রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এসময় তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

এ সময় ‘দফা এক দাবি এক, ভিসির পদত্যাগ’, ‘আমার ভাইয়ের লাশ পড়ে, প্রশাসন কী করে’, ‘নয় মাসে দুই খুন, ভিসি-প্রক্টরের অনেক গুণ’ ইত্যাদি স্লোগান দেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, কোনো বিশেষ গোষ্ঠীকে সহায়তা করার জন্য এই অন্তর্বর্তী সরকারকে নিয়োগ দেওয়া হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘অতি দ্রুত আমরা এই ভিসি ও প্রক্টরকে সরানোর অনুরোধ করছি সরকারের কাছে। না হলে আমরা এই ইন্টেরিম সরকারকেই সরাতে বাধ্য হব।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনও উপাচার্য-প্রক্টরের পদত্যাগ দাবি করেন।

উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে ছাত্রদলের।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকায়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ছ ত রদল র স উপ চ র য

এছাড়াও পড়ুন:

জবিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদদের নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অর্থনীতিতে নোবেল বিজয়ী ব্যক্তিত্বদের জীবন, গবেষণা ও তত্ত্ব নিয়ে রচিত গ্রন্থ ‘নোবেল বিজয়ী অর্থনীতিবিদদের জীবন ও কর্ম’ এর মোড়ক উন্মোচন হয়েছে।

বুধবার (২ জুলাই) প্রধান অতিথি হিসেবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম রচিত এই গ্রন্থে বিভিন্ন সময়ে নোবেল পুরস্কারপ্রাপ্ত ৩৮ জন অর্থনীতিবিদের জীবনী, গবেষণা কার্যক্রম এবং বিশ্ব অর্থনীতিতে তাদের প্রভাব ও অবদান তুলে ধরা হয়েছে। বইটি প্রকাশ করেছে অপেরা পাবলিকেশন।

আরো পড়ুন:

ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দিতে চিঠি

চবিতে প্রথমবারের মতো হাল্ট প্রাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপাচার্য বলেন, “অর্থনীতিতে নোবেল পাওয়া ব্যক্তিত্বদের তত্ত্ব ও গবেষণা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অসাধারণ অনুপ্রেরণা। এই বইটি শুধু শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়াবে না, বরং গবেষণার ক্ষেত্রেও দিকনির্দেশক ভূমিকা রাখবে।” তিনি লেখক অধ্যাপক ড. আইনুল ইসলামকে এমন একটি সময়োপযোগী ও প্রাসঙ্গিক গ্রন্থ রচনার জন্য ধন্যবাদ জানান।

অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শরীফ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা এবং বিশিষ্ট ফাইন্যান্স ও বিজনেস স্ট্রাটেজিস্ট, কলামিস্ট জনাব সাইফুল হোসেন।

বক্তারা বলেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে এমন গবেষণামূলক বই কেবল পাঠ্যচর্চার জন্য নয়, অর্থনৈতিক বাস্তবতা বিশ্লেষণেও সহায়ক হবে। এতে শিক্ষার্থীদের মৌলিক চিন্তা ও বিশ্লেষণী ক্ষমতা বিকশিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ