নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক কাউন্সিলর মোবারক হোসেনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে দাফনের ছয় মাস পর আদালতের নির্দেশে মঙ্গলবার (৬ মে) তার মরদেহ উত্তোলন করা হয় বলে জানান মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম।

মোবারক হোসেন মাধবদী পৌর এলাকার গাংপাড় এলাকার মৃত তালেব হোসেনের ছেলে। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

ওসি নজরুল ইসলাম জানান, নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউর রহমানের নেতৃত্বে মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়। এসময় মোবারক হোসেনের পরিবারের লোকজন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

শিবচরে নদীতে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার

নড়াইলে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোবারক হোসেনের স্বজনরা জানান, গত ২২ মার্চ (শনিবার) সকালে মোবারক হোসেনের কবর ঢেকে রাখা লোহার মাচা ও মাটি সরানো অবস্থায় দেখতে পান স্বজনরা। এসময় খোঁড়া কবর থেকে একটি বোতল, আগুনে পোড়া কাপড়, পোড়া কাঠসহ বিভিন্ন বস্তু দেখা যায়। সন্দেহ হলে মৃত মোবারক হোসেনের ছেলে আবির হোসেন মাধবদী থানায় সারাধণ ডায়েরি করেন। 

পুলিশ তদন্তের মধ্যে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। পরে আদালত কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশে দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী আজ মোবারক হোসেনের মরদেহ আজ কবর থেকে উত্তোলন করা হয়।

ছয় মাস আগে স্ট্রোক করে মারা যান মোবারক হোসেন। স্বাভাবিক মৃত্যু ভেবে তার মরদেহ দাফন করেন পরিবারের সদস্যরা। পরে বিভিন্ন আলামত ও সন্দেহবশত আদালতে যায় পরিবার।

ঢাকা/হৃদয়/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ কবর থ ক র মরদ হ ম ধবদ

এছাড়াও পড়ুন:

ঢাকার ছাত্র সমাবেশে মহানগর ছাত্রদলের শোডাউন

ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমাবেশকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়ার নেতৃত্বে মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন করে অংশগ্রহণ করেছে। 

 রোববার (৩ আগস্ট) রাজধানীতে শাহবাগে এই ছাত্র সমাবেশের আয়োজন করা হয়। 

এসময়ে নারায়ণগঞ্জ মহানগর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে ব্যানার ফেস্টুনে সু- সজ্জিত হয়ে শ্লোগানে শ্লোগানে বিশাল শোডাউন করে মিছিল নিয়ে ছাত্র সমাবেশে অংশগ্রহণ করেন মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া। 

এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক সাজিদ, সহ- সাধারণ সম্পাদক রাতুল, ছাত্রদল সদস্য জিসান,জোবায়ের, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা আবির, রায়হান, আহসান, আকাশ, বন্দর উপজেলা ছাত্রদল নেতা ইমরান, সজীব, মুন্না, রিফাত, সদর থানা ছাত্রদল নেতা জহিরুল, ৩নং ওয়ার্ড ছাত্রদল নেতা ইমরান, মোহন, মো. খান, ইরফান, রনি, রাজু, অনু, ৪নং ওয়ার্ড ছাত্রদল নেতা সুজন, রমজান প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • কিশোরগঞ্জে আনন্দ মিছিলে বিএনপি নেতার মৃত্যু, অসুস্থ ৩
  • বন্দরে ৭২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক  
  • লোহাগড়ায় ডাকাত দলের ৯ সদস্য গ্রেপ্তার
  • ঢাকার ছাত্র সমাবেশে মহানগর ছাত্রদলের শোডাউন
  • সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত
  • কেন্দ্রীয় বিএনপি নেতা এ্যাড. আবদুস সালাম আজাদের সাথে মোসলেহ উদ্দিন সেলিমের সৌজন্য সাক্ষাৎ
  • কুষ্টিয়ায় বিদ্যুৎপৃষ্টে মা-ছেলের মৃত্যু