হায়দরাবাদের তাজ কৃষ্ণা হোটেলের লবিতে গিজগিজে ভিড়। সেই ভিড়ে হঠাৎই একটা হুড়োহুড়ি। কারণ, ভারতীয় দলের বাস এসে হোটেলের সামনে থেমেছে। ক্রিকেটাররা একে একে ঢুকছেন আর ছুটে যাচ্ছেন সেলফি–শিকারিরা। সবচেয়ে বড় ভিড়টা কাকে ঘিরে, তা অনুমান করতে পারার জন্য কোনো পুরস্কার নেই। অবশ্যই বিরাট কোহলি।
আরও পড়ুনকোহলি টেস্টে কী করে গেলেন, কী রেখে গেলেন৭ ঘণ্টা আগেভারতের মাটিতে বাংলাদেশ প্রথম টেস্ট খেলছে। সেই টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে ঘণ্টাখানেক আগে। কোহলি ডাবল সেঞ্চুরি করেছেন, ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরি। তাঁকে ঘিরে মৌমাছির মতো ভিড় আর সেলফি তোলা নিয়ে মা–মেয়ের মধ্যে রীতিমতো ঝগড়া লেগে যাওয়ার কারণ অবশ্যই ওই ডাবল সেঞ্চুরি নয়। কোহলি শূন্য রানে আউট হলেও অমনই হতো। ভারতীয় ক্রিকেটাররা সবাই তারকা হতে পারেন, কিন্তু বিরাট কোহলি তখন তারকাকুলে বৃহস্পতি।
সাদা পোশাকে আর দেখা যাবে না কোহলিকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম
১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক