তারা কেবল একসঙ্গে থাকতে চেয়েছিল! কিন্তু এ অঞ্চলে প্রাপ্তবয়স্ক প্রেমিক যুগল একসঙ্গে থাকতে চাইলেই কি পারে? পিতৃতন্ত্র, শ্রেণিবৈষম্য, দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ, ভাইরাল হওয়ার নেশায় পাওয়া মিডিয়া কি প্রেমিক যুগলকে মেনে নেয়? শেষ পর্বে তাই প্রেমিকের অসহায় আর্তি, ‘আমরা তো কেবল একসঙ্গেই থাকতে চেয়েছিলাম’ হাহাকারের মতো শোনায়। প্রেমের গল্প নতুন কিছু নয়। কিন্তু সেই প্রেম যখন শ্রেণি, জাত ও সমাজের দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে দাঁড়ায়, তখন তা নতুন করে দেখার সুযোগ তৈরি করে।

একনজরে
ওয়েব সিরিজ: ‘ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড গ্রে: লাভ কিলস’
ধরন: থ্রিলার, ড্রামা
স্ট্রিমিং: সনি লিভ
পরিচালনা: পুরস্কার সুনীল মহাবল
অভিনয়ে: ময়ূর মোরে, দেবিন ভোজানি, তিগমাংশু ধুলিয়া ও পলক জাসওয়াল
পর্ব সংখ্যা:
রানটাইম: ৪৩-৪৫ মিনিট

মার্ডার মিস্ট্রি, থ্রিলার ঘরানার সিনেমা-সিরিজ ফি সপ্তাহেই ওটিটিতে মুক্তি পায়। তবে এ ধরনের এন্তার কনটেন্টের মধ্যে থেকে সনি লিভের নতুন সিরিজ ‘ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড গ্রে: লাভ কিলস’কে আলাদা করে মনে রাখতেই হবে। নির্মাণে অভিনবত্বের সঙ্গে ভারতীয় সমাজব্যবস্থার নানা সংকটকে পর্দায় যেভাবে হাজির করেছেন, সে জন্য নির্মাতার তারিফ করতেই হয়।

বিশদে আলোচনার আগে সিরিজের গল্প নিয়ে কিছু বলা যাক। অতি ক্ষমতাধর এক রাজনীতিবিদের মেয়ের প্রেম হয় তার ড্রাইভারের ছেলে সঙ্গে। এক রাতে ঘর থেকে পালায় দুজন। উদ্দেশ্য শহরের উপকণ্ঠে এক হোটেলে রাত্রিযাপন। কিন্তু সে রাতেই পুলিশ হানা দেয় হোটেলে। শুরু হয় প্রেমিক-প্রেমিকার ‘পলাতক জীবন’।

‘ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড গ্রে: লাভ কিলস’ সিরিজের পোস্টার। আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত

নারীদের ওয়ানডে বিশ্বকাপ-২০২৫ এর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিয়েছে ভারত। নাবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে রোববার (০২ নভেম্বর) টস হেরে ভারত আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান সংগ্রহ করেছে।

যে আশা নিয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট আগে ফিল্ডিং নিয়েছিলেন সেটা কাজে লাগেনি। ভেজা মাঠের সুবিধা কাজে লাগিয়ে ভারতকে অল্পরানে আটকে রাখার পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি। উদ্বোধনী জুটিতে স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা ১৭.৩ ওভারেই তুলে ফেলেন ১০৪ রান। এই রানে মান্ধানা ফেরেন ৮ চারে ৪৫ রানের ইনিংস খেলে।

আরো পড়ুন:

মিতালিকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন মান্ধানা

সুন্দর ঝড়ে সিরিজে সমতা ফেরাল ভারত

এরপর জেমিমাহ রদ্রিগেজ ও শেফালি টানতে থাকেন দলীয় সংগ্রহকে। ২৮তম ওভারের পঞ্চম বলে শেফালি ফিরেন সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে থাকতে। দলীয় ১৬৬ রানের সময় ৭টি চার ও ২ ছক্কায় ৮৭ রান করে ফিরেন তিনি। ১৭১ রানের মাথায় ফেরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জেমিমাহ। আজ তিনি ১ চারে ২৪ রানের বেশি করতে পারেননি।

সেখান থেকে দীপ্তি শর্মা ও হারমানপ্রিত কৌর চতুর্থ উইকেটে দলীয় সংগ্রহে ৫২ রান যোগ করেন। ৩৯তম ওভারের শেষ বলে ২২৩ রানের মাথায় হারমানপ্রিত ফেরেন ২০ রান করে। ২৪৫ রানের মাথায় আমানজোত কৌরও আউট হন। ১২ রানের বেশি করতে পারেননি তিনি।

এরপর দীপ্তি ও রিচা ঘোষ মারমুখী ব্যাটিং করে দলীয় সংগ্রহে ৩৫ বলে ৪৭ রান যোগ করেন। দলীয় ২৯২ রানের মাথায় রিচা ফেরেন ৩ চার ও ২ ছক্কায় ৩৪ রানের ক্যামিও ইনিংস খেলে। দীপ্তি ৩ চার ও ১ ছক্কায় ৫৮ রানের ইনিংস খেলে শেষ বলে রান আউট হন। তাতে ভারতের রান ৭ উইকেটে ২৯৮ পর্যন্ত যায়।

দক্ষিণ আফ্রিকার আয়াবোঙ্গা খাকা ৯ ওভারে ৫৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন ননকুলুলেকো ম্লাবা, নাদিনে ডি ক্লার্ক ও ক্লোয়ি ট্রায়ন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • বাবুডাইং আলোর পাঠশালা পরিদর্শন করলেন দুই বিদেশি পর্যটক
  • আরব আমিরাতকে ৪৯ রানে গুঁড়িয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
  • চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা
  • ‘দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব’
  • সব সিম লক রেখে কিস্তিতে স্মার্টফোন বিক্রির সুযোগ পাচ্ছে অপারেটররা
  • বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...
  • ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
  • আগামী বছর নির্বাচনের পর বিশ্ব ইজতেমা: ধর্ম উপদেষ্টা
  • শাহরুখের ব্যাপারে সাবধান করলেন জুহি চাওলা
  • শাহরুখের অজানা এই সাত তথ্য জানেন?