ব্যবসা–বাণিজ্যের উন্নয়নে নারায়ণগঞ্জ চেম্বারের মতবিনিময় সভা
Published: 15th, May 2025 GMT
নারায়ণগঞ্জের ব্যবসা–বাণিজ্য উন্নয়নে পৃথক পাঁচটি মতবিনিময় সভা আয়োজন করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা। জেলার বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা; বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক; রেস্তোরাঁ, জামদানি শাড়ি ও দোকানমালিকদের সঙ্গে এই মতবিনিময় হয়।
নারায়ণগঞ্জ চেম্বার কার্যালয়ে গত মঙ্গলবার বেলা তিনটা থেকে এই মতবিনিময় সভা শুরু হয়। প্রথম সভাটি নারায়ণগঞ্জের বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তাদের সঙ্গে হয়। সভার শুরুতে বক্তব্য দেন নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া। আরও উপস্থত ছিলেন চেম্বারের সহসভাপতি মোরশেদ সারোয়ার। সভায় অগ্রণী, পূবালী, কৃষি, ইউসিবি, এনআরবি, সিটি, ব্র্যাক, ইবিএল, লংকা বাংলা ফাইন্যান্সসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন। চেম্বারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি মুস্তাফিজুর রহমান ‘ভূঁইয়া বলেন, ভবিষ্যতে আমরা একটা মেলার আয়োজন করব। যাতে একই ছাতার নিচে ব্যবসায়ীরা নিত্য নতুন সেবা সম্পর্কে অবহিত হতে পারেন। ব্যবসায়ীদের সমস্যাগুলো আলোচনার মাধ্যমে যত দূর সম্ভব সমাধান করা হবে।’
এরপর বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি; নারায়ণগঞ্জ রেস্তোরাঁ মালিক সমিতি; জামদানি শাড়ী ব্যবসায়ী এবং নারায়ণগঞ্জ দোকানমালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ চ ম ব র ব যবস য়
এছাড়াও পড়ুন:
চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা রিয়াদ আটক, দল থেকে বহিষ্কার
চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ বৃহস্পতিবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরআগে একই অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ফতুল্লার এক ডাইং মালিককে চাঁদার দাবিতে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়ার হুমকি দেয় রিয়াদ মোহাম্মদ চৌধুরী। ওই হুমকির অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তিনি বলেন, চাঁদাবাজির মামলায় ঢাকা বিমানবন্দর থেকে বিমানবন্দর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। রিয়াদকে নারায়ণগঞ্জে আনার প্রক্রিয়া চলছে। তাকে আনতে জেলা পুলিশের একটি দলকে ঢাকায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা প্রক্রিয়াধীন। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
অন্যদিকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।
বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের অভিযোগে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বহিষ্কার করা হয় বলে জানান রিজভী।
এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লার ‘আজাদ ডাইং’ এর মালিক আজাদ হোসেনের কাছে চাঁদার দাবিতে ফোন দেয় রিয়াদ মোহাম্মদ চৌধুরী। একপর্যায়ে রিয়াদ ডাইং পুড়িয়ে দেওয়ার হুমকিও দেন। ওই ফোনকল রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়।
রিয়াদকে গ্রেপ্তার ও বহিষ্কারের ব্যাপারে কথা বলতে আজাদ ডাইংয়ের মালিক আজাদ হোসেনকে ফোন করলে তিনি ‘ব্যস্ত আছেন’ বলে জানান।