মোস্তাফিজ কি বাংলাদেশ দলে না খেলে আইপিএলে খেলবেন
Published: 14th, May 2025 GMT
চমকে যাওয়ার মতো এক খবরই বটে! টুর্নামেন্টের শেষ দিকে এসে হঠাৎ করেই রেকর্ড ৬ কোটি রুপিতে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে নিয়েছে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ওয়েবসাইট এবং দিল্লি ক্যাপিটালস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর দিয়েছে।
কিন্তু মোস্তাফিজ কীভাবে খেলবেন আইপিএলের ম্যাচ? আজ বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্তও যে আইপিএলে খেলার জন্য বিসিবির কাছে অনাপত্তিপত্রই চাননি এই বাঁহাতি পেসার! পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ রাতে বাংলাদেশ দলের দ্বিতীয় ভাগের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন তিনি, এটাই জানে সবাই। শারজায় ১৭ ও ১৯ মে দুই টি-টোয়েন্টির সিরিজ খেলতে দলের ক্রিকেটারদের প্রথম ভাগ আমিরাতে চলে গেছে আজ সকালে।
আইপিএলের লিগ পর্বে দিল্লির শেষ তিনটি ম্যাচ ১৮, ২১ ও ২৪ মে। কাজেই আমিরাতে সিরিজ খেললে দিল্লির হয়ে প্রথম ম্যাচে খেলতে পারার কথা নয় মোস্তাফিজের। তবে ১৯ মে’র পর তিনি চাইলে যোগ দিতে পারেন আইপিএলে।
মোস্তাফিজ শারজায় জাতীয় দলের হয়ে সিরিজ খেলবেন, নাকি ১৮ মে থেকেই আইপিএলে খেলবেন দিল্লির হয়ে, বিকেলে মুঠোফোনে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর কাছে। তিনি বলেছেন, ‘আমাদের কাছে এখনো মোস্তাফিজ বা তার হয়ে কেউ অনাপত্তিপত্র চায়নি। কেউ অনাপত্তিপত্র চাইলে তারপর এটা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে। আমরা এটাই জানি মোস্তাফিজ জাতীয় দলের হয়ে সিরিজ খেলতে আমিরাতে যাচ্ছে।’
আরও পড়ুনশনিবার থেকে পুনরায় শুরু আইপিএল১২ মে ২০২৫ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ হওয়ার পর বেশির ভাগ বিদেশি ক্রিকেটারই তাঁদের দেশে ফিরে গেছেন। দিল্লি জানিয়েছে, অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাগার্ক ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে আর খেলবেন না বলায় তাঁর জায়গায় মোস্তাফিজকে নেওয়া হয়েছে।
বাঁহাতি মোস্তাফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে আগেও খেলেছেন। ২০২২ ও ২০২৩ আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মোট ৯ উইকেট নিয়েছিলেন তিনি।
মোস্তাফিজই এখন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি টাকায় আইপিএলে ডাক পাওয়া ক্রিকেটার। এর আগে ২০০৯ সালে ছয় লাখ ডলার দিয়ে মাশরাফি বিন মুর্তজাকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স, বাংলাদেশি টাকায় যা ছিল চার কোটি টাকার কাছাকাছি।
অনাপত্তিপত্র পেলেও আইপিএলে অবশ্য খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না মোস্তাফিজ। দিল্লি ক্যাপিটালসের ম্যাচই বাকি তিনটি। এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে তারা। চারে থাকা মুম্বাই ইন্ডিয়ানস তাঁদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্টে এগিয়ে আছে।
বিরতির পর আইপিএল শুরু হবে ১৭ মে। দিল্লির প্রথম ম্যাচ ১৮ মে গুজরাট টাইটানসের বিপক্ষে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক য প ট লস আম র ত ল র হয়
এছাড়াও পড়ুন:
ছাত্রদল ও যুবদলের কর্মীর উপর হামলায় উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ
সোনারগাঁ উপজেলা ছাত্রদল নেতা সবুজ ও আব্দু্ল্লাহ এবং যুবদল কর্মী রতন ও মনিরের উপর হামলার প্রতিবাদ করলেন উপজেলা যুবদল।
বুধবার(১৪মে) বিকেলে উপজেলার বৈদ্যার বাজার ইউনিয়নে আনন্দ বাজার এলাকায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়ছে।
মোতালিব আওয়ামীলীগের দোষর সহযোগী হাবিবুর, স্বপন, পারভেজকে নিয়া এলাকায় মাদক ব্যবসা করে। এলাকার মধ্যে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করিয়া এলাকায় যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাইতেছে।
এলাকার চিহিত চাঁদাবাজ ও সন্ত্রাসী প্রকৃতির লোক।তাদের সাথে যুবদল নেতা রাজিব, রতনের পূর্ব হইতে এলাকার বিভিন্ন বিষয় নিয়া পূর্ব হইতে বিয়োগ ও শত্রুতা দিয়া আসিতেছিল।
গত সোমবার(১২ই মে) রাত ০৮:০০ ঘটিকার ছাত্র দল নেতা সবুজ হেসেন , আব্দুল্লাহ , রাতুল আনন্দবাজার পাখির দোকানের সামনে অবস্থান মোতালিব, হাবিবুর স্বপ্নন পারভেজ সহ ১০/১৫ জন তাহাদের হাতে বারালো রামদা চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার রড, হকিস্টিক ও লাটিসোটা সহ উক্ত স্থানে আসিয়া আক্রমণ করে। সবুজ আর আব্দুল্লাহ চিকিৎসাধীন হাসপাতালে আছে।
এই ছাড়া যুবদলের কর্মী রতন ও মতিন কে টানা হেচড়া করে।
এই বিষয় সোনারগাঁ থানা সবুজের ভাই রাজিব হোসেন রাজু বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
প্রতিবাদ সভা ও বিক্ষোভ এ উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ,উপজেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা,ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, সোনারগাঁও পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক সালে মুসা,আল-আমীন, উপজেলা বিএনপি সহ ছাত্র বিষয়ক সম্পাদক ইমরান ফারুক,মোগড়াপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিব হাসান, সদস্য সচিব আরিফ, বৈদ্যার বাজার ইউনিয়ন যুবদলের নেতা মাহফুজ, সোহাগ, রতন, ইমন সহ প্রমুখ।
প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিলে বলা হয় মোতালেব এর চামড়া তুলে নিবে আমরা,মোতালেব এর চামড়া কুত্তা দিয়ে কামড়া,ইয়াবা মোতালেব এর চামড়া কুত্তা দিয়ে কামড়া,মোতালেবএর কালো হাত ভেংংগে দিবে আমরা।