Prothomalo:
2025-07-03@16:28:03 GMT

একঝলক (১২ মে ২০২৫)

Published: 12th, May 2025 GMT

ছবি: সোয়েল রানা

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মেসির ইন্টার মায়ামি ছাড়ার গুঞ্জন  

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের আগে ইন্টার মায়ামি ছাড়তে পারেন লিওনেল মেসি। আরও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ লিগে খেলে বিশ্বকাপের জন্য ভালো মতো প্রস্তুত হতে এমন সিদ্ধান্ত নিতে পারেন সর্বজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি। 

ফুটবল বিষয়ক ক্রীড়া সাংবাদিক এস্তেবান এডুল এমনই দাবি করেছেন। তিনি জানিয়েছেন, ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা আপাতত স্থগিত রেখেছেন মেসি। তবে ফুটবল দলবদল বিশেষজ্ঞা সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো দাবি করেছে, দুই পক্ষই চুক্তি নবায়নে আগ্রহী এবং আশাবাদী। 

ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তি চলতি বছরের শেষ পর্যন্ত। আগামী ডিসেম্বরে যা শেষ হয়ে যাবে। যদিও শর্তে এক বছরের ঐচ্ছিক চুক্তির কথা আছে। ওই অনুযায়ী, মেসি চাইলে মায়ামিতে আরও এক বছর থেকে  যেতে পারেন। তবে মেসি সেটা নাও করতে পারেন। 

এর পেছনে অন্যতম কারণ মেজর লিগের (এমএসএল) দীর্ঘ ছুটি। যুক্তরাষ্ট্রের লিগ অক্টোবরে শেষ হয়ে যায়। নতুন মৌসুম শুরু হয় ফেব্রুয়ারি-মার্চে। যার অর্থ প্রায় চার মাসের ছুটি। ওই সময়টায় ফিট থাকতে এবং সেরা ছন্দ নিয়ে বিশ্বকাপে যেতে ফ্রি এজেন্টে মেসি অন্য কোন ক্লাবে যোগ দিলে অবাক হওয়ার কিছু থাকবে না।   

এর আগে গুঞ্জন বেরিয়েছিল, মেসি ২০২৫ মৌসুম শেষে তিন মাসের জন্য বার্সেলোনায় যোগ দিতে পারেন। খুবই সামান্য বেতনে বার্সায় খেলে বিশ্বকাপের জন্য প্রস্তুতির পাশাপাশি বার্সা ভক্তদের সামনে থেকে বিদায় নিতে পারেন তিনি। বার্সাও নাকি মেসিকে দারুণ একটা বিদায় উপহার দেওয়ার পরিকল্পনা করে রেখেছে। আবার তিন মাসের ছুটিতে শৈশবের ক্লাব ওল্ড বয়েজেও যেতে পারেন তিনি।

তবে সাংবাদিক ফ্যাবরিজিও জানিয়েছেন, মেসির সঙ্গে ইন্টার মায়ামির চুক্তি ২০২৫ মৌসুমের শেষ পর্যন্ত। বাস্তবতা হচ্ছে, এরপর দুইপক্ষই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে আগ্রহী। সেজন্য সময় বুঝে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া নেওয়া হবে।’ 

সম্পর্কিত নিবন্ধ

  • সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদন
  • শুরু হয়েছে ন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যালের রেজিস্ট্রেশন কার্যক্রম
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে প্রফেশনাল মাস্টার্স, আবেদনের শেষ সময় ১৭ জুলাই
  • একঝলক (৩ জুলাই ২০২৫)
  • আজ টিভিতে যা দেখবেন (৩ জুলাই ২০২৫)
  • একঝলক (২ জুলাই ২০২৫)
  • বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • আজ টিভিতে যা দেখবেন (২ জুলাই ২০২৫)
  • মেসির ইন্টার মায়ামি ছাড়ার গুঞ্জন  
  • একঝলক (১ জুলাই ২০২৫)