চমকে যাওয়ার মতো এক খবরই বটে! টুর্নামেন্টের শেষ দিকে এসে হঠাৎ করেই রেকর্ড ৬ কোটি রুপিতে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে নিয়েছে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ওয়েবসাইট এবং দিল্লি ক্যাপিটালস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর দিয়েছে।

কিন্তু মোস্তাফিজ কীভাবে খেলবেন আইপিএলের ম্যাচ? আজ বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্তও যে আইপিএলে খেলার জন্য বিসিবির কাছে অনাপত্তিপত্রই চাননি এই বাঁহাতি পেসার! পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ রাতে বাংলাদেশ দলের দ্বিতীয় ভাগের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন তিনি, এটাই জানে সবাই। শারজায় ১৭ ও ১৯ মে দুই টি-টোয়েন্টির সিরিজ খেলতে দলের ক্রিকেটারদের প্রথম ভাগ আমিরাতে চলে গেছে আজ সকালে।

আইপিএলের লিগ পর্বে দিল্লির শেষ তিনটি ম্যাচ ১৮, ২১ ও ২৪ মে। কাজেই আমিরাতে সিরিজ খেললে দিল্লির হয়ে প্রথম ম্যাচে খেলতে পারার কথা নয় মোস্তাফিজের। তবে ১৯ মে’র পর তিনি চাইলে যোগ দিতে পারেন আইপিএলে।

মোস্তাফিজ শারজায় জাতীয় দলের হয়ে সিরিজ খেলবেন, নাকি ১৮ মে থেকেই আইপিএলে খেলবেন দিল্লির হয়ে, বিকেলে মুঠোফোনে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর কাছে। তিনি বলেছেন, ‘আমাদের কাছে এখনো মোস্তাফিজ বা তার হয়ে কেউ অনাপত্তিপত্র চায়নি। কেউ অনাপত্তিপত্র চাইলে তারপর এটা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে। আমরা এটাই জানি মোস্তাফিজ জাতীয় দলের হয়ে সিরিজ খেলতে আমিরাতে যাচ্ছে।’

আরও পড়ুনশনিবার থেকে পুনরায় শুরু আইপিএল১২ মে ২০২৫

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ হওয়ার পর বেশির ভাগ বিদেশি ক্রিকেটারই তাঁদের দেশে ফিরে গেছেন। দিল্লি জানিয়েছে, অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাগার্ক ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে আর খেলবেন না বলায় তাঁর জায়গায় মোস্তাফিজকে নেওয়া হয়েছে।

বাঁহাতি মোস্তাফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে আগেও খেলেছেন। ২০২২ ও ২০২৩ আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মোট ৯ উইকেট নিয়েছিলেন তিনি।

মোস্তাফিজই এখন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি টাকায় আইপিএলে ডাক পাওয়া ক্রিকেটার। এর আগে ২০০৯ সালে ছয় লাখ ডলার দিয়ে মাশরাফি বিন মুর্তজাকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স, বাংলাদেশি টাকায় যা ছিল চার কোটি টাকার কাছাকাছি।

অনাপত্তিপত্র পেলেও আইপিএলে অবশ্য খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না মোস্তাফিজ। দিল্লি ক্যাপিটালসের ম্যাচই বাকি তিনটি। এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে তারা। চারে থাকা মুম্বাই ইন্ডিয়ানস তাঁদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্টে এগিয়ে আছে।

বিরতির পর আইপিএল শুরু হবে ১৭ মে। দিল্লির প্রথম ম্যাচ ১৮ মে গুজরাট টাইটানসের বিপক্ষে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক য প ট লস আম র ত ল র হয়

এছাড়াও পড়ুন:

বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।

প্রশিক্ষণের বিষয়

১. বেসিক কম্পিউটার,

২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,

৩. ইন্টারনেট,

৪. গ্রাফিক ডিজাইন,

৫. ফ্রিল্যান্সিং,

৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।

আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা

১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,

২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,

৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,

৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,

৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে

১. ঢাকা,

২. চট্টগ্রাম,

৩. রাজশাহী,

৪. খুলনা,

৫. বরিশাল,

৬. সিলেট,

৭. দিনাজপুর,

৮. গোপালগঞ্জ।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র

১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,

২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,

৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,

৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,

৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।

নিবন্ধন ফি

মনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।

দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে

সম্পর্কিত নিবন্ধ