বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ও গুণী নির্মাতা রাজকুমার হিরানি। ২০০৯ সালে হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় অভিনয় করেন আমির। সিনেমাটি মুক্তির পর ইতিহাস রচনা করে। পাঁচ বছর বিরতি নিয়ে এ জুটি নিয়ে আসেন ‘পিকে’। এ সিনেমা মুক্তির পর দর্শক-সমালোচকদের প্রতিক্রিয়া নতুন করে বলার কিছু নেই।
তারপর দীর্ঘ ১১ বছর আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি আমির খান ও রাজকুমার হিরানিকে। বিরতি ভেঙে ফের একসঙ্গে কাজ করতে যাচ্ছেন এই দুই গুণী। দাদাসাহেব ফালকের বায়োপিকে দেখা যাবে তাদের। খবর এনডিটিভির।
বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দাদাসাহেব ফালকের জীবন ও তার চলচ্চিত্রে অবদানের কাহিনি সিনেমাটিতে তুলে আনা হবে। ভারতের স্বাধীনতাসংগ্রামের পটভূমিতে নির্মিত হবে, যেখানে দেখানো হবে কীভাবে শূন্য থেকে শুরু করে বিশ্বের অন্যতম বৃহৎ সিনেমাশিল্পের ভিত্তি স্থাপন করেন তিনি।
আরো পড়ুন:
অসম প্রেমের গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন কঙ্কনা
কয়েক লাখ টাকার ‘টিয়া’ নিয়ে কানের লাল গালিচায় উর্বশী
দীর্ঘ চার বছর বায়োপিকটির চিত্রনাট্য নিয়ে কাজ করেন রাজকুমার হিরানি। তার সঙ্গে রয়েছেন আরো তিনজন। তারা হলেন— হিরানির দীর্ঘ দিনের সহযোগী অভিজাত যোশী, লেখক হিন্দুকুশ ভারতবংশী ও অবিষ্কার ভারতবংশী। সিনেমাটির সময়কালের যথাযথ চিত্রায়ণের জন্য লস অ্যাঞ্জেলেসের ভিএফএক্স স্টুডিওগুলো কাজ করবে।
দীর্ঘ বিরতির পর ‘সিতারে জমিন পার’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ফিরছেন আমির খান। আগামী ২০ জুন সিনেমাটি মুক্তি পাবে। এরপর থেকে বায়োপিকের জন্য প্রস্তুতি শুরু করবেন আমির। আগামী অক্টোবর থেকে শুটিং শুরুর পরিকল্পনা করেছেন নির্মাতারা।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
তারকার মিছিল, মুখোশ খুলতেই বিস্ময়
আমন্ত্রণপত্রে শুধু নির্মাতা তানিম নূরের নাম; ১৩ মে সন্ধ্যায় আমন্ত্রিতরা যখন সংবাদ সম্মেলনে এসে হাজির হলেন, তখনো তাঁরা জানেন না সিনেমাটার কী নাম, কারা আছেন। হঠাৎ একে একে কক্ষে এসে ঢুকলেন তারকারা, সবারই মুখে মুখোশ! একটু পর মঞ্চে ডাক, মুখোশ খোলেন তাঁরা। অচিরেই সংবাদ সম্মেলন হয়ে উঠল তারকাদের মিলনমেলা। একসঙ্গে এত তারকা! তরুণ নির্মাতা তানিম নূর ঘোষণা করলেন তাঁর সিনেমার নাম, ‘উৎসব’।
একসঙ্গে হাজির দেশের প্রথম সারির অভিনয়শিল্পীরা—জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, আজাদ আবুল কালাম, অপি করিম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সাদিয়া আয়মান। আয়োজনে উপস্থিত ছিলেন না, তবে নির্মাতা নিশ্চিত করেছেন, সিনেমায় আছেন জয়া আহসান, তারিক আনাম খান, সৌম্য জ্যোতি। গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। সিনেমাটোগ্রাফি করেছেন রাশেদ জামান।
শুরুতেই মঞ্চে আসেন সিনেমার পরিচালক এবং দুই প্রযোজক। তাঁদের উপস্থিতিতে প্রদর্শন করা হয় সিনেমার নাম; নামের নিচে বড় বড় করে লেখা, ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ: পরিবার ছাড়া দেখা নিষেধ।’ নির্মাতা জানান, এই সতর্কবার্তা নিছক চমক নয়; বরং সিনেমার মূল বার্তা। ‘উৎসব’ যেন এক আধুনিক চিঠি, পাঠানো হয়েছে নব্বইয়ের দশকের সোনালি সময় থেকে। যেখানে পরিবারের সবাই মিলে বসে নাটক বা সিনেমা দেখার রেওয়াজ ছিল। সেই চিত্রই আবার ফিরিয়ে আনার চেষ্টা। ঈদের ছুটিতে পরিবারকে নিয়ে হলে গিয়ে সিনেমা দেখার সেই অভ্যাসকে স্মরণ করাতেই এ উদ্যোগ।
‘উৎসব’ সিনেমার শিল্পীরা