দেশের জনপ্রিয় দুই সংগীতশিল্পী বেলাল খান ও কর্নিয়াকে প্রথমবারের মত দেখা যাবে ‘তুমি ছাড়া নেই আলো’ গানের ভিডিও তে । নাটক সিনেমাতে একসঙ্গে নিয়মিত গাইলেও এর আগে কখনোই তাদের এক সাথে ভিজুয়াল পারফরম্যান্স করতে দেখা যায়নি।

 ‘তুমি ছাড়া নেই আলো ’ শিরোনামে গানটির কথা লিখেছেন সহদেব সাহা , সুর করেছেন বেলাল খান  এবং সঙ্গীতায়োজন এমএমপি রনি ।  মেলোডি রোমান্টিক এই গানের মনমুগ্ধকর  মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী । 

নতুন গান ও ভিডিও নিয়ে বেলাল খান বলেন, ‘অনেকদিন থেকেই দর্শকদের চাওয়া ছিল আমার প্রথম দিকের  মেলোডিরোমান্টিক  গানগুলোর মত নতুন গান করা  ।আশা করি, নতুন এই গানে সেই ধরনের টেস্ট পাবে গানের সঙ্গে সামঞ্জস্য রেখে চমৎকার গ্ল্যামারাস মিউজিক ভিডিও নির্মাণ করেছে চন্দন রায় চৌধুরী।  এ প্রসঙ্গে কর্নিয়া  বলেন বেলাল ভাইয়ের  গানগুলো বরাবরই স্পেশাল হয়।  এবারের গানটিও তেমনি।  অনেকদিন পর আমরা গানের রেকর্ডিং থেকে শুরু করে ভিডিও পর্যন্ত আনন্দ নিয়ে কাজ শেষ করেছি। আজ বেলাল খানের ইউটিউব চ্যানেল থেকে ‘তুমি ছাড়া নিয়ে আলো ’ গানটি প্রকাশ হবে। 
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ব্রি ১০৪ জাতের ধানে প্রথমবারেই বাজিমাত

প্রথমবার ব্রি ১০৪ জাতের ধান চাষ করে বাজিমাত করেছেন আখাউড়ার ধান চাষিরা। ফলন বেশি হওয়ায় হৈ চৈ পড়েছে কৃষকদের মাঝে। চলতি মৌসুমে পরীক্ষামূলকভাবে ব্রি ১০৪ জাতের ধান আবাদ করে কৃষকরাও খুশি। জমির পাশ দিয়ে হেঁটে গেলেই নাকে লাগছে ধানের সুগন্ধ। সেই সাথে সুগন্ধ চড়াচ্ছে মাঠজুড়ে। ইতোমধ্যে ধান কাটা শুরু হয়েছে। তবে এ জাতের ধান শুরু থেকে কাটা পর্যন্ত মোট ১৪৭ দিন সময় লাগছে কৃষকের গোলায় উঠতে। উচ্চফলনশীল ব্রি-১০৪ জাতের ধানে বিঘা প্রতি ২২ থেকে ২৫ মণ ফলন পাচ্ছেন কৃষকরা।

আখাউড়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় এই প্রথম আখাউড়ায় বীজ উৎপাদনের প্রদর্শনী হিসেবে কৃষি অফিসের সহায়তায় ব্রি ধান ১০৪ জাতের ধান আবাদ করে কৃষকরা। চলতি মৌসুমে এ উপজেলায় ৫ হাজার ৭ শত হেক্টর জমিতে বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

প্রাথমিকভাবে ব্রি ১০৪ জাতের ধান ৭ হেক্টর জমিতে আবাদ হয়। এর মধ্যে কৃষকদের প্রদর্শনী রয়েছে দুটি। মৌসুমের শুরু থেকেই আবহাওয়া ও প্রকৃতি ধান চাষের অনুকূলে থাকায় মাঠে তেমন কোনো রোগ-বালাইয়ের আক্রমণ দেখা যায়নি। আবহাওয়া অনুকূলে থাকায় এ মৌসুমে ফলন ভাল হয়েছে। ফলন ভালো হওয়ায় কৃষকদের মাঝে ১০৪ জাতের ধান বেশ সাড়া ফেলেছে। এ ধানের সুগন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। সুগন্ধযুক্ত এই ধান চিকন, ফলন ও বাজারদর ভালো হওয়ায় লাভবান হচ্ছে কৃষক।

সরজমিনে উপজেলার মোগড়া, মনিয়ন্দ, ধরখার এলাকায় গিয়ে দেখা যায় যে, এখনো কিছু জমিতে ব্রি ১০৪ ধান গাছ বাতাসে খেলে দোলে ঝুলছে। মাঠে মাঠে বিস্তীর্ণ এলাকাজুড়ে সোনালী ধানের সমারোহ হয়ে আছে। কাঁচা-পাকা সোনা রঙের মন জুড়ানো ধানের শিষ হাওয়ায় দোল খাচ্ছে। ইতোমধ্যে জমিতে ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পর করছেন কৃষক-কৃষাণীরা। কথা হয়ে উপজেলার ধরখারের নাজমুল হকের সাথে।

তিনি বলেন, কৃষি অফিসের সহায়তায় এ মৌসুমে ২ বিঘা জমিতে পরীক্ষা মূলক ১০৪ জাতের ধান আবাদ করি। সরকার থেকে নগদ টাকা, বিনামূল্যে বীজ ও সার পেয়েছি। ইতোমধ্যে ধান কাটা হয়েছে। বিঘায় ধান পেয়েছি ২৪ মণ। এই জমির ভালো ফলন দেখে বিভিন্ন জায়গা থেকে কৃষক আসছে এই ধানের বীজ নিতে। আগামীতে আরও বেশি জমিতে এই ব্রি ধান-১০৪ রোপণ করা হবে বলে জানায়।

আরেক কৃষক মুছা মিয়া বলেন, শুরুতে এ ধানের ফলন নিয়ে চিন্তিত থাকলেও তা দূর হয়েছে। জমির পাশ দিয়ে হেঁটে গেলেই সুগন্ধ পাওয়া যায়। এটি সুগন্ধি জাত ও বাসমতী বৈশিষ্ট্য। জমির ধান পেকে গেছে দুয়েক দিনের মধ্যে কাটা হবে।

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবাসসুম বলেন, এবার পরীক্ষামূলক ৭ হেক্টর জমিতে ব্রি ১০৪ আবাদ করা হয়। এ জাতটি উচ্চ ফলনশীল। অ্যারোমেটিক পদার্থ থাকায় জমির পাশ দিয়ে হেঁটে গেলেই সুগন্ধ পাওয়া যায়। অন্য ধানের চাইতে ফলন ভালো হয়। এটি চিকন ও প্রিমিয়ার কোয়ালিটি। এটা খুবই লাভজনক ধান। তাই এ জাতীয় ধান চাষ করতে উপজেলার কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ

  • মেসিকে নিয়ে যে ‘সমস্যা’ ছিল, আছে, থাকবেও
  • প্রথমে ‘ট্যাক্স’ দিয়ে পরে অন্যান্য ব্যয় করার পরামর্শ এনবিআর চেয়ারম্যানের
  • প্রথমবার ভিডিওতে বেলাল খান ও কর্নিয়া 
  • থাকছেন শাকিব খান, প্রতিযোগিতায় লড়বেন শুভ-রাজ-বাঁধনরা
  • জাকসু নির্বাচনের আগে বিচার চান শিক্ষার্থীরা
  • একসঙ্গে তিন লাল কার্ড, ম্যাচ শেষে গোলমাল, কিংসের কাছে হেরে আবাহনীর সর্বনাশ
  • ব্রি ১০৪ জাতের ধানে প্রথমবারেই বাজিমাত
  • সন্তানদের টানে বিচ্ছেদ থেকে বন্ধন, আদালত চত্বরে আবার বিয়ে
  • ভারত-পাকিস্তানকে একসঙ্গে কাজ করতে বললো যুক্তরাষ্ট্র