চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশিদের দেওয়ার চক্রান্ত চলছে: সিপিবি
Published: 10th, May 2025 GMT
চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে বলে জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি অন্তর্বর্তী সরকার ও বন্দর কর্তৃপক্ষের এ উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে।
আজ শনিবার সিপিবি সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে সিপিবির নেতারা বলেন, ২০০৭ সালে প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে এনসিটি নির্মাণ করে। এরপর আরও আড়াই হাজার কোটি টাকা খরচ করে কনটেইনার হ্যান্ডেলিংয়ের (ওঠানো–নামানোর) যন্ত্রপাতি স্থাপন করে। কিন্তু যখন গুরুত্বপূর্ণ এ টার্মিনাল পরিচালনার প্রসঙ্গ আসে, তখন বন্দর কর্তৃপক্ষ এর দায়িত্বভার তুলে দেয় বেসরকারি প্রতিষ্ঠানের হাতে।
সিপিবির নেতারা বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগমুহূর্তে এনসিটি পরিচালনার ভার বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ায় তারা সেটি করতে পারেনি। এখন অন্তর্বর্তী সরকারও এনসিটি বিদেশিদের হাতে দেওয়ার জোর চক্রান্ত শুরু করেছে। আরব আমিরাতসহ বিভিন্ন বিদেশি গোষ্ঠীর সঙ্গে আলাপ-আলোচনা চলছে।
সিপিবির বিবৃতিতে বলা হয়, ‘আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, চট্টগ্রাম বন্দরকে নিয়ে বারবার এ ধরনের ছিনিমিনি খেলা চলতে পারে না। এনসিটি, পিসিটি, সিসিটিসহ বন্দরের কোনো স্থাপনা দেশি-বিদেশি কোনো ধরনের বেসরকারি খাতে দেওয়া যাবে না। টার্মিনালটি চট্টগ্রাম বন্দরের তত্ত্বাবধানে বন্দরের শ্রমিক-কর্মচারীরাই পরিচালনা করতে সক্ষম বলে আমরা মনে করি।’
বিবৃতিতে এনসিটিকে বিদেশিদের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল এবং চট্টগ্রাম বন্দরের যেসব স্থাপনা পরিচালনায় বেসরকারি গোষ্ঠী যুক্ত আছে, তাদের সঙ্গে চুক্তি বাতিলের দাবি জানানো হয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যারা ছোট পর্দায় কাজ করি, সবারই লক্ষ্য থাকে বড় পর্দা: জোভান
ফারহান আহমেদ জোভান