টি সিরিজে ইশতিয়াক আহমেদের গান, গাইলেন তানজিব
Published: 16th, May 2025 GMT
কথা সাহিত্যিক ও সাংবাদিক ইশতিয়াক আহমেদের লেখা ‘কারণে অকারণে’ গানটি মানুষের মুখে মুখে ফেরে। গানটি গেয়েছিলেন কণ্ঠশিল্পী মিনার। গানটির গীতিকার এবার জানালেন নতুন খবর। উপমহাদেশের অন্যতম বৃহৎ প্লাটফর্ম টি সিরিজের সাথে যুক্ত হলেন তিনি। সুরকার ও সঙ্গীত পরিচালক প্রসেনজিৎ ডাব্বু ঘোষাল যিনি ডাব্বু নামে সমাধিক পরিচিত, তার সুর ও সঙ্গীতে গান প্রকাশিত হতে যাচ্ছে তাদের প্লাটফর্ম টি সিরিজ বাংলাতে।
‘ভালোবাসা অকারণ’ শিরোনামে প্রথম গানটি গেয়েছেন, বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তানজিব সারোয়ার।
গানটি প্রসঙ্গে সঙ্গীত পরিচালক ডাব্বু বলেন, কারণে অকারণে শিরোনামের একটি গান শুনে আমি ২০১৭ তে ইশতিয়াক আহমেদ সম্পর্কে জানি। এবং এরপর থেকে তার সাথে কাজ করার ইচ্ছে ছিলো। এবার টিসিরিজ বাংলার সাথে কাজ শুরু করতে গেলে তারাও এ ব্যাপারে আগ্রহ দেখায়। ফলে গানের কাজ শুরু করি। আমাদের এই গানটিও যথেষ্ট ভালো হয়েছে। শ্রোতারা ভালোভাবে নেবে।
গানটির রেকর্ডিং হয়েছে ঢাকায় মিউজিক ফ্যাক্টরি স্টুডিওতে। আর মিক্স মাস্টার হয়েছে মুম্বাইতে। গানটি এ মাসেই অবমুক্ত করা হবে টি সিরিজ বাংলা চ্যানেলে। এর ধারাবাহিকতায় ইশতিয়াক আহমেদের লিরিকে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের আরও গান এই প্লাটফর্মে আসবে বলে টি সিরিজ থেকে জানা গেছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: নত ন গ ন ইশত য় ক আহম দ
এছাড়াও পড়ুন:
আছিয়া ধর্ষণ-হত্যা: ৩ আসামির খালাস
মাগুরায় আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় খালাস পেয়েছেন হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম, ছেলে সজীব ও রাতুল শেখ।
শনিবার (১৭ মে) সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন।
রায়ে মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তবে বাকি তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ছুটির দিন বাদে টানা শুনানি চলেছে। আদালতে আসামিদের উপস্থিতিতে এ শুনানি হয়। মামলায় শিশুটির বোনের শ্বশুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণের ফলে মৃত্যুর অপরাধ, শিশুটির বোনের স্বামী ও ভাশুরের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন এবং বোনের শাশুড়ির বিরুদ্ধে অপরাধের আলামত নষ্টের অভিযোগ অভিযোগ গঠন করা হয়।
গত ১৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা ও মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ১৭ এপ্রিল মামলাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয় এবং ২০ এপ্রিল অভিযোগপত্র গ্রহণ করা হয়। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়।
গত ১৫ মার্চ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে শিশুটির বোনের শ্বশুর ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ঢাকা/শাহীন/এস