দেশের জনপ্রিয় দুই সংগীতশিল্পী বেলাল খান ও কর্নিয়াকে প্রথমবারের মত দেখা যাবে ‘তুমি ছাড়া নেই আলো’ গানের ভিডিও তে । নাটক সিনেমাতে একসঙ্গে নিয়মিত গাইলেও এর আগে কখনোই তাদের এক সাথে ভিজুয়াল পারফরম্যান্স করতে দেখা যায়নি।
‘তুমি ছাড়া নেই আলো ’ শিরোনামে গানটির কথা লিখেছেন সহদেব সাহা , সুর করেছেন বেলাল খান এবং সঙ্গীতায়োজন এমএমপি রনি । মেলোডি রোমান্টিক এই গানের মনমুগ্ধকর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী ।
নতুন গান ও ভিডিও নিয়ে বেলাল খান বলেন, ‘অনেকদিন থেকেই দর্শকদের চাওয়া ছিল আমার প্রথম দিকের  মেলোডিরোমান্টিক  গানগুলোর মত নতুন গান করা  ।আশা করি, নতুন এই গানে সেই ধরনের টেস্ট পাবে গানের সঙ্গে সামঞ্জস্য রেখে চমৎকার গ্ল্যামারাস মিউজিক ভিডিও নির্মাণ করেছে চন্দন রায় চৌধুরী।  এ প্রসঙ্গে কর্নিয়া  বলেন বেলাল ভাইয়ের  গানগুলো বরাবরই স্পেশাল হয়।  এবারের গানটিও তেমনি।  অনেকদিন পর আমরা গানের রেকর্ডিং থেকে শুরু করে ভিডিও পর্যন্ত আনন্দ নিয়ে কাজ শেষ করেছি। আজ বেলাল খানের ইউটিউব চ্যানেল থেকে ‘তুমি ছাড়া নিয়ে আলো ’ গানটি প্রকাশ হবে। 
  
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।
কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।
এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।
সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা