রাঙামাটিতে বজ্রপাতে তানজিনা আক্তার (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) দুপুর ১২টায় জেলার লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া ১৪ নম্বর বিলে এই ঘটনা ঘটে।
তানজিনা আক্তার গাঁথাছড়া ৮ নম্বর ওয়ার্ডের জামালপুর টিলার মোহাম্মদ হৃদয়ের স্ত্রী। লংগদু থানার ওসি (তদন্ত) স্বরজিৎ দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার সূত্র জানায়, প্রতিদিনের মতো বুধবার বিলে কাজ করতে যান তানজিনা। দুপুরে আকাশে মেঘ দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা করেন তিনি। পথিমধ্যে বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে জ্ঞান হারান তিনি। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
গাজীপুরে বজ্রপাতে তুলার গোডাউনে আগুন
আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, মা হাসপাতালে
ওসি স্বরজিৎ দেব বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/শংকর/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আমির খানের নতুন সিনেমা নকল
২০২২ সালে মুক্তি পাওয়া ‘লাল সিং চাড্ডা’ সিনেমার বক্স অফিস ব্যর্থতার পর আমির খান নিজেকে গুটিয়ে রেখেছিলেন। তিন বছর অভিনেতা ফিরছেন ‘সিতারে জমিন পার’ নিয়ে। ছবিতে প্রযোজক ও অভিনেতা দুই ভূমিকাতেও পাওয়া যাবে আমিরকে। কিন্তু বহুল প্রতীক্ষিত সিনেমাটির ট্রেলার মুক্তির পর থেকেই বিদ্রূপের মুখে পড়েছেন অভিনেতা। খবর হিন্দুস্তান টাইমসের
প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, ‘সিতারে জমিন পার’ পুরোপুরি মৌলিক সিনেমা নয়। এটি ২০১৮ সালে মুক্তি পাওয়া স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিওনস’-এর প্রেরণায় নির্মিত হয়েছে। তবে নেটিজেনরা বলছেন, প্রেরণা নয়; বরং এটি ওই স্প্যানিশ সিনেমাটির ফ্রেম বাই ফ্রেম অনুসরণ করে নির্মিত হিন্দি সিনেমা।
‘সিতারে জমিন পার’ সিনেমার ট্রেলারে আমির খান। এক্স থেকে