বন্দরে ডেভিল হান্ট অভিযানে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদকসহ ২ নেতাকর্মীকে  গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকার মৃত ইউনুস বেপারী ছেলে বন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন (৫৮) ও বন্দর উইলসন রোড রেলী আবাসিক এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে যুবলীগ নেতা উজ্জ্বল (৩৮)। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে যুবলীগ নেতা উজ্জ্বলকে বৃহস্পতিবার (১লা মে) দুপুরে বন্দর থানার দায়েরকৃত একটি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। অপরধৃত বন্দর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন থানা হাজতে আটক আছে। 

এর আগে গত (৩০ এপ্রিল) রাতে বন্দর থানার একরামপুর এলাকা থেকে যুবলীগ নেতা উজ্জলকে ও বৃহস্পতিবার (১লা মে) সন্ধ্যা সাড়ে ৬টায় একই থানার সোনাকান্দাস্থ বিস্কুট কারখানার ভিতরে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন, আওয়ামীলীগ নেতা আবেদ হোসেন থানা হাজতে আটক আছে। আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আওয় ম ল গ আওয় ম উপজ ল

এছাড়াও পড়ুন:

ওভালে ১৬ উইকেটের দিন

টেস্ট ক্রিকেট ভিন্ন রকম একটি দিনের দেখা পেল। ব‌্যাট-বলের সমানে-সমান লড়াই হলো। ওভালে ভারত ও ইংল‌্যান্ডের মধ‌্যকার শেষ টেস্টের দ্বিতীয় দিনে চরম রোমাঞ্চও ছড়াল। কিন্তু দিন শেষে কে এগিয়ে সেটা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই।
দলগতভাবে কে এগিয়ে সেটা পরিস্কার না হলেও নিশ্চিতভাবে বোলাররা আপারফ্রন্টে। কেননা ২২ গজে তাদের পকেটে গেছে ১৬ উইকেট। আগের দিনের ৬ উইকেটে ২০৪ রানের সঙ্গে মাত্র ২০ রান যোগ করতে শেষ ৪ উইকেট হারায় ভারত।
জবাব দিতে নেমে ইংল‌্যান্ডের ১২ ওভারেই রান বিনা উইকেটে ৯২। অথচ তারাই কি না পরের ১৫৫ রান তুলতে হারায় ১০ উইকেট। ২৪৭ রানে অলআউট হয়ে লিড পায় ২৩ রানের। পিছিয়ে থেকে ব‌্যাটিংয়ে নেমে ভারত ২ উইকেটে ৭৫ রান তুলে দিন শেষ করেছে। তাদের লিড ৫২ রানের।

ভারতের প্রথম ইনিংসের রান কতদূর যাবে তা নির্ভর করছিল করুন নায়ারের ওপর। আগের দিন ৫২ রানে অপরাজিত ছিলেন তিনি। গতকাল দিনের তৃতীয় ওভারেই সাজঘরে ফেরেন ৫৭ রান করে। ভালো করতে পারেনি ওয়াসিংটন সুন্দর। ২৬ রানে থেমে যায় তার ইনিংস। বাকিরা তেমন কিছু করতে পারেনি। ভারতের স্কোরবোর্ড সমৃদ্ধ করেছে অতিরিক্ত রান। ইংল‌্যান্ডের বোলাররা ৩৮ রান দিয়েছেন অতিরিক্ত। যেখানে ওয়াইড বলই ছিল ১৬টি। নো বল ৪টি।

পেসার গুস আটিকসন ৩৩ রানে পেয়েছেন ৫ উইকেট। আরেক পেসার টং পেয়েছেন ৩ উইকেট।

ইংল‌্যান্ডের ব‌্যাটিং ছিল উড়ন্ত। দুুই ওপেনার ‌জ‌্যাক ক্রয়লে ও বেন ডাকেট সামনে যাকে পেয়েছেন তাকেই পিটিয়েছেন। বাউন্ডারির ফোয়ারা ছুটিয়েছেন ২২ গজে। বেন ডাকেট ৪৩ রানে আউট হলে ভাঙে জুটি। আরেক ওপেনার ক্রয়লে অবশ‌্য ফিফটি তুলে নেন। ৫৭ বলে ১৪ চারে ৬৪ রান করে আউট হন।

ইংল‌্যান্ডের মিডল অর্ডারে ভাঙন ধরান পেসার মোহাম্মদ সিরাজ। ওলি পোপে (২২), জো  রুট (২৯) ও হ‌্যারি ব্রুককে (৫৩) আউট করেন এ পেসার। তাকে সঙ্গ দেওয়া প্রসিদ্ধ কৃষ্ঞা নেন ৪ উইকেট। দুই পেসারের ভয়ংকর আক্রমণে ইংল‌্যান্ড ভালো অবস্থানে থেকেও বড় কিছু করতে পারেনি।

দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত রাহুল (৭) ও সুদর্শনের (১১)  উইকেট হারায়। ফিফটি তোলা জয়সওয়াল ৫১ ও আকাশ দীপ ৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

পাঁচ ম‌্যাচ সিরিজে ইংল‌্যান্ড ২-১ ব‌্যবধানে এগিয়ে। একটি টেস্ট ড্র হয়েছে। এই ম‌্যাচ ভারত জিতলে সিরিজ বাঁচাতে পারবে। ইংল‌্যান্ড জিতলে নিশ্চিত করবে সিরিজ। তৃতীয় দিন শেষে বোঝা যেতে পারে কারা শেষ হাসি হাসবে।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ