অপেক্ষা ফুরাল হ্যারি কেইনের। সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার অবশেষে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন। পেশাদার ক্যারিয়ার শুরুর ১৫ বছর পর প্রথমবার চ্যাম্পিয়ন হলো কেইনের দল। আজ ফ্রাইবুর্গ বায়ার লেভারকুসেনকে রুখে দেওয়াতেই নিশ্চিত হয়েছে কেইনের দল বায়ার্ন মিউনিখই চ্যাম্পিয়ন বুন্দেসলিগায়।
কেইনরা শিরোপা-উৎসবে মাততে পারতেন গতকালই। কিন্তু শেষ মুহূর্তে গোল খেয়ে লাইপজিগের সঙ্গে ড্র করে সেই সুযোগ হারায় বায়ার্ন। তবে আজ নিকট প্রতিদ্বন্দ্বী লেভারকুসেন ফ্রাইবুর্গের সঙ্গে ২-২ গোলে ড্র করেই বায়ার্নের হাতে ৩৪তম বুন্দেসলিগা শিরোপা তুলে দিল। সর্বশেষ ১৩ মৌসুমে যা ৩৪ বার চ্যাম্পিয়নদের ১২তম শিরোপা। টানা ১১ বার চ্যাম্পিয়ন হওয়ার পর গত মৌসুমে লেভারকুসেনের কাছেই শিরোপা খুইয়েছিল বাভারিয়ান পরাশক্তিরা।
বিস্তারিত আসছে.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৫ মে ২০২৫)
বাংলাদেশ ‘এ’–নিউজিল্যান্ড ‘এ’ সিরিজ শুরু আজ। আইপিএল, পিএসএল, ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগায় আছে একটি করে ম্যাচ।১ম বেসরকারি ওয়ানডে????
বাংলাদেশ ‘এ’-নিউজিল্যান্ড ‘এ’
সকাল ৯-৩০ মি. ???? টি স্পোর্টস
সানরাইজার্স হায়দরাবাদ-দিল্লি ক্যাপিটালস
রাত ৮টা ???? স্টার স্পোর্টস ১ ও টি স্পোর্টস
মুলতান সুলতানস-পেশোয়ার জালমি
রাত ৯টা ???? নাগরিক টিভি
ক্রিস্টাল প্যালেস-নটিংহাম ফরেস্ট
রাত ১টা ????স্টার স্পোর্টস সিলেক্ট ১
জিরোনা-মায়োর্কা
রাত ১টা ???? স্পোর্টজেডএক্স অ্যাপ