ভারতের হামলার উপযুক্ত জবাব দিচ্ছে পাকিস্তান: শাহবাজ শরিফ
Published: 7th, May 2025 GMT
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘যুদ্ধের পদক্ষেপ’ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ কথা বলেন তিনি।
শাহবাজ শরিফ বলেন, ভারতের এই হামলার বিরুদ্ধে পাকিস্তানের উপযুক্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে এবং উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে।
‘শত্রুকে কখনোই তার ঘৃণ্য উদ্দেশ্য সফল হতে দেওয়া হবে না’, বলেন তিনি।
তিনি বলেন, পাকিস্তানি জাতির মনোবল দৃঢ়। সূত্র: আল-জাজিরা
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
অপারেশন সিঁদুর: ভারতীয় সেনাদের প্রশংসা করে কংগ্রেসের ঐক্যের ডাক
পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর (পিওকে) থেকে সন্ত্রাসবাদের সব উৎস নির্মূল করার জন্য ভারতের আপোষহীন নীতির প্রশংসা করেছে দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেস।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলেছে, পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় বুধবার পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ শুরু করায় ভারতীয় সশস্ত্র বাহিনীকে স্বাগত জানিয়েছে কংগ্রেসসহ বিরোধী দলগুলো।
হামলার কয়েক ঘণ্টা পরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, “আমাদের সশস্ত্র বাহিনী নিয়ে গর্বিত। জয় হিন্দ!”
আরো পড়ুন:
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযানের নাম ‘সিঁদুর’ কেন?
সন্ত্রাসবাদের প্রতি বিশ্বকে শূন্য সহনশীলতা দেখাতে হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক্স-এ এক পোস্টে লিখেন, “পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে উদ্ভূত সকল ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের একটি অটল জাতীয় নীতি রয়েছে। আমরা আমাদের ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য খুবই গর্বিত, যারা পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রত কাশ্মীরের সন্ত্রাসী ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। আমরা তাদের দৃঢ় সংকল্প এবং সাহসকে সাধুবাদ জানাই।”
খাড়গে বলেন, “পেহেলগাম সন্ত্রাসী হামলার দিন থেকে, কংগ্রেস স্পষ্টভাবে সীমান্ত পার সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার জন্য সশস্ত্র বাহিনী এবং সরকারের সাথে দাঁড়িয়েছে।”
তিনি আরো বলেন, “এখন জাতীয় ঐক্য ও সংহতি প্রয়োজন। কংগ্রেস সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে। জাতীয় স্বার্থ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা একই রকম মন্তব্য করেছেন এবং সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন।
যাদব বলেন, “ভারত, ভারতবাসী ও ভারতীয় সেনাবাহিনী আমাদের দেশে কোনো ধরনের সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদকে কখনো সহ্য করেনি এবং কখনো করবেও না।”
তিনি বলেন, “ভারতীয় সেনাবাহিনী সমসময় মায়েদের গর্ভ, বোনের কব্জি এবং তাদের কপালে সিঁদুর রক্ষা করেছে।”
যাদব বলেন, “আমরা সত্য, অহিংসা ও শান্তিতে বিশ্বাসী মানুষ। আমরা ভারতীয়রা কখনও অন্যায় করি না, কিন্তু যদি কেউ আমাদের সাথে অন্যায় করে তবে আমরা তা সহ্য করি না। যারা সন্ত্রাসবাদকে উৎসাহিত করে তারা যদি আমাদের ঐক্য, অখণ্ডতা এবং সার্বভৌমত্বের উপর আক্রমণ করে, তাহলে আমরা জানি কিভাবে ঐক্যবদ্ধ হতে হয় এবং উপযুক্ত জবাব দিতে হয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে ১৪০ কোটি ভারতীয় সেনাবাহিনী এবং সরকারের পাশে রয়েছে।”
সশস্ত্র বাহিনীর ‘সার্জিক্যাল স্ট্রাইক’ কে স্বাগত জানিয়েছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন নেতা আসাদউদ্দিন ওয়াইসিও।
তিনি বলেন, “পাকিস্তানে সন্ত্রাসী আস্তানাগুলোতে আমাদের প্রতিরক্ষা বাহিনীর পরিচালিত সার্জিক্যাল স্ট্রাইককে আমি স্বাগত জানাই। পাকিস্তানকে অবশ্যই একটি কঠিন শিক্ষা দিতে হবে যাতে আরেকটি পহেলগাম আর কখনো না ঘটে। পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করতে হবে। জয় হিন্দ!”
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রত্যক্ষ প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানিয়েছে, “মঙ্গলবার রাতে, ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী অবকাঠামোতে হামলা করেছে, যেখান থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং নির্দেশ দেওয়া হয়েছে।”
ঢাকা/ফিরোজ