ঝিনাইদহের কোটচাঁদপুরে সবজি বিক্রেতার ব্যাটারিচালিত ভ্যানে উঠে খেলা করছিল আল ফারাবি সুজন (৩) নামে এক শিশু। হঠাৎ সে ভ্যানটির একটি সুইচে চাপ দেয়। দ্রুত গতিতে ভ্যানটি পাশেই থাকা বৈদ্যুতিক খুঁটিতে গিয়ে ধাক্কা দেয়। ফলে গুরুতর আহত হয় শিশুটি। হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

রবিবার (৪ মে) পৌর শহরের স্টেশনপাড়ায় দুর্ঘটনাটি ঘটে। মারা যাওয়া ফারাবি একই এলাকার শেখ শামীম হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি ব্যাটারিচালিত ভ্যানে করে স্টেশনপাড়ায় সবজি বিক্রি করছিলেন। তিনি ভ্যানটি রাস্তার পাশে রেখে একটি বাড়িতে সবজি পৌঁছে দিতে যান। এ সময় ফারাবি ভ্যানটির চালকের আসনে ওঠে। একপর্যায়ে ভ্যানের হ্যান্ডেলে থাকা একটি সুইচে চাপ দেয় সে। ফলে ভ্যানটি চলতে শুরু করে।

আরো পড়ুন:

ফেনীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা 

লোকজন ছুটে আসার আগেই ভ্যানটি রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। ভ্যান থেকে পড়ে গুরুতর আহত হয় ফারাবি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক ফারাবিকে মৃত ঘোষণা করেন। 

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো.

সেলিম হোসেন জানান, দুর্ঘটনার শিকার শিশুটি হাসপাতালে আনার আগেই মারা যায়। পরিবারের লোকজন তার মরদেহ নিয়ে গেছে।

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, ‍“এ ধরণের ঘটনা শুনিনি। ঘটনাস্থল ও হাসপাতালে খোঁজখবর নিতে শুরু করেছি। বিষয়টি তদন্ত করে দেখব।” 

ঢাকা/নূর/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ র ঘটন ভ য নট

এছাড়াও পড়ুন:

গিলের জয়ের আনন্দ, স্টোকসের আফসোস

ম্যাচ জিততে পারবেন, এই আত্মবিশ্বাস কি ছিল? ভারতের অধিনায়ক শুবমান গিলের উত্তর, হ্যাঁ ছিল।

হ্যারি ব্রুকেরও একই বিশ্বাস ছিল। পুরস্কার বিতরণী মঞ্চে মাইকেল আথারটনকে বলেন, ‘আত্মবিশ্বাস ছিল আজকের দিনে। দুজন ভালো ব্যাটসম্যান ছিল (ক্রিজে)। ভেবেছিলাম, সহজেই জিতব।’

আরও পড়ুনওভালে অবিশ্বাস্য নাটক, ভারতের অসাধারণ জয়৫ ঘণ্টা আগে

আত্মবিশ্বাস তো তাঁর থাকতেই হবে। ওভাল টেস্ট জিততে আজ শেষ দিনে হাতে ৪ উইকেট রেখে ইংল্যান্ডের দরকার ছিল ৩৫ রান। ক্রিজে জেমি স্মিথের মতো স্বীকৃত ব্যাটসম্যার এবং জেমি ওভারটনের মতো অলরাউন্ডার, যিনি কিনা ব্যাটিংটাও ভালো করেন। এ অবস্থায় ব্রুকদের জয়ের আত্মবিশ্বাস না থাকাটাই বরং অস্বাভাবিক। কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ড ৬ রানে হারার পর এই টেস্ট না খেলা দলটির মূল অধিনায়ক বেন স্টোকস বলতে বাধ্য হলেন, ‘আমরা পারলাম না!’

ওভাল টেস্টে জয়ের পর ভারতের খেলোয়াড়দের উদ্‌যাপন

সম্পর্কিত নিবন্ধ