তারা কেবল একসঙ্গে থাকতে চেয়েছিল! কিন্তু এ অঞ্চলে প্রাপ্তবয়স্ক প্রেমিক যুগল একসঙ্গে থাকতে চাইলেই কি পারে? পিতৃতন্ত্র, শ্রেণিবৈষম্য, দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ, ভাইরাল হওয়ার নেশায় পাওয়া মিডিয়া কি প্রেমিক যুগলকে মেনে নেয়? শেষ পর্বে তাই প্রেমিকের অসহায় আর্তি, ‘আমরা তো কেবল একসঙ্গেই থাকতে চেয়েছিলাম’ হাহাকারের মতো শোনায়। প্রেমের গল্প নতুন কিছু নয়। কিন্তু সেই প্রেম যখন শ্রেণি, জাত ও সমাজের দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে দাঁড়ায়, তখন তা নতুন করে দেখার সুযোগ তৈরি করে।

একনজরে
ওয়েব সিরিজ: ‘ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড গ্রে: লাভ কিলস’
ধরন: থ্রিলার, ড্রামা
স্ট্রিমিং: সনি লিভ
পরিচালনা: পুরস্কার সুনীল মহাবল
অভিনয়ে: ময়ূর মোরে, দেবিন ভোজানি, তিগমাংশু ধুলিয়া ও পলক জাসওয়াল
পর্ব সংখ্যা:
রানটাইম: ৪৩-৪৫ মিনিট

মার্ডার মিস্ট্রি, থ্রিলার ঘরানার সিনেমা-সিরিজ ফি সপ্তাহেই ওটিটিতে মুক্তি পায়। তবে এ ধরনের এন্তার কনটেন্টের মধ্যে থেকে সনি লিভের নতুন সিরিজ ‘ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড গ্রে: লাভ কিলস’কে আলাদা করে মনে রাখতেই হবে। নির্মাণে অভিনবত্বের সঙ্গে ভারতীয় সমাজব্যবস্থার নানা সংকটকে পর্দায় যেভাবে হাজির করেছেন, সে জন্য নির্মাতার তারিফ করতেই হয়।

বিশদে আলোচনার আগে সিরিজের গল্প নিয়ে কিছু বলা যাক। অতি ক্ষমতাধর এক রাজনীতিবিদের মেয়ের প্রেম হয় তার ড্রাইভারের ছেলে সঙ্গে। এক রাতে ঘর থেকে পালায় দুজন। উদ্দেশ্য শহরের উপকণ্ঠে এক হোটেলে রাত্রিযাপন। কিন্তু সে রাতেই পুলিশ হানা দেয় হোটেলে। শুরু হয় প্রেমিক-প্রেমিকার ‘পলাতক জীবন’।

‘ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড গ্রে: লাভ কিলস’ সিরিজের পোস্টার। আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফের রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার 

ফের দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দিন শেষে রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ০৩ বিলিয়ন ডলার। গত ৭ সেপ্টেম্বর আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ছিল ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বুধবার (১৭ সেপ্টেম্বর) দিন শেষে আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম–৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৬ দশমিক ০৮ বিলিয়ন ডলার। গত ৭ সেপ্টেম্বর বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ  ছিল ২৫ দশ‌মিক ৩৯ বিলিয়ন ডলার। 

গত জুন মাস শেষে রেমিট্যান্সে আয়ের প্রবৃদ্ধি, রপ্তানি আয় বৃদ্ধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঋণ পাওয়ার কারণে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলার হয়। এরপর গত জুলাইর প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) ২০২ কোটি ডলার পরিশোধ করে বাংলাদেশ। তখন গ্রস রিজার্ভ কমে দাঁড়ায় ২৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে। আর বিপিএম-৬ অনুযায়ী তা ছিল ২৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। এরপর কমলেও আজ বুধবার রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। 

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখায় বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল ছিল। বিশেষ করে ডলারের দাম ১২২-১২৩ টাকায় স্থিতিশীল রয়েছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রাখে। বিপরীত দিকে রেমিট্যান্স প্রবাহ বাড়তে থাকে। ফলে মাঝে মধ্যে বাজার থেকে ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক। সেইসঙ্গে দাতা সংস্থার অনুদান রিজার্ভ বাড়ায় সহায়ক ভূমিকা পালন করে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ২০২১ সালের আগস্টে সর্বোচ্চ উঠেছিল ৪৮ বিলিয়ন ডলারে। করোনা পরবর্তী সময়ে সংকট মেটাতে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করে। ফলে ধীরে ধীরে কমতে থাকে রিজার্ভ। যা অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ঘুরে দাঁড়াতে শুরু করেছে। 

ঢাকা/নাজমুল/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • বাগদানের গুঞ্জনের মাঝে হুমার রহস্যময় পোস্ট
  • চট্টগ্রাম চেম্বারে ‘পরিবারতন্ত্র’ পুনর্বহালের অভিযোগ
  • পাকিস্তানি খেলোয়াড়ের থ্রো লাগল আম্পায়ারের মাথায়, এরপর যা হলো
  • ফের রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার 
  • যে ১০ কারণে স্বামী–স্ত্রীর মধ্যে বেশি ঝগড়া হয়
  • স্মার্ট সিটি হবে চট্টগ্রাম, একসঙ্গে কাজ করবে গ্রামীণফোন-চসিক
  • অনলাইন জীবন আমাদের আসল সম্পর্কগুলোকে কোথায় নিয়ে যাচ্ছে
  • তিনি চাকরি ছাড়বেন শুনলেই সহকর্মীরা হাসাহাসি করেন
  • প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন হুমা কুরেশি!
  • একসঙ্গে জন্ম দেওয়া মোকসেদার ছয় সন্তানের পাঁচজনই মারা গেল