চবিতে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ই-কার সেবা
Published: 8th, May 2025 GMT
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে পরিবেশবান্ধব ও আধুনিক যাত্রীসেবা নিশ্চিত করতে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে ইলেকট্রিক কার (ই-কার)। আগামী ১৩, ১৪ ও ১৫ মে এই তিন দিন ক্যাম্পাসে চারটি ই-কার পরীক্ষামূলকভাবে চলবে।
বৃহস্পতিবার (৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড.
তিনি বলেন, “পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে আগামী জুন মাস থেকে ২০টি ই-কার নিয়ে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু করা হবে।”
আরো পড়ুন:
সমাবর্তন ঘিরে চবিতে নিরাপত্তা জোরদার, পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ
চবিতে বৈধভাবে বরাদ্দ পেয়েও আসন স্থগিত, হলগেটে শিক্ষার্থীদের অবস্থান
তিনি আরও বলেন, “ই-কার সেবার ভাড়ার পরিসীমা নির্ধারণ করা হয়েছে পাঁচ টাকা থেকে সর্বোচ্চ ১৫ টাকা পর্যন্ত।”
ঢাকা/মিজান/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাড়ির উঠানে সাপের কামড়ে কিশোরের মৃত্যু
চট্টগ্রামের লোহাগাড়ায় বিষধর সাপের কামড়ে ১৬ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া ওই কিশোরের নাম মো. তাওসিফ। সে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সড়াইয়া এলাকার মো. ইব্রাহীমের ছেলে।
পুটিবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. ইকবাল প্রথম আলোকে বলেন, মারা যাওয়া কিশোর মানসিক ভারসাম্যহীন ছিল। গতকাল সন্ধ্যা ৭টার দিকে বাড়ির উঠানেই তাকে সাপে কামড় দেয়। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাজ্জাদ আমিন প্রথম আলোকে বলেন, রাত পৌনে ৮টার দিকে ওই কিশোরকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।