কেউ রাজপথ ছাড়বেন না, ঢাকাবাসী রাজপথে নেমে আসুন: হাসনাত আব্দুল্লাহ
Published: 10th, May 2025 GMT
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিক্রিয়ায় হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের তিন দফা দাবি বাস্তবায়িত হয়নি। আমরা অফিশিয়ালি ঘোষণা দেওয়ার আগে কেউ রাজপথ ছাড়বেন না। ঢাকাবাসী আপনারা রাজপথে নেমে আসুন।
আজ শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে একটি মিনি ট্রাকে তৈরি অস্থায়ী মঞ্চে তিনি এ ঘোষণা দেন।
এ সময় জুলাই ঐকের মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করতে হবে। শুধু কার্যক্রম নিষিদ্ধের মুলা ঝুলিয়ে আমাদের থামানো যাবে না। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। তারপর বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, যতক্ষণ পর্যন্ত অফিশিয়ালি আমাদের মতামত না জানাচ্ছি, কেউ রাজপথ ছাড়বেন না। আমরা আলোচনায় বসব। অফিশিয়াল ঘোষণা আসা পর্যন্ত রাজপথ ছাড়বেন না।
আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, জুলাই ঘোষণা ৩০ দিনের মধ্যে দিতে হবে।
এ সময় আরও কথা বলেন- এনসিপির যুগ্ম আহবায়ক রিফাত রশীদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ইসহাক।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিটিভিতে আবার শোনা যাবে, ‘আমরা নতুন, আমরা কুঁড়ি...’
প্রায় দুই দশকের দীর্ঘ বিরতির পর আবারও ফিরছে নতুন কুঁড়ি। গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব পেজে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এই খবর শুনে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই স্মৃতিকাতর হয়েছেন—কারও মনে পড়েছে প্রতিযোগিতায় অংশ নেওয়ার স্মৃতি, কারও মনে ভেসে উঠেছে শৈশবের প্রিয় অনুষ্ঠানটির দৃশ্য। ফেসবুকে অনেকে ছবিও শেয়ার করেছেন।
১৯৬৬ সালে পাকিস্তান টেলিভিশনে প্রথম প্রচারিত হয় ‘নতুন কুঁড়ি’। অনুষ্ঠানের নাম রাখা হয়েছিল কবি গোলাম মোস্তফার ‘কিশোর’ কবিতা থেকে। যার প্রথম ১৫ লাইন অনুষ্ঠানের সূচনাসংগীত হিসেবে ব্যবহৃত হতো।
স্বাধীনতার পর ১৯৭৬ সালে মোস্তফা মনোয়ারের প্রযোজনায় আবার শুরু হয় ‘নতুন কুঁড়ি’। সে সময় বিটিভির অন্যতম আলোচিত এই অনুষ্ঠান হয়ে ওঠে শিশু-কিশোরদের স্বপ্নের মঞ্চ। নানা প্রান্ত থেকে উঠে আসা তরুণেরা গান, নাচ, অভিনয়, আবৃত্তি, গল্পবলা, কৌতুকসহ বিভিন্ন শাখায় নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ পান। ২০০৫ সাল পর্যন্ত চলে এ অনুষ্ঠান। পরে নানা কারণে অনুষ্ঠানটি বন্ধ করে দেয় বিটিভি। ২০২০ সালে অনুষ্ঠানটি আবার শুরু করার খবর শোনা গিয়েছিল। কিন্তু পরে বলা হয়, কোভিড মহামারির কারণে সেটা আর সম্ভব হয়নি।
তিন দশকে নতুন অনেক তারকার জন্ম দিয়েছে নতুন কুঁড়ি। অনেকে চলচ্চিত্র, টেলিভিশন, নাট্যাঙ্গন ও সংগীতজগতে নিজস্ব অবস্থান গড়ে তুলেছেন। তাঁদের মধ্যে আছেন তারানা হালিম, রুমানা রশিদ ঈশিতা, তারিন জাহান, মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ তিশাসহ আরও অনেকে। এ তালিকায় আছেন সামিনা চৌধুরীসহ অনেক জনপ্রিয় সংগীতশিল্পীও।