সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির পাশে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে সাইদুর রহমান (৬৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। হত্যাকারী বেল্লাল হোসেন ও তার ছেলে আনিছুর রহমান নিহতের প্রতিবেশী। ঘটনার পরপরই বিক্ষুব্ধ লোকজন বেল্লাল ও তার ছেলের বাড়িতে আগুন দেয়। এ সময় বেল্লাল, আনিছুরসহ ওই পরিবারের সদস্যরা পালিয়ে যায়। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌ-পাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাইদুর রহমান ও তাঁর প্রতিবেশী বেল্লাল হোসেনের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা একটাই। এই রাস্তার অধিকার নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে সাইদুর রহমান জুমার নামাজ শেষে বাড়ি ফিরলে ওই রাস্তা নিয়ে বেল্লাল ও তার ছেলে আনিছুরের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠি নিয়ে এসে বাবা ও ছেলে মিলে সাইদুর রহমানকে বেধড়ক পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সাইদুর রহমানের মৃত্যু হয়।
খবর পেয়ে বিক্ষুব্ধ লোকজন বেল্লাল ও আনিছুরের বাড়ি পুড়িয়ে ফেলে। এ সময় ওই পরিবারের সবাই পালিয়ে যায়।
উৎস: Samakal
কীওয়ার্ড: হত য
এছাড়াও পড়ুন:
টিকাটুলিতে মামুন প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
রাজধানীর টিকাটুলিতে মামুন প্লাজা নামের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। আজ বুধবার ভোর ৫টার দিকে ভবনটিতে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা শাহজাহান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। সকাল পৌনে সাতটার দিকে প্রথম আলোকে তিনি বলেন, মামুন প্লাজার তিনতলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। বর্তমানে সাতটি ইউনিট সেখানে কাজ করছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।