রাঙামাটিতে বজ্রপাতে তানজিনা আক্তার (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) দুপুর ১২টায় জেলার লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া ১৪ নম্বর বিলে এই ঘটনা ঘটে।

তানজিনা আক্তার গাঁথাছড়া ৮ নম্বর ওয়ার্ডের জামালপুর টিলার মোহাম্মদ হৃদয়ের স্ত্রী। লংগদু থানার ওসি (তদন্ত) স্বরজিৎ দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার সূত্র জানায়, প্রতিদিনের মতো বুধবার বিলে কাজ করতে যান তানজিনা। দুপুরে আকাশে মেঘ দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা করেন তিনি। পথিমধ্যে বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে জ্ঞান হারান তিনি। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

গাজীপুরে বজ্রপাতে তুলার গোডাউনে আগুন

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, মা হাসপাতালে

ওসি স্বরজিৎ দেব বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/শংকর/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন হত

এছাড়াও পড়ুন:

পাকিস্তানে আবাসিক ভবন ধসে নিহত ২৭

পাকিস্তানের করাচিতে পাঁচতলা একটি আবাসিক ভবন ধসে ২৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টার দিকে ভবনটি ধসে পড়ে।

পাকিস্তানের সরকারি উদ্ধার পরিষেবার মুখপাত্র হাসান খান বলেন, আজ রোববার সকাল পর্যন্ত ২৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপের বেশির ভাগই সরিয়ে নেওয়া হয়েছে। আজ বিকেলের মধ্যে ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কর্তৃপক্ষ বলেছে, ভবনটি আগেই ঝূঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে বাসিন্দাদের সেখান থেকে সরে যেতে নোটিশ পাঠানো হয়েছিল। তবে বাড়ির মালিক ও কয়েকজন বাসিন্দা এএফপির কাছে দাবি করেন, তাঁরা এ ধরনের কোনো নোটিশ পাননি।

আরও পড়ুনপাকিস্তানে তিনতলা ভবন ধসে নিহত ৩১৮ জুলাই ২০১৭

করাচির দারিদ্র্যপীড়িত এলাকা লিয়ারিতে ভবনটি ধসে পড়ে। আশপাশের বাসিন্দারা ধসে পড়ার বিকট শব্দ শুনতে পেয়েছিলেন বলে জানা গেছে।

সম্পর্কিত নিবন্ধ