প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেপ্তার
Published: 7th, May 2025 GMT
বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে সাকিব আলী (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (৭ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৫ এর রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি বারোঘরিয়া এলাকায়।
মেজর আসিফ আল-রাজেক বলেন, ‘‘সাকিব আলীর সঙ্গে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভনে ওই তরুণীকে ধর্ষণ করেন সাকিব এবং সেই সময়ের নগ্ন ছবি মোবাইলে ধারণ করে রাখেন। পরে ভুক্তভোগী বিয়ের জন্য চাপ দিলে নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন সাকিব। এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ধর্ষণ মামলা করেন। পরে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত সাকিব আলীকে গ্রেপ্তার করা হয়। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।’’
আরো পড়ুন:
সীমান্ত এলাকার এসপিদের সতর্ক থানার নির্দেশ আইজিপির
এএসপি পলাশের আত্মহত্যার কারণ জানালেন তার ভাই
ঢাকা/কেয়া/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
প্রধান উপদেষ্টার ডাকা সভায় অংশ নেবেন বিএসইসি চেয়ারম্যান
দেশের পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণের লক্ষ্যে সভা ডেকেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ১১ মে (রবিবার) বেলা ১২টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা’য় এ সভা অনুষ্ঠিত হবে। আর এ সভায় অংশ নিতে আমেরিকা থেকে দেশে ফিরবেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
বৃহস্পতিবার (৮ মে) সকালে বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম রাইজিংবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গত ৫ মে থেকে শুরু হওয়া সম্মেলন চলবে আগামী ৯ মে পর্যন্ত। যুক্তরাষ্ট্রের সম্মেলন শেষে তিনি দেশে ফিরে আসবেন এবং প্রধান উপদেষ্টার আহ্বানে ডাকা সভায় তিনি অংশগ্রহণ করবেন। ওই সভা শেষে তিনি আবার কাতারের সম্মেলনে অংশগ্রহণ করবেন।”
দীর্ঘদিন ধরে অস্থিরতায় রয়েছে দেশের পুঁজিবাজার। পুঁজি হারিয়ে বিনিয়োগকারীরা দিনের পর দিন হচ্ছেন নিঃস্ব। সৃষ্ট এ সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে দীর্ঘদিন ধরে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছিলেন বিনিয়োগকারীরা। অবশেষে বিনিয়োগকারীদের দাবি আমলে নিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা।
গত ৬ মে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব ফারজানা জাহান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ১১ মে (রবিবার) দুপুর ১২ টায় ‘পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ’ বিষয়ক একটি সভা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা’তে অনুষ্ঠিত হবে। সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. মোহাম্মদ আনিসুজ্জামান চৌধুরী, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারককে উপস্থিত থাকতে বলা হয়েছে।
এর আগে, গত ৫ মে যুক্তরাষ্ট্র ও কাতার সফরে যান বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। পৃথক দুই দেশের দুইটি প্রতিষ্ঠানের আমন্ত্রণে তিনি ১১ দিনের বিদেশ সফরে রয়েছেন। বিশ্বের সকল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত ৩১তম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সিকিউরিটিজ মার্কেট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করেন তিনি। ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে গত ৫ মে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এ সম্মেলন শুরু হয়েছে। আগামী ৯ মে পর্যন্ত এ সম্মেলন চলবে।
এছাড়াও, কাতারে দোহাতে ১২ থেকে ১৫ মে বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসকো) ৫০তম বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনেও যোগদান করবেন খন্দকার রাশেদ মাকসুদ।
ঢাকা/এনটি/টিপু