ভারতের সঙ্গে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা রয়েছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
Published: 7th, May 2025 GMT
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা অবশ্যই বিদ্যমান। যদি উভয় পক্ষের মধ্যে অচলাবস্থা দেখা দেয় তবে তা ঘটতে পারে। বুধবার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
খাজা আসিফ বলেন, “যদি তারা (ভারত) এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেয় এবং যদি এমন বিপদ দেখা দেয় যেখানে অচলাবস্থা তৈরি হয়, তাহলে যে কোনো সময় পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে।”
তিনি আরো বলেন, “যদি তারা (ভারত) এই বিষয়টিকে আরো বাড়িয়ে তোলে, তাহলে যদি এমন কোনো যুদ্ধের সম্ভাবনা দেখা দেয় যেখানে উভয় পক্ষের মধ্যে পারমাণবিক বিকল্প ব্যবহারের ইঙ্গিত থাকে, তাহলে তার দায়ভার ভারতের উপর বর্তাবে।”
আরো পড়ুন:
ভারত-পাকিস্তান কি সর্বাত্মক যুদ্ধে জড়াচ্ছে?
ভারত-পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতি কী?
পেহেলগামে সন্ত্রাসী হামলার বদলা নিতে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৯ সন্ত্রাসী আস্তানায় ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে অন্তত ৭০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি ভারতের। তবে পাকিস্তান এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ২৬ জন নিহত হয়েছে এবং এরা সবাই বেসামরিক নাগরিক। এছাড়া পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় অংশ নেওয়া পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এগুলোর মধ্যে অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমানও ছিল। অবশ্য এ ব্যাপারে ভারত এখনো কোনো তথ্য প্রকাশ করেনি বা বিবৃতি দেয়নি।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে