দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্তে ৪ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। রবিবার (১১ মে) বিকেলে বিজিবি ৪২ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে, ভোররাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বোচাগঞ্জ উপজেলার দক্ষিণ ছাতইল গ্রামের লাইছুর রহমান (২১), বিরল উপজেলার নাড়াবাড়ী গ্রামের আব্দুর কাদের (২৮), বোনগ্রামের শ্রী সুজন চন্দ্র রায় (১৮) ও দাসনগরের শ্রী সূর্য রায় (২২)।
বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, ‘‘বোচাগঞ্জ উপজেলার পরশ্বেরপুর বিওপির সীমান্তের ৩৩২ মেইন পিলারের ১ সাব পিলার কাছ থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় চারা বাংলাদেশিকে আটক করে বিজিবি। জিজ্ঞাসাবাদে তারা জানান, কাজের সন্ধানে সাত থেকে আট মাস পূর্বে দালালের মাধ্যমে ভারতে যান তারা। আজ আবার দালালের মাধ্যমেই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিলেন। আটককৃতদের বিজিবি থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।’’
ঢাকা/মোসলেম/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বন্দরে মদ সেবন করে রাস্তায় মাতলামি, আটক ৩
বন্দরে মদ সেবন করে রাস্তায় মাতলামি করার অপরাধে ৩ মাদক সেবীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো বন্দর থানার শাহীমসজিদ এলাকার মৃত আরিফ মিয়ার ছেলে মাদক সেবী জুবায়ের হোসেন (২০) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকার খোকা মিয়ার ছেলে সাব্বির (২১) ও বন্দর আমিন আবাসিক এলাকার হরিবল রায়ের ছেলে শ্রীজন রায় (২১)। পুলিশ
আটককৃতদের শুক্রবার (৯ মে) দুপুরে পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করেছে। এর আগে গত বৃহস্পতিবার (৮ মে) বন্দর রুপালী আবাসিক এলাকার শীতলক্ষ্যা নদীপাড় থেকে এদেরকে আটক করা হয়।