বন্দরে গ্রাইন্ডিং মেশিনের আঘাতে স্কুল মালির মৃত্যু
Published: 5th, May 2025 GMT
বন্দরে রেক তৈরির কাজ করার সময় গ্রাইন্ডিং মেশিনের আঘাতে ডেভিড ম্রং (৪০) নামে এক স্কুল কর্মচারির মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধিন অবস্থায় মারা যান তিনি।
এর আগে গত রোববার (৪ মে) বিকেলে স্কুল ছুটির পর তিনি রান্না ঘরে গ্রাইন্ডিং মেশিনে রেক তৈরির কাজ করার সময় এ র্দূঘটনাটি ঘটে।
নিহত ডেভিড ম্রং সুদূর নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার বিরিসিরির কনিকা গ্রামের মৃত দীলিপ রেমার ছেলে। তিনি ২৪ নং ওয়ার্ড বন্দরের উত্তর নোয়াদ্দা এলাকার নাজিমউদ্দিন ফকির চাঁন উচ্চ বিদ্যালয়ে মালি হিসেবে কাজ করতেন।
বিদ্যালয়ের কর্মচারি রিপন মিয়া জানান, ডেভিড ম্রং নাজিমউদ্দিন ফকির চান উচ্চ বিদ্যালয়ে মালির কাজ করতেন। গত রোববার (৪ মে) বিকেলে স্কুল ছুটির পর তিনি রান্না ঘরে গ্রাইন্ডিং মেশিনে রেক তৈরির কাজ করছিলেন।
এ সময় হঠাৎ অসাবধানতা বশত গ্রাইন্ডিং মেশিনটি তার হাত ফসকে পড়ে যায়। এ সময় ঘুর্ণায়মান মেশিনের সুচালো অংশ লেগে তার হাত ও পেট কেটে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, এটি একটি দুর্ঘটনা। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র ক জ কর গ র ইন ড অবস থ
এছাড়াও পড়ুন:
বন্দরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফার লিফলেট নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ টিপুর নেতৃত্বে জনসাধারণের মাঝে বিতরণ করা হয়েছে।
শনিবার (২ আগস্ট ) বিকেলে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ান ভাগ থেকে শুরু করে দেওয়ান ভাগ বাজারসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বিভিন্ন জনসাধারণ, দোকানদার, পথচারী, রিক্সা চালকদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ লিটন, বন্দর থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, বিএনপি নেতা আমিনুল ইসলাম, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আঃ রহিম, মদনপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. শাহজাহান, যুগ্ম সম্পাদক মো. বাবুল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খান্দকার, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সজিব, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সম্রাট হাসান সুজন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধানসহ পাঁচটি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।