তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অপমান করার অভিযোগে জোয়াকিম মেডিন নামে সুইডেনের এক সাংবাদিককে ১১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। মেডিন সুইডিশ সংবাদপত্র ডাগেনস ইটিসির সাংবাদিক। 

যদিও বিচারক মেডিনকে শর্তসাপেক্ষে সাজা দিয়ে মুক্তির আদেশ দিয়েছেন। তবে তুরস্কে তার বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ রয়েছে। সেটির  বিচার না হওয়া পর্যন্ত তাকে জেলেই থাকতে হবে। ওই মামলার শুনানির তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। খবর- দ্য গার্ডিয়ান 

তুরস্কে ব্যাপক বিক্ষোভের সময় ২৭ মার্চ ইস্তাম্বুল বিমানবন্দর থেকে জোয়াকিম মেডিনকে গ্রেপ্তার করা হয়। এরদোয়ানকে অপমান ও একটি সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। পরদিন তাকে ইস্তাম্বুলের সিলিভরি কারাগারে পাঠানো হয়। 

মেডিনের বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালের জানুয়ারিতে স্টকহোমে এক বিক্ষোভে অংশ নিয়েছিলেন তিনি। যেখানে এরদোয়ানের একটি পুতুল ঝুলিয়ে প্রতীকী শাস্তি দেওয়া হয়েছিল। পরে স্টকহোমের প্রাইড প্যারেডে কুর্দি কর্মীদের একটি ফ্লোটে এলজিবিটিকিউ পতাকা হাতে একই পুতুল দেখা যায়। 

তবে মেডিন নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি বলেছেন, বিক্ষোভের সময় তিনি সুইডেনে ছিলেন না। তিনি বলেন, আমি তখন কাজের জন্য জার্মানিতে ছিলাম। এই ঘটনা সম্পর্কে আমি জানতাম না, সামাজিক যোগাযোগমাধ্যমে এর কোনো ছবি বা ভিডিও শেয়ারও করিনি।

তিনি আদালতে বলেন, আমি প্রেসিডেন্টকে অপমান করিনি। আমাকে শুধু নিবন্ধ লিখতে বলা হয়েছিল। ছবি নির্বাচন করেছেন সম্পাদকরা, আমি শুধু আমার কাজ করেছি।


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ত রস ক এরদ য় ন স ব দ কত ত রস ক

এছাড়াও পড়ুন:

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসি-এর ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান তৌসিফ মাশরুরুল করিম।

এজিএম-এ পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিসেস নুসরাত জাহান তানিয়া, মো. আশিক হোসেন এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আয়ুব হুসেন।

এছাড়া কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দাস্তগীর, কোম্পানি সচিব মো. আখতারুজ্জামান এবং প্রধান অর্থ কর্মকর্তা এ কে এম মোস্তাক আহম্মেদ খান সভায় অংশগ্রহণ করেন।

শেয়ারহোল্ডারদের মধ্য থেকে মো. রেজাউল করিম, নিয়াজ আহমেদ, আজমত নিয়াজ ও হাসিব আহমেদ প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং পরিচালকমণ্ডলীর প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।

সভায় ২০২৪ সালের জন্য শেয়ারহোল্ডারদের মাঝে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

শেয়ারহোল্ডাররা কোম্পানির ব্যবসায়িক প্রবৃদ্ধি ও আর্থিক স্থিতিশীলতায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ব্যবস্থাপনা কর্তৃপক্ষও কোম্পানির আর্থিক অগ্রযাত্রা ধরে রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ