বাগাতিপাড়ায় গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার
Published: 10th, May 2025 GMT
নাটোরের বাগাতিপাড়ায় দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
শুক্রবার রাত ১১টার দিকে বাগাতিপাড়া উপজেলার পকেটখালি পুলিশ ক্যাম্প এলাকায় চেকপোস্ট বসিয়ে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক এস এম রিয়াজুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে বাগাতিপাড়া মডেল থানার অন্তর্গত পকেটখালি ক্যাম্পে পুলিশের চেকপোস্ট বসিয়ে পুলিশের একটি টিম রাত্রিকালীন ডিউটি করছিল। এ সময় দুই জন আরোহীসহ একটি মোটরসাইকেলকে থামার জন্য সিগন্যাল দেয় পুলিশ। কিন্তু তারা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে মোটরসাইকেলসহ রাস্তায় পরে যান। এ সময় তারা মোটরসাইকেল ফেলে পালানোর সময় একজনের শরীর থেকে কাপড়ে মোড়ানো দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল মাটিতে পড়ে যায়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার ও নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেল জব্দ করে।
তিনি বলেন, গুলিসহ পিস্তলটি জব্দ করে থানা রাখা হয়েছে। পুলিশ তদন্ত করছে এবং অজ্ঞাত ওই দুই ব্যক্তিকে ধরতে পুলিশের অভিযান চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
উৎস: Samakal
কীওয়ার্ড: গ ল উদ ধ র সহ একট গ ল সহ
এছাড়াও পড়ুন:
বিএনপি করে এমন কেউ যেন মুক্তিযোদ্ধা সংসদের সদস্য হতে পারবে না
বিএনপি করে এমন কেউ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদস্য হতে পারবে না— এমন তো কোনো আইন নেই। কিন্তু মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নবগঠিত কমিটির দিকে তাকালে এমনটিই মনে হয়। মনে হচ্ছে, মুক্তিযোদ্ধা কিন্তু বিএনপি করে, এমন কেউ এই সংগঠনের সদস্য হতে পারবেন না।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নবগঠিত অ্যাডহক কমিটি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম পরিচালনার জন্য মো. নঈম জাহাঙ্গীরকে আহ্বায়ক করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। গত ২৪ জুন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক শাহিনা খাতুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে এ কমিটি।
সংবাদ সম্মেলনে ইশতিয়াক আজিজ উলফাত বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদে কিছু বিতর্কিত মানুষকে দায়িত্ব দিয়ে দেশের অন্য মুক্তিযোদ্ধাদের প্রতি অবিচার ও বৈষম্য করে যাচ্ছে, যেভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংগঠনকে কুক্ষিগত করে ভুয়া মুক্তিযোদ্ধাদের আখড়া বানিয়েছিলেন।
আওয়ামী লীগ সাড়ে ১৫ বছরে মুক্তিযোদ্ধা সংসদকে নিঃশেষ করেছে অভিযোগ করে মুক্তিযোদ্ধা দলের সভাপতি বলেন, এই সংগঠনের মূল কাজ হলো মুক্তিযোদ্ধাদের সাংগঠনিক শক্তিবৃদ্ধি, তাঁদের আর্থসামাজিক উন্নয়ন, মর্যাদা রক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ। পাশাপাশি স্বাধীনতাবিরোধীদের চিহ্নিতকরণও এর একটি অন্যতম কাজ।
মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান কমিটির অধিকাংশই আওয়ামী দোসর বলে দাবি করেন ইশতিয়াক আজিজ উলফাত। তিনি বলেন, এসব সদস্য গত সাড়ে ১৫ বছরে একবারও ফ্যাসিস্টদের ন্যক্কারজনক অন্যায়ের প্রতিবাদ করেননি। আওয়ামী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইলে বর্তমান কমিটির অনেকে দূরে থাকার পরামর্শ দিতেন বলেও অভিযোগ করেন ইশতিয়াক আজিজ উলফাত।