ব্যবসা–বাণিজ্যের উন্নয়নে নারায়ণগঞ্জ চেম্বারের মতবিনিময় সভা
Published: 15th, May 2025 GMT
নারায়ণগঞ্জের ব্যবসা–বাণিজ্য উন্নয়নে পৃথক পাঁচটি মতবিনিময় সভা আয়োজন করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা। জেলার বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা; বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক; রেস্তোরাঁ, জামদানি শাড়ি ও দোকানমালিকদের সঙ্গে এই মতবিনিময় হয়।
নারায়ণগঞ্জ চেম্বার কার্যালয়ে গত মঙ্গলবার বেলা তিনটা থেকে এই মতবিনিময় সভা শুরু হয়। প্রথম সভাটি নারায়ণগঞ্জের বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তাদের সঙ্গে হয়। সভার শুরুতে বক্তব্য দেন নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া। আরও উপস্থত ছিলেন চেম্বারের সহসভাপতি মোরশেদ সারোয়ার। সভায় অগ্রণী, পূবালী, কৃষি, ইউসিবি, এনআরবি, সিটি, ব্র্যাক, ইবিএল, লংকা বাংলা ফাইন্যান্সসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন। চেম্বারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি মুস্তাফিজুর রহমান ‘ভূঁইয়া বলেন, ভবিষ্যতে আমরা একটা মেলার আয়োজন করব। যাতে একই ছাতার নিচে ব্যবসায়ীরা নিত্য নতুন সেবা সম্পর্কে অবহিত হতে পারেন। ব্যবসায়ীদের সমস্যাগুলো আলোচনার মাধ্যমে যত দূর সম্ভব সমাধান করা হবে।’
এরপর বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি; নারায়ণগঞ্জ রেস্তোরাঁ মালিক সমিতি; জামদানি শাড়ী ব্যবসায়ী এবং নারায়ণগঞ্জ দোকানমালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ চ ম ব র ব যবস য়
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, আটক ৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার রঘুনাথপুর এলাকার ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে ছাত্রলীগ ৩০-৪০ জন নেতাকর্মী মশাল হাতে নিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর দ্রুত জেলা যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং মিছিলটি প্রতিহত করেন।
পরে যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে ফাহিম আহম্মেদ (২৩), নিরব হোসেন (১৮), ফয়সাল (২০), অনিক আহমেদ অনিন (২১) এবং আবিরসহ (১৫) মোট পাঁচজন কর্মীকে আটক করে পুলিশের কাছে দেয়।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের টহল দলের উপপরিদর্শক (এসআই) নন্দন চন্দ্র সরকার দ্রুত ঘটনাস্থলে যান এবং আটকদের হেফাজতে নেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যানার, কয়েকটি মশাল, লাঠি এবং একটি পিকআপভ্যানও জব্দ করে।
এ বিষয়ে ফতুল্লা থানার সহকারী উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, মিছিল করার সময় ছাত্রলীগের ৫ জনকে আটকের পর তাদের থানায় আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বর্তমানে মামলার প্রস্তুতি চলছে।