তারা কেবল একসঙ্গে থাকতে চেয়েছিল! কিন্তু এ অঞ্চলে প্রাপ্তবয়স্ক প্রেমিক যুগল একসঙ্গে থাকতে চাইলেই কি পারে? পিতৃতন্ত্র, শ্রেণিবৈষম্য, দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ, ভাইরাল হওয়ার নেশায় পাওয়া মিডিয়া কি প্রেমিক যুগলকে মেনে নেয়? শেষ পর্বে তাই প্রেমিকের অসহায় আর্তি, ‘আমরা তো কেবল একসঙ্গেই থাকতে চেয়েছিলাম’ হাহাকারের মতো শোনায়। প্রেমের গল্প নতুন কিছু নয়। কিন্তু সেই প্রেম যখন শ্রেণি, জাত ও সমাজের দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে দাঁড়ায়, তখন তা নতুন করে দেখার সুযোগ তৈরি করে।

একনজরে
ওয়েব সিরিজ: ‘ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড গ্রে: লাভ কিলস’
ধরন: থ্রিলার, ড্রামা
স্ট্রিমিং: সনি লিভ
পরিচালনা: পুরস্কার সুনীল মহাবল
অভিনয়ে: ময়ূর মোরে, দেবিন ভোজানি, তিগমাংশু ধুলিয়া ও পলক জাসওয়াল
পর্ব সংখ্যা:
রানটাইম: ৪৩-৪৫ মিনিট

মার্ডার মিস্ট্রি, থ্রিলার ঘরানার সিনেমা-সিরিজ ফি সপ্তাহেই ওটিটিতে মুক্তি পায়। তবে এ ধরনের এন্তার কনটেন্টের মধ্যে থেকে সনি লিভের নতুন সিরিজ ‘ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড গ্রে: লাভ কিলস’কে আলাদা করে মনে রাখতেই হবে। নির্মাণে অভিনবত্বের সঙ্গে ভারতীয় সমাজব্যবস্থার নানা সংকটকে পর্দায় যেভাবে হাজির করেছেন, সে জন্য নির্মাতার তারিফ করতেই হয়।

বিশদে আলোচনার আগে সিরিজের গল্প নিয়ে কিছু বলা যাক। অতি ক্ষমতাধর এক রাজনীতিবিদের মেয়ের প্রেম হয় তার ড্রাইভারের ছেলে সঙ্গে। এক রাতে ঘর থেকে পালায় দুজন। উদ্দেশ্য শহরের উপকণ্ঠে এক হোটেলে রাত্রিযাপন। কিন্তু সে রাতেই পুলিশ হানা দেয় হোটেলে। শুরু হয় প্রেমিক-প্রেমিকার ‘পলাতক জীবন’।

‘ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড গ্রে: লাভ কিলস’ সিরিজের পোস্টার। আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মুন্সীগঞ্জের সাবেক এমপি বিপ্লব ৭ দিনের রিমান্ডে

মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সজল হত্যা মামলায় মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের জামিন নামঞ্জুর করে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার মুন্সীগঞ্জের এক নম্বর আমলি আদালতের বিচারক আশিকুর রহমান এই আদেশ দেন। এর আগে সদর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

এদিকে মব এড়াতে সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তায় সকাল সাড়ে ৮টার দিকে আদালতে নিয়ে যাওয়া হয় ফয়সাল বিপ্লবকে। আদালতে হাজির করা হয় সকাল ৯টা ৫ মিনিটে। এরপর আসামির জামিন এবং রিমান্ড নামঞ্জুরের আবেদন নিয়ে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট শাহিন মো. আমানুল্লাহ ও অ্যাডভোকেট হাসান মৃধা।

আদালতে রাষ্ট্রপক্ষে মুন্সীগঞ্জ কোর্ট ইন্সপেক্টর ছাড়াও পিপি অ্যাডভোকেট আব্দুল হালিম ও এপিপি নুর হোসেন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। প্রায় ২০ মিনিট রিমান্ড শুনানিতে দুই পক্ষের আইনজীবীরা পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন।

এ সময় আদালতে পিনপতন নীরবতা লক্ষ্য করা গেছে। রিমান্ড শুনানি শেষে মুন্সীগঞ্জ এক নম্বর আমলি আদালতের বিচারক আশিকুর রহমান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।

আদেশ ঘোষণার পর কড়া নিরাপত্তা বেষ্টনী দিয়ে সাবেক এমপি ফয়সাল বিপ্লবকে সরাসরি জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে আসামিকে কারাগারে নিয়ে যাওয়ার পরপরই আদালত প্রাঙ্গণে ফয়সাল বিপ্লবের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন অনেকেই। বিক্ষোভকারীরা বলেন, সাধারণত সকাল ১০টার আগে আদালতের কার্যক্রম শুরু হয় না। তাই এতো আগে তাকে আনা হবে, এটি তারা জানতেন না।

বিক্ষোভে থেকে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের বিরুদ্ধে 'আমার ভাই মরল কেন, খুনি বিপ্লব জবাব দে, খুনি বিপ্লবের ফাঁসি চাই, দিতে হবে দিতে হবে' এমন স্লোগানে আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। 

সদর থানার ওসি সাইফুল আলম জানান, ২০২৪ সালের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রিয়াজুল ফরাজী (২৮), ডিপজল (১৯) ও মো. সজল নিহত ও গুলিবিদ্ধসহ শতাধিক মানুষ আহত হন। ওই ঘটনায় 
সদর থানায় ৩টি হত্যা ও ৪টি হত্যাচেষ্টা মামলাসহ ৭টি মামলা রুজু করা হয়। প্রতিটিতে মামলায় সাবেক এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে আসামি করা হয়েছে।

সদর থানা পুলিশ জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান সাবেক এমপি ফয়সাল বিপ্লবসহ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। দীর্ঘদিন ধরে পলাতক থাকা মামলার আসামি ও সাবেক এমপি বিপ্লবকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ জুন রাজধানী ঢাকার মনিপুরীপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

এরপর তাকে পল্টন থানায় দায়ের করা বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে ডিবি পুলিশ। এক সপ্তাহ পর মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের করা মামলায় বিপ্লবকে গ্রেপ্তার দেখানো হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিচ্ছেদের ঘোষণা দিলেন অভিনেত্রীর স্বামী
  • বিবাহবার্ষিকীতে অর্ষা বললেন, আমাদের প্রেম জ্ঞানের মতো গভীর হোক
  • দাম্পত্য জীবনের এক বছর পূর্ণ, স্বামীকে অর্ষার খোলা চিঠি
  • মুন্সীগঞ্জের সাবেক এমপি বিপ্লব ৭ দিনের রিমান্ডে
  • তোমার শেষ চিঠি
  • বিয়ের শর্তে জামিন: মামলা ও দাম্পত্য একসঙ্গে চলে না
  • তবে কি এ আর রাহমান-জে হোপকে একসঙ্গে দেখা যাবে
  • বিটিএসের জে-হোপ আর রাহমান কি একসঙ্গে কাজ করবেন
  • সিডনিতে ‘উৎসব’–এ মেতেছেন প্রবাসীরা
  • আলকারাজের সঙ্গে প্রেমের গুঞ্জন, রাদুকানু কী বললেন