প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেপ্তার
Published: 7th, May 2025 GMT
বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে সাকিব আলী (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (৭ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৫ এর রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি বারোঘরিয়া এলাকায়।
মেজর আসিফ আল-রাজেক বলেন, ‘‘সাকিব আলীর সঙ্গে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভনে ওই তরুণীকে ধর্ষণ করেন সাকিব এবং সেই সময়ের নগ্ন ছবি মোবাইলে ধারণ করে রাখেন। পরে ভুক্তভোগী বিয়ের জন্য চাপ দিলে নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন সাকিব। এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ধর্ষণ মামলা করেন। পরে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত সাকিব আলীকে গ্রেপ্তার করা হয়। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।’’
আরো পড়ুন:
সীমান্ত এলাকার এসপিদের সতর্ক থানার নির্দেশ আইজিপির
এএসপি পলাশের আত্মহত্যার কারণ জানালেন তার ভাই
ঢাকা/কেয়া/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মামলা করলেন ঢাবির সেই শিক্ষিকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষিকার এডিটেড ও ‘আপত্তিকর’ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে মামলা করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষিকা শেহরীন আনিম ভূঁইয়া মোনামী সোমবার (৩ নভেম্বর) দুপুরে বাদী হয়ে শাহবাগ থানায় মামালাটি করেন।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ মনসুর রাইজিংবিডি ডটকমকে বলেন, “মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তদন্তপূর্বক আসামিদের আইনের আওতায় আনা হবে।”
পুলিশ জানায়, সন্দেহভাজন আসামি মুজতবা খন্দকার সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট। মুজতবা তার ফেসবুক অ্যাকাউন্টে শিক্ষিকার ছবি অশালীনভাবে এডিট করে পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি।”
এছাড়া আরো তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এজাহারে। মামলায় বেশ কিছু অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে, যারা এই ছবি ও তথ্য ছড়াতে সাহায্য করেছেন।
ঢাকা/এমআর/মেহেদী