দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্তে ৪ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। রবিবার (১১ মে) বিকেলে বিজিবি ৪২ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে, ভোররাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বোচাগঞ্জ উপজেলার দক্ষিণ ছাতইল গ্রামের লাইছুর রহমান (২১), বিরল উপজেলার নাড়াবাড়ী গ্রামের আব্দুর কাদের (২৮), বোনগ্রামের শ্রী সুজন চন্দ্র রায় (১৮) ও দাসনগরের শ্রী সূর্য রায় (২২)।
বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, ‘‘বোচাগঞ্জ উপজেলার পরশ্বেরপুর বিওপির সীমান্তের ৩৩২ মেইন পিলারের ১ সাব পিলার কাছ থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় চারা বাংলাদেশিকে আটক করে বিজিবি। জিজ্ঞাসাবাদে তারা জানান, কাজের সন্ধানে সাত থেকে আট মাস পূর্বে দালালের মাধ্যমে ভারতে যান তারা। আজ আবার দালালের মাধ্যমেই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিলেন। আটককৃতদের বিজিবি থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।’’
ঢাকা/মোসলেম/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বন্দরে ছিনতাইকারী সন্দেহে আটক ১
বন্দরে ছিনতাইকারী সন্দেহে মেহেদী হাসান (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক মেহেদী হাসান বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের আমিরাবাদ এলাকার আব্দুস সালাম মিয়ার ছেলে।
আটককৃতকে শনিবার (১ নভেম্বর) দুপুরে পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার (৩১ অক্টোবর) রাতে বন্দর থানার উল্লেখিত এলাকা থেকে ওই যুবককে আটক করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গভীর রাতে রাস্তায় অযথা ঘুরাফেরা করার সময় থানার টহল পুলিশ ছিনতাইকারী সন্দেহে তাকে আটক করে। পরে যাচাই বাছাই পর আটককৃত যুবককে পুলিশ আইনের ৫৪ ধারায় তাকে আদালতে প্রেরণ করা হয়।