সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির পাশে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে সাইদুর রহমান (৬৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। হত্যাকারী বেল্লাল হোসেন ও তার ছেলে আনিছুর রহমান নিহতের প্রতিবেশী। ঘটনার পরপরই বিক্ষুব্ধ লোকজন বেল্লাল ও তার ছেলের বাড়িতে আগুন দেয়। এ সময় বেল্লাল, আনিছুরসহ ওই পরিবারের সদস্যরা পালিয়ে যায়। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌ-পাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাইদুর রহমান ও তাঁর প্রতিবেশী বেল্লাল হোসেনের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা একটাই। এই রাস্তার অধিকার নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে সাইদুর রহমান জুমার নামাজ শেষে বাড়ি ফিরলে ওই রাস্তা নিয়ে বেল্লাল ও তার ছেলে আনিছুরের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠি নিয়ে এসে বাবা ও ছেলে মিলে সাইদুর রহমানকে বেধড়ক পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সাইদুর রহমানের মৃত্যু হয়।
খবর পেয়ে বিক্ষুব্ধ লোকজন বেল্লাল ও আনিছুরের বাড়ি পুড়িয়ে ফেলে। এ সময় ওই পরিবারের সবাই পালিয়ে যায়।
উৎস: Samakal
কীওয়ার্ড: হত য
এছাড়াও পড়ুন:
মাদারীপুরে পিকনিকের ট্রলার ডুবে চালক নিখোঁজ, উদ্ধারে অভিযান
মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা এলাকার আড়িয়াল খাঁ নদে পিকনিকের ট্রলার ডুবে সুমন সিপাহী (৩৫) নামে এক যুবক নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৬ মে) বিকেলে ট্রলারে একটি পিকনিকের আয়োজন করা হয়। রাতে ফেরার পথে বাহেরচর কাতলা এলাকায় বিপরীত দিক থেকে বালুবাহী বাল্কহেডের সাথে পিকনিকের ট্রলারটি ধাক্কা লাগে। এতে পিকনিকের ট্রলারটি ডুবে যায়। শুরু হয় চিৎকার চেঁচামেচি। পরে স্থানীয়রা ছুটে এসে অন্য ট্রলারের সহযোগিতায় সবাইকে উদ্ধার করলেও নিখোঁজ থাকে ট্রলার চালক কালু সিপাহীর ছেলে সুমন সিপাহী। এদিকে এই ঘটনায় অসুস্থ কয়েকজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় আজ (শনিবার) সকালে নিখোঁজ সুমনকে উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।
মাদারীপুর ফায়ার সার্ভিসের লিডার জাহেদুল ইসলাম ভুইয়া জানান, ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ যুবককে উদ্ধারে কার্যক্রম চলছে। ফায়ার সার্ভিসের ডুবরি দল চেষ্টা করছে উদ্ধারের। সুমনকে না পাওয়া পর্যন্ত চলবে এই অভিযান।
ঢাকা/বেলাল/টিপু