পাকিস্তানের ৯টি স্থানে হামলা চালানো হয়েছে: ভারত
Published: 7th, May 2025 GMT
পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ভারত সরকার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলেছে, পাকিস্তানে ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৯টি স্থানে হামলা চালানো হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, ৭ মে গভীর রাতে এই হমলা চালায় ভারত। হামলায় পাকিস্তানের অন্তত তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন বলে তাদের জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিবিসি লিখেছে, ভারত সরকার বিবৃতিতে জানিয়েছে, তারা ‘অপারেশন সিন্দুর’ নামে একটি সামরিক অভিযান চালিয়েছে, যার লক্ষ্য পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে অবস্থিত ‘সন্ত্রাসবাদী অবকাঠামো’, যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও হামলা পরিচালিত হচ্ছে।
আরো পড়ুন:
ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের
চৌগাছায় আসামি ধরতে গিয়ে হামলায় আহত ওসিসহ ৭ পুলিশ
ভারতের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘নয়টি স্থানে হামলা চালানো হয়েছে।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, “আমাদের পদক্ষেপগুলো সুনির্দিষ্ট, পরিমিত এবং উত্তেজনা না বাড়ানোর মতোভাবে গৃহীত হয়েছে। কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি। লক্ষ্য ও হামলার কৌশল নির্ধারণে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে।”
বিবৃতিতে জানানো হয়, এই হামলার নির্দেশ দেওয়া হয় গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর চালানো প্রাণঘাতী জঙ্গি হামলার পর।
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ জন, যাদের বেশিরভাগই পর্যটক। এই হামলায় পাকিস্তানের দায় দেখছে ভারত। নয়াদিল্লির অভিযোগ, সন্ত্রাসীদের মদদ দেয় ইসলামাবাদ। এর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সেই থেকে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল। সেই উত্তেজনার মধ্যেই ৭ মে গভীর রাতে পাকিস্তানের ৯টি স্থানে হামলা করল ভারত। এখন পাকিস্তান কী ধরনের প্রতিক্রিয়া দেখায় বা জবাব দেয়, তারপর ওপর নির্ভর করছে বাকিটা।
ঢাকা/রাসেল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
লোহিত সাগরে জাহাজে হামলা
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিম উপকূল লাগোয়া লোহিত সাগরে বাণিজ্যিক এক জাহাজে হামলার ঘটনা ঘটেছে।
ব্রিটেনের সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সির (ইউকেএমটিও) বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, রোববার লোহিত সাগরে ওই জাহাজ লক্ষ্য করে অন্তত আটটি ছোট নৌকা থেকে গুলি এবং রকেটচালিত গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।
সংস্থাটি বলেছে, এই ঘটনায় জাহাজে থাকা সশস্ত্র নিরাপত্তাকর্মীরা পাল্টা গুলি চালিয়েছেন। তবে এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।
ব্রিটেনের সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিওও অ্যামব্রে বলেছে, ইয়েমেনের হোদাইদা বন্দর থেকে ৫১ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে রোববারের এই হামলার ঘটনা ঘটেছে। তবে ব্রিটিশ এই দুই সংস্থা আক্রান্ত জাহাজের নাম প্রকাশ করেনি।
চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ের পর থেকে ওই অঞ্চলে এটিই এ ধরনের প্রথম হামলার ঘটনা।