচ্ছে। গতকাল দেশটির সরকার জানিয়েছে, সুইজারল্যান্ডকে হামাস যাতে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্য এই ব্যবস্থা। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ৩৯ জন। ১৮ মাসে এ পর্যন্ত ৫২ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নুসেইরাত শরণার্থী শিবিরে গত রাতে তিনটি পৃথক হামলা হয়। একটি ভবনে আটজন নিহত হন। আশপাশের ভবনগুলোতে ভূমিকম্পের দশা সৃষ্টি হয়। অনেকে নিখোঁজ হয়েছেন। তাদের খুঁজে ফিরছেন স্বজন। অন্য দুটি হামলায় ছয়জন নিহত হন। তাদের সবাই একই পরিবারের। জাবালিয়া শহরেও এক পরিবারের তিনজন নিহত হয়েছেন।
গাজার হাসপাতালগুলো রোগী ও আহতদের ভিড়ে উপচে পড়ছে। চিকিৎসাকর্মীরা সতর্ক করেছেন, সরঞ্জামের অভাবে আহতরা সঠিক চিকিৎসা পাচ্ছেন না। নীরবে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। সহজলভ্য ব্যথানাশক ওষুধও পাওয়া যাচ্ছে না। জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) এক প্রতিবেদনে জানিয়েছে, পরিবারগুলো অপর্যাপ্ত আটা-ময়দার সঙ্গে গুঁড়ো পাস্তা মিশিয়ে খেতে বাধ্য হচ্ছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মতলবের দুই বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারির অভিযোগ, দল থেকে বহিষ্কার
চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিএনপির দুই নেতাকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
চাঁদাবাজি, দখলদারি ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তি ও দলীয় সূত্রে জানা গেছে।
বহিষ্কৃত নেতারা হলেন মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সহসভাপতি আবদুল মান্নান লস্কর ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া। এর মধ্যে মতলব উত্তরের আবদুল মান্নান লস্করকে চাঁদাবাজির মামলায় গত সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এখন কারাগারে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবদুল মান্নান লস্কর ও আনোয়ার হোসেন ভূঁইয়াকে চাঁদাবাজি, দখলদারি ও মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ওই একই অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ইমাম হোসেন গাজীকেও দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ব্যাপারে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদের (মানিক) মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, ওই দুই নেতাকে বহিষ্কারের বিষয়টি জেনেছেন। তবে এ ব্যাপারে চিঠি এখনো পাননি। যেকোনো বিষয়ে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। এটি অন্যান্য নেতার জন্যও একটি বার্তা ও শিক্ষা।