ওয়ানডে র্যাঙ্কিং: দশে নেমে গেছে বাংলাদেশ, সব শেষ কবে এত বাজে অবস্থা ছিল
Published: 5th, May 2025 GMT
বাংলাদেশ সবচেয়ে ভালো খেলে ৫০ ওভারের ক্রিকেট। এক বছর আগেও এ দাবির সঙ্গে দ্বিমত করার কোনো উপায় ছিল না। কিন্তু বদলে গেছে দিন, সর্বশেষ ১২ মাসে ওয়ানডে সংস্করণে বাংলাদেশ ডাহা ফেল বলাই যায়। ফেবারিট সংস্করণে এ সময়ে আটটি ম্যাচ খেলে সাতটিতেই হেরেছে বাংলাদেশ। একমাত্র জয়টি আফগানিস্তানের বিপক্ষে।
মাঠে খারাপ করার প্রভাব পড়েছে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়েও। সংযুক্ত আরব আমিরাতে গত নভেম্বরের আফগানদের কাছে সিরিজ হারের পর বাংলাদেশ নেমে যায় র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে। আজ আইসিসি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ করার পর বাংলাদেশ নেমে গেছে দশে!
এবারের আগে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ সর্বশেষ কবে ১০ নম্বরে ছিল, মনে করতে পারেন? যদি মনে করতে পারেন, আপনি অবশ্যই দুর্দান্ত স্মৃতিশক্তির অধিকারী। কম তো নয়, আজকের আগে সর্বশেষ ২০০৬ সালে ওয়ানডে র্যাঙ্কিংয়ে দশে ছিল বাংলাদেশ। সে বছরের ১৬ অক্টোবর প্রথমবার আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে উঠেছিল বাংলাদেশ। ১৯ বছর পর আবার বাংলাদেশ আবার ফিরল পুরোনো অবস্থানে।
সর্বশেষ ১২ মাসে মাত্র একটি ওয়ানডে জিতেছে বাংলাদেশ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার সোমবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
পোস্টে বলা হয়েছে, টেলিফোন আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ভারতের অপ্রমাণিত অভিযোগ এবং সিন্ধু পানিচুক্তি স্থগিতসহ একতরফাভাবে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন।
পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সব পক্ষের সংযত থাকার ওপর গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে উত্তেজনা প্রশমনে জোর দিয়েছেন তিনি।
উভয় পক্ষ পাকিস্তান–বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। নিয়মিত দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকের ওপর গুরুত্ব আরোপ করেছেন তাঁরা। আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা করেছেন তাঁরা।
গত বছর ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন গতি পেয়েছে। গত মাসে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ ঢাকা সফর করেন। সে সময় পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফরের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। ২৭ এপ্রিল তাঁর ঢাকায় আসার কথা ছিল।
কিন্তু ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত–পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এর দুই দিন পর ইসহাক দারের ঢাকা সফর স্থগিতের কথা জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ২৭-২৮ এপ্রিল বাংলাদেশ সফর করতে পারছেন না। দুই পক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে।