এবার দিল্লি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি
Published: 9th, May 2025 GMT
ভারত-পাকিস্তানের চলমান সামরিক উত্তেজনার মধ্যেই এবার হুমকি এল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম ঘিরে। শুক্রবার (৯ মে) এই ঐতিহাসিক ভেন্যুটি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পাঠানো হয় একটি ই-মেইল। মেইল পাওয়ার পরই নড়েচড়ে বসে দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ), সঙ্গে সঙ্গে জানানো হয় দিল্লি পুলিশকে।
ডিডিসিএর একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, 'এই হুমকিকে আমরা একেবারেই হালকাভাবে নিচ্ছি না। পুলিশ ইতোমধ্যে স্টেডিয়ামে তল্লাশি অভিযান চালাচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।'
প্রাপ্ত ই-মেইলে দাবি করা হয়েছে, ভারতজুড়ে সক্রিয় রয়েছে পাকিস্তানপন্থী ‘স্লিপার সেল’ এবং ‘অপারেশন সিন্দুর’ নামে একটি বড়সড় নাশকতার পরিকল্পনা চলছে, যার অংশ হিসেবে দিল্লির স্টেডিয়ামকে টার্গেট করা হয়েছে।
আইপিএল-২০২৫ এর চলমান মৌসুমে এই স্টেডিয়ামটি দিল্লি ক্যাপিটালসের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে। আগামী ১১ মে গুজরাট টাইটান্সের বিপক্ষে এখানে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের কথা রয়েছে। তবে হুমকির পর সেই ম্যাচ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এর আগে ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালীনও দেখা দেয় বিমান হুমকি। সেসময় খেলা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার এল দিল্লি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বেক্সিমকোর বন্ধ কারখানা চালুর উদ্যোগ
বেক্সিমকো গ্রুপের বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করার জন্য জাপানের রিভাইভাল নামক একটি প্রতিষ্ঠান ২৪৫ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে। এই উদ্যোগে রিভাইভালের সাথে যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্রের ইকোমিলি। সরকার এই যৌথ বিনিয়োগে সম্মতি দিয়েছে এবং ত্রিপক্ষীয় চুক্তি সাক্ষরের অপেক্ষায় রয়েছে, যেখানে রিভাইভাল, জনতা ব্যাংক ও বেক্সিমকো অন্তর্ভুক্ত থাকবে। প্রাথমিকভাবে ১৫টি কারখানা চালুর চেষ্টা চলছে। বুয়েট ইনভেস্টমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে আরও ১০ কোটি ডলার ঋণের ব্যবস্থা করা হবে।