হঠাৎ পথ হারিয়ে হার, সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল যুবাদের
Published: 5th, May 2025 GMT
ফরিদ হাসান আরেক প্রান্তে দর্শক হয়ে শুধু দেখেই গেলেন— ১০৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেলার পর সামিউন বশিরকে সঙ্গে নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন ফরিদ। দুজনের জুটিতে এসেছিল ৫১ রান, জেগেছিল জয়ের আশা।
কিন্তু ১ রানের ব্যবধানে তিন উইকেট হারানোর পর ২৭ রানের হেরে গেল বাংলাদেশ। ফলে শ্রীলঙ্কা অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে সিরিজটা আজ নিশ্চিত করা হলো। ছয় ম্যাচের সিরিজে আজিজুল হাকিমের দল এখন ৩–২ ব্যবধানে এগিয়ে। সিরিজ নিজেদের করে নিতে চাইলে বৃহস্পতিবার শেষ ম্যাচে হার এড়াতেই হবে।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে আজকের ম্যাচটা হয়েছে ‘লো স্কোরিং’। টস জিতে আগে ব্যাটিংয়ে নামা লঙ্কান যুবারা ৪২.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ম্যাচ চলাকালেই মারা গেলেন ওয়েলালাগের বাবা
এশিয়া কাপের মঞ্চে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমেছিলেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ডার দুনিথ ওয়েলালাগে। মাঠের ভেতর দিনটা যেমন ভালো কাটেনি, মাঠের বাইরে তার জন্য অপেক্ষা করছিল আরও বড় এক আঘাত। ম্যাচ শেষ হওয়ার পরই তিনি জানতে পারেন, আর কোনোদিন বাবাকে দেখতে পারবেন না। খেলার উত্তেজনার রেশ মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে তার পুরো পৃথিবী।
২২ বছর বয়সী এই স্পিনারের বাবা সুরঙ্গা ওয়েলালাগে মারা যান বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) যেদিন ছেলের দেশের হয়ে এশিয়া কাপে প্রথমবার মাঠে নামার কথা ছিল। কিন্তু বাবার মৃত্যু সংবাদ তিনি জানতে পারেন ম্যাচ শেষ হওয়ার পর। দেশের হয়ে দায়িত্ব পালন করে তিনি যখন সতীর্থদের সঙ্গে জয় উদযাপনে ছিলেন, তখনই নীরবে নিভে যায় তার পরিবারের সবচেয়ে প্রিয় মানুষের জীবনপ্রদীপ। সংবাদটি জানার সঙ্গে সঙ্গেই তিনি দেশে ফিরে যান, ফলে এশিয়া কাপের বাকি ম্যাচগুলোতে তার খেলা এখন অনিশ্চিত।
আরো পড়ুন:
সান্ত্বনার জয়ে আফগানিস্তানের সফর শেষ
ব্যাটিং ব্যর্থতায় এক ম্যাচ আগেই সিরিজ হারলো আফগানিস্তান
ম্যাচটিও যেন তার জন্য হয়ে ওঠে এক দুঃস্বপ্ন। শেষ ওভারে বল করতে এসে অভিজ্ঞ মোহাম্মদ নবীর ঝড়ো ব্যাটিংয়ের শিকার হন তিনি। এক ওভারেই পাঁচটি ছক্কা হজম করতে হয় তাকে, সেই সঙ্গে আফগানিস্তান পায় লড়াই করার মতো সংগ্রহ। ওয়েলালাগের বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ৪৯ রান খরচে মাত্র ১ উইকেট। শ্রীলঙ্কা অবশ্য লক্ষ্য তাড়া করতে তেমন বেগ পায়নি। নুয়ান তুষারার দুর্দান্ত বোলিং (১৮ রানে ৪ উইকেট) আর কুশল মেন্ডিসের অপরাজিত ৭৪ রানের ইনিংসে ভর করে সহজ জয় পায় তারা।
কিন্তু ক্রিকেটে পাওয়া সেই জয়ের কোনো মূল্যই নেই ওয়েলালাগের চোখে। একদিকে জাতীয় দলের হয়ে প্রথমবার এশিয়া কাপে খেলতে নামার গর্ব, অন্যদিকে বাবাকে হারানোর বেদনা; এই দ্বন্দ্বে ভেঙে পড়েছেন তিনি। এখন শ্রীলঙ্কা সুপার ফোরে জায়গা করে নিলেও ওয়েলালাগে থাকবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ক্রিকেটের বাইরেও খেলোয়াড়রা মানুষ, তাদেরও থাকে আবেগ, থাকে শোক আর ক্ষতি। দুনিথ ওয়েলালাগের গল্পটা তাই শুধু ক্রিকেট নয়, বরং এক তরুণ সন্তানের হঠাৎ বাবাকে হারানোর বেদনাময় কাহিনি। মাঠে জয় পেলেও জীবনের এই পরাজয় যে কোনো ক্রীড়াবিদের জন্য অসহনীয়।
ঢাকা/আমিনুল