দুই দশকের পথচলা। স্বপ্নে মোড়া এক অধ্যায়ের অবসান। লিভারপুল শহরের বুক চিরে উঠে আসা এক তরুণ, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, এবার বিদায়ের সুরে বাজাচ্ছেন নিজের শেষ গান। চলতি মৌসুমের পর, চুক্তির ইতি টানতেই তিনি পা রাখবেন নতুন অভিযানে।

২৬ বছর বয়সী এই রাইটব্যাক সৈনিককে ঘিরে জোর গুঞ্জন স্পেনের রাজা, রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন তিনি, একেবারে বিনা মূল্যে। লিভারপুল প্রাণপণ চেষ্টা করেছে প্রিয় সন্তানকে ধরে রাখতে, যেমনটি করেছে সালাহ কিংবা ফন ডাইকের বেলায়। কিন্তু আর্নল্ড বেছে নিয়েছেন অচেনা দিগন্তের ডাক।

এই শহরে, এই ক্লাবে তিনি পেয়েছেন সব— শিরোপা, সম্মান, ভালোবাসা। কিন্তু কিছু মানুষ থাকে, যাদের রক্তেই জড়িয়ে থাকে নতুন কিছু আবিষ্কারের পিপাসা। ক্লাবের দেওয়া বিশাল বেতনের প্রস্তাবও টলাতে পারেনি সেই তৃষ্ণাকে। অর্থ নয়, তার সিদ্ধান্তের নেপথ্যে ছিল নতুন অভিজ্ঞতার অন্বেষণ।

আরো পড়ুন:

‘ভ্যান ডাইক ও সালহার চুক্তি নবায়ন উচ্চাকাঙ্ক্ষার ফসল’

শিরোপা জয়ের পথে লিভারপুল, সালাহর নতুন রেকর্ড

স্পোর্টিং ডিরেক্টর রিচার্ড হিউজ দায়িত্ব নেওয়ার আগেই আর্নল্ডের সঙ্গে আলোচনার সুর বেঁধেছিলেন। আগ্রহ ছিল, চেষ্টা ছিল, কিন্তু চুক্তির মোড় ঘোচেনি। শেষতক বসন্তের এক বিকেলে নতুন কোচ আর্নে স্লটের কাছে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি।

জার্গেন ক্লপের ছত্রছায়ায় শুরু হয়েছিল এই স্বপ্নযাত্রা। সেই ক্লপই তাকে তৈরি করেছিলেন সহ-অধিনায়ক হিসেবে। নতুন কোচ স্লটের প্রতি শ্রদ্ধা রেখেও আর্নল্ড বুঝেছেন—প্রেম হয়তো চিরন্তন, কিন্তু পথচলা চিরকাল এক থাকে না।

রিয়াল মাদ্রিদ তার প্রতি আগ্রহ দেখিয়েছিল জানুয়ারির দলবদলের আগেই। তখন লিভারপুল ‘না’ বললেও, আজ দৃশ্যপট বদলে গেছে। এখনও আনুষ্ঠানিকভাবে কিছু স্বাক্ষরিত না হলেও, বার্নাব্যুর আলো-ছায়া যেন তাকে আহ্বান করছে।

লিভারপুলের হয়ে দ্বিতীয়বারের মতো প্রিমিয়ার লিগ ট্রফি জয় করেছেন সদ্য। সেই সঙ্গে চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ, এফএ কাপ ও দুটি করে কারাবাও কাপ—সবই জিতেছেন অলরেডসের জার্সি গায়ে।

২০১৬ সালে যে তরুণটি অভিষেক করেছিলেন, তিনিই আজ ৩৫২ ম্যাচের অভিজ্ঞ যোদ্ধা। করেছেন ২৩টি গোল, যার শেষটি মাত্র দুই সপ্তাহ আগে, লেস্টারের জালে।

আর্নল্ডের বিদায় রাইটব্যাক পজিশনে খুলে দিচ্ছে নতুন সম্ভাবনার দুয়ার। হয়তো সুযোগ পাবেন তরুণ কনর ব্র্যাডলি, কিংবা কোচ স্লট খুঁজে নেবেন নতুন কাউকে লিভারপুলের ডান প্রহরী বানানোর জন্য।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল নত ন ক

এছাড়াও পড়ুন:

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪  

বন্দরে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ  বিভিন্ন ওয়ারেন্টে ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের  বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)  দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২২ নং ওয়ার্ডের লের্জাস ১নং গল্লী এলাকার মৃত আজিম মিয়ার ছেলে বন্দর থানা ও নারায়ণগঞ্জ সদর থানার একাধিক জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রুবেল (৩৪) একই থানার সোনাকান্দা মসজিদ এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জনি (৩৫)|r

একই থানার রামনগর এলাকার মৃত সিদ্দিক মুন্সী ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত  আব্দুল কুদ্দুস (৫২) ও গকুলদাশেরবাগ এলাকার আনোয়ার মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইব্রাহিম (৩০)। 
 

সম্পর্কিত নিবন্ধ